ETV Bharat / state

অমিত শাহর রোড শো-এর সময় বঙ্গধ্বনি যাত্রা অনুব্রতর - অমিত শাহর রোড শো

বোলপুর ডাকবাংলো মাঠ থেকে বোলপুর চৌরাস্তা পর্যন্ত রোড শো করেন অমিত শাহ । ঠিক সেই সময় মাত্র এক কিলোমিটার দূরে বঙ্গধ্বনি যাত্রা করেন তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল ও চন্দ্রনাথ সিংহ ।

anubrata mondal rally in bolpur
অনুব্রতর বঙ্গধ্বনি যাত্রা
author img

By

Published : Dec 20, 2020, 9:43 PM IST

Updated : Dec 20, 2020, 10:39 PM IST

বোলপুর, 20 ডিসেম্বর : একদিকে যখন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর রোড শো চলছিল তখন কিছুটা দূরে বঙ্গধ্বনি যাত্রা করেন অনুব্রত মণ্ডল ও মন্ত্রী চন্দ্রনাথ সিংহ ।

বোলপুর ডাকবাংলো মাঠ থেকে বোলপুর চৌরাস্তা পর্যন্ত রোড শো করেন অমিত শাহ । ছিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, মুকুল রায়, অনুপম হাজরা, কৈলাস বিজয়বর্গীয়, লকেট চট্টোপাধ্যায়, রাহুল সিংহরা । ঠিক সেই সময় মাত্র এক কিলোমিটার দূরে বঙ্গধ্বনি যাত্রা করেন তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল ও রাজ্যের মৎস্যমন্ত্রী চন্দ্রনাথ সিংহ । তৃণমূলের রিপোর্ট কার্ড হাতে মিছিল করেন তৃণমূল কর্মী ও সমর্থকরা ।

তবে গন্ডগোল এড়াতে মূল রাস্তায় অনুব্রতর মিছিল আসতে দেওয়া হয়নি । এদিকে অমিত শাহর রোড শো প্রসঙ্গে অনুব্রত মণ্ডল বলেন, অমিত শাহর রোড শো-এ জেলার ছেলে ছিল না । জেলার বাইরে থেকে লোক এনে ভিড় করা হয়েছে । বিজেপির এই রোড শোয়ে উপকারিতাও দেখছেন তিনি । তিনি বলেন,"সপ্তাহে তিনদিন করে আসুক, আমাদের ছেলেরা উৎসাহ পাবে । এমনিতে চুপ করে বসে থাকে ।"

বোলপুর, 20 ডিসেম্বর : একদিকে যখন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর রোড শো চলছিল তখন কিছুটা দূরে বঙ্গধ্বনি যাত্রা করেন অনুব্রত মণ্ডল ও মন্ত্রী চন্দ্রনাথ সিংহ ।

বোলপুর ডাকবাংলো মাঠ থেকে বোলপুর চৌরাস্তা পর্যন্ত রোড শো করেন অমিত শাহ । ছিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, মুকুল রায়, অনুপম হাজরা, কৈলাস বিজয়বর্গীয়, লকেট চট্টোপাধ্যায়, রাহুল সিংহরা । ঠিক সেই সময় মাত্র এক কিলোমিটার দূরে বঙ্গধ্বনি যাত্রা করেন তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল ও রাজ্যের মৎস্যমন্ত্রী চন্দ্রনাথ সিংহ । তৃণমূলের রিপোর্ট কার্ড হাতে মিছিল করেন তৃণমূল কর্মী ও সমর্থকরা ।

তবে গন্ডগোল এড়াতে মূল রাস্তায় অনুব্রতর মিছিল আসতে দেওয়া হয়নি । এদিকে অমিত শাহর রোড শো প্রসঙ্গে অনুব্রত মণ্ডল বলেন, অমিত শাহর রোড শো-এ জেলার ছেলে ছিল না । জেলার বাইরে থেকে লোক এনে ভিড় করা হয়েছে । বিজেপির এই রোড শোয়ে উপকারিতাও দেখছেন তিনি । তিনি বলেন,"সপ্তাহে তিনদিন করে আসুক, আমাদের ছেলেরা উৎসাহ পাবে । এমনিতে চুপ করে বসে থাকে ।"

Last Updated : Dec 20, 2020, 10:39 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.