ETV Bharat / state

Inter District Bike Trafficking : আন্তঃজেলা বাইক পাচার চক্রের পাণ্ডা গ্রেফতার, জেরায় উদ্ধার 9টি বাইক - লাভপুরের খবর

কাটোয়া থেকে লাভপুর ৷ আন্তঃজেলা বাইক (Inter District Bike Trafficking) পাচারে অভিযুক্তদের গ্রেফতার করে 9টি বাইক উদ্ধার করল লাভপুর থানার পুলিশ ৷

labpur
উদ্ধার হওয়া বাইক
author img

By

Published : Apr 7, 2022, 9:16 PM IST

লাভপুর, 7 এপ্রিল : আন্তঃজেলা বাইক পাচার চক্রের দুই পাণ্ডাকে গ্রেফতার করল লাভপুর (Labpur News) থানার পুলিশ । ধৃতদের কাছ থেকে এখনও পর্যন্ত 9টি বাইক উদ্ধার করা হয়েছে (Arrest 2 Inter District Bike Trafficker and Recover 9 Bike at Labpur) । ধৃতদের জেরা করে আরও বাইক উদ্ধারে চলছে তল্লাশি ৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, কাটোয়া থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করে জেরা করার পরেই কয়েকদিন ধরে লাভপুরের বিভিন্ন গ্রামে তল্লাশি চালায় পুলিশ । এরপরেই আন্তঃজেলা বাইক পাচার চক্রের দুই পাণ্ডা গ্রেফতার হয় ৷ ধৃতদের কাছ থেকে 9টি দামি বাইক উদ্ধার করা হয়েছে ৷ সেই বাইকগুলি বীরভূম-সহ অন্যান্য জেলা থেকে চুরি করা হয়েছে বলে জানিয়েছে ধৃতরা ৷

আন্তঃজেলা বাইক পাচার নিয়ে বোলপুর থানার এসডিপিওর বক্তব্য

বৃহস্পতিবার ধৃতদের দু'জনকে বোলপুর মহকুমা আদালতে তোলা হলে পুলিশ হেফাজতের নির্দেশ দেয় আদালত । রাজ্যের বিভিন্ন জেলা জুড়ে বাইক চুরি করে পাচার করার একটি সক্রিয় বড় চক্রের সঙ্গে যুক্ত এই ধৃত দু'জন । পুলিশের অনুমান ধৃতদের জেরা করে এই চক্রের মূল পাণ্ডাকে গ্রেফতার করা যাবে ৷

এই বিষয়ে বোলপুরের এসডিপিও অভিষেক রায় বলেন, "ধৃতদের জেরা করে দু'জন মূল অভিযুক্তকে আমরা ধরতে চাই ৷ এদের জেরা করলে আরও বাইক উদ্ধার সম্ভব হতে পারে ৷ আপাতত 9টি বাইক আমরা উদ্ধার করেছি ।"

আরও পড়ুন : আন্তঃরাজ্য বাইক পাচার চক্রের হদিস, আটক 2 পাচারকারী

লাভপুর, 7 এপ্রিল : আন্তঃজেলা বাইক পাচার চক্রের দুই পাণ্ডাকে গ্রেফতার করল লাভপুর (Labpur News) থানার পুলিশ । ধৃতদের কাছ থেকে এখনও পর্যন্ত 9টি বাইক উদ্ধার করা হয়েছে (Arrest 2 Inter District Bike Trafficker and Recover 9 Bike at Labpur) । ধৃতদের জেরা করে আরও বাইক উদ্ধারে চলছে তল্লাশি ৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, কাটোয়া থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করে জেরা করার পরেই কয়েকদিন ধরে লাভপুরের বিভিন্ন গ্রামে তল্লাশি চালায় পুলিশ । এরপরেই আন্তঃজেলা বাইক পাচার চক্রের দুই পাণ্ডা গ্রেফতার হয় ৷ ধৃতদের কাছ থেকে 9টি দামি বাইক উদ্ধার করা হয়েছে ৷ সেই বাইকগুলি বীরভূম-সহ অন্যান্য জেলা থেকে চুরি করা হয়েছে বলে জানিয়েছে ধৃতরা ৷

আন্তঃজেলা বাইক পাচার নিয়ে বোলপুর থানার এসডিপিওর বক্তব্য

বৃহস্পতিবার ধৃতদের দু'জনকে বোলপুর মহকুমা আদালতে তোলা হলে পুলিশ হেফাজতের নির্দেশ দেয় আদালত । রাজ্যের বিভিন্ন জেলা জুড়ে বাইক চুরি করে পাচার করার একটি সক্রিয় বড় চক্রের সঙ্গে যুক্ত এই ধৃত দু'জন । পুলিশের অনুমান ধৃতদের জেরা করে এই চক্রের মূল পাণ্ডাকে গ্রেফতার করা যাবে ৷

এই বিষয়ে বোলপুরের এসডিপিও অভিষেক রায় বলেন, "ধৃতদের জেরা করে দু'জন মূল অভিযুক্তকে আমরা ধরতে চাই ৷ এদের জেরা করলে আরও বাইক উদ্ধার সম্ভব হতে পারে ৷ আপাতত 9টি বাইক আমরা উদ্ধার করেছি ।"

আরও পড়ুন : আন্তঃরাজ্য বাইক পাচার চক্রের হদিস, আটক 2 পাচারকারী

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.