বোলপুর, 24 নভেম্বর: ঘনিষ্ঠ কাউন্সিলর বিশ্বজ্যোতি বন্দ্যোপাধ্যায় ওরফে মুনের মারফৎ লটারি জেতা নূর আলির কাছ থেকে এক কোটি টাকার টিকিট পৌঁছেছিল অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) কাছে । সিবিআইয়ের জেরা শেষে বেরিয়ে এমনই বিস্ফোরক তথ্য দিলেন বোলপুরে গাঙ্গুলি লটারি এজেন্সির মালিক (Lottery Seller Statement) বাপি গঙ্গোপাধ্যায় । বাহিরী-পাঁচশোয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান শুভংকর সাধু ওরফে ভজা গিয়ে হুমকি দিয়ে নূর আলির কাছ থেকে ওই টিকিট নিয়ে আসেন বলে জানা যাচ্ছে ।
2021 সালের 7 ডিসেম্বর ডিয়ার লটারিতে এক কোটি টাকা জেতেন বীরভূম তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল । 2022 সালের 17 জানুয়ারি ডিয়ার লটারির একটি সাইটে অনুব্রতর ছবি দিয়ে সেই তথ্য প্রকাশ্যে আসে ৷ গোরু পাচার মামলায় তদন্তে নেমে সিবিআই অফিসারেরা জানতে পারেন, লটারির টিকিটের মাধ্যমে কালো টাকা সাদা করার একটা পদ্ধতি শুরু করেছিলেন অনুব্রত ৷ সিবিআই সূত্রে জানা গিয়েছে, বোলপুরে গাঙ্গুলি লটারি এজেন্সির থেকে টিকিট নেন লটারি বিক্রেতা কালাম শেখ ৷ তাঁর কাছ থেকে লটারির টিকিট কেনেন বোলপুরের বড় শিমূলিয়া গ্রামের বাসিন্দা নূর আলি ।
এ দিন শান্তিনিকেতনের রতনকুঠি গেস্ট হাউসে এক কোটি টাকার লটারি জেতা নূর আলি ও গাঙ্গুলি লটারি এজেন্সির মালিক বাপি গঙ্গোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করেন কেন্দ্রীয় গোয়েন্দারা ৷ জেরা শেষে বেরিয়ে বাপি গঙ্গোপাধ্যায় জানান, নূর আলি লটারিতে টাকা পেয়েছিলেন ৷ 83 লক্ষ টাকার বিনিময়ে সেই টিকিট নিয়ে নেন অনুব্রত মণ্ডল । মধ্যস্থতা করেছিলেন অনুব্রত ঘনিষ্ঠ তথা বোলপুর পৌরসভার 19 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার বিশ্বজ্যোতি বন্দ্যোপাধ্যায় ওরফে মুন ।
আরও পড়ুন: 5 লাখ দিয়ে এক কোটি জেতা লটারির টিকিট ছিনিয়ে নিয়েছিল তৃণমূলের লোকজন !
লটারি প্রাপক নূর আলির বাবা কটাই শেখের কাছ থেকে জানা গিয়েছে, এই কাউন্সিলার বাহিরী-পাঁচশোয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান শুভংকর সাধু ওরফে ভজার সঙ্গে নূর আলির বাড়িতে যান ৷ মাত্র 7 লক্ষ টাকার বিনিময়ে হুমকি দিয়ে সেই টিকিট এক প্রকার ছিনিয়ে নিয়ে আসেন ৷ ভয়ে কয়েকদিন গ্রামছাড়াও ছিল নূর আলির পরিবার ৷
এ দিন জেরা শেষে অনুব্রতর লটারি রহস্য ভেদ করে বিস্ফোরক তথ্য দেন বোলপুরের গাঙ্গুলি লটারি এজেন্সির মালিক বাপি গঙ্গোপাধ্যায় । তিনি বলেন, "নূর আলি লটারিতে টাকা পেয়েছিলেন । মুনের মারফৎ অনুব্রত মণ্ডল সেই টিকিট নিয়ে নেন 83 লক্ষ টাকা দিয়ে । আমি একজন ব্যবসায়ী । আমি যা জানি সিবিআইকে বলেছি ৷ টিকিট যাঁর কাছে থাকবে, সে-ই টাকা পাবে ৷ ওঁরা কেন লটারি দিয়েছেন অনুব্রতকে, ওঁরাই বলতে পারবেন।"