ETV Bharat / state

"ভাষা ঠিক না করলে এমনই হবে", দিলীপের কনভয়ে হামলায় মন্তব্য় অনুব্রতর

পাশাপাশি তিনি অভিযোগ করেন বিহারের ভোটে জালিয়াতি হয়েছে ৷ তবে, পশ্চিমবঙ্গে এমনটা হবে না ৷ পাশাপাশি, পশ্চিমবঙ্গে আসাউদ্দিন ওয়াইসির AIMIM বিহারের ভোট কাটতে পারলেও, এরাজ্য়ে তা সম্ভব নয় বলে জানান অনুব্রত ৷

anubrata-mandal-reacts-on-attack-in-dilip-ghosh-convoy
ভাষা না ঠিক করলে এমনটাই হবে, দিলীপ ঘোষের গাড়িতে হামলায় মন্তব্য় অনুব্রতর
author img

By

Published : Nov 12, 2020, 9:15 PM IST

বীরভূম, 12 নভেম্বর : ভাষা ঠিক না করলে এরকমই হবে ৷ রাজ্য় BJP সভাপতি দিলীপ ঘোষের কনভয় লক্ষ্য় করে ইট ছোড়ার ঘটনায় এমনই মন্তব্য় করলেন তৃণমূলের বীরভূমের সভাপতি অনুব্রত মণ্ডল ৷ তিনি আরো বলে, কাকে কী বলতে হয় তা আগে শিখুক দিলীপ ঘোষ ৷ আজ মানুষ গাড়ি ভেঙেছে ৷ এরপর কুকুর-বিড়াল তাঁর গাড়ি ভাঙবে ৷ লাভপুরে দলীয় সভার শেষে সাংবাদিকদের সামনে এমনই বলেন বীরভূমের তৃণমূল সভাপতি ৷

পাশাপাশি তিনি অভিযোগ করেন বিহারের ভোটে জালিয়াতি হয়েছে ৷ তবে, পশ্চিমবঙ্গে এমনটা হবে না ৷ পাশাপাশি, পশ্চিমবঙ্গে আসাউদ্দিন ওয়াইসির AIMIM বিহারের ভোট কাটতে পারলেও, এরাজ্য়ে তা সম্ভব নয় বলে জানান অনুব্রত ৷ তাঁর দাবি, পশ্চিমবঙ্গে মুসলমানরা যথেষ্ট সচেতন ৷ তাই তাঁরা ওয়াইসির দলকে ভোট দিয়ে নিজেদের ক্ষতি করবে না ৷

anubrata-mandal-reacts-on-attack-in-dilip-ghosh-convoy
ভাষা না ঠিক করলে এমনটাই হবে, দিলীপ ঘোষের গাড়িতে হামলায় মন্তব্য় অনুব্রতর

মোটের উপর এরাজ্য়েও যে আসাউদ্দিন ওয়াইসির দলের প্রভাব কিছুটা হলেও তৃণমূল নেতৃত্বের মাথাব্য়থার কারণ হয়ে দাঁড়িয়েছে তা স্পষ্টই বোঝা যাচ্ছে ৷

বীরভূম, 12 নভেম্বর : ভাষা ঠিক না করলে এরকমই হবে ৷ রাজ্য় BJP সভাপতি দিলীপ ঘোষের কনভয় লক্ষ্য় করে ইট ছোড়ার ঘটনায় এমনই মন্তব্য় করলেন তৃণমূলের বীরভূমের সভাপতি অনুব্রত মণ্ডল ৷ তিনি আরো বলে, কাকে কী বলতে হয় তা আগে শিখুক দিলীপ ঘোষ ৷ আজ মানুষ গাড়ি ভেঙেছে ৷ এরপর কুকুর-বিড়াল তাঁর গাড়ি ভাঙবে ৷ লাভপুরে দলীয় সভার শেষে সাংবাদিকদের সামনে এমনই বলেন বীরভূমের তৃণমূল সভাপতি ৷

পাশাপাশি তিনি অভিযোগ করেন বিহারের ভোটে জালিয়াতি হয়েছে ৷ তবে, পশ্চিমবঙ্গে এমনটা হবে না ৷ পাশাপাশি, পশ্চিমবঙ্গে আসাউদ্দিন ওয়াইসির AIMIM বিহারের ভোট কাটতে পারলেও, এরাজ্য়ে তা সম্ভব নয় বলে জানান অনুব্রত ৷ তাঁর দাবি, পশ্চিমবঙ্গে মুসলমানরা যথেষ্ট সচেতন ৷ তাই তাঁরা ওয়াইসির দলকে ভোট দিয়ে নিজেদের ক্ষতি করবে না ৷

anubrata-mandal-reacts-on-attack-in-dilip-ghosh-convoy
ভাষা না ঠিক করলে এমনটাই হবে, দিলীপ ঘোষের গাড়িতে হামলায় মন্তব্য় অনুব্রতর

মোটের উপর এরাজ্য়েও যে আসাউদ্দিন ওয়াইসির দলের প্রভাব কিছুটা হলেও তৃণমূল নেতৃত্বের মাথাব্য়থার কারণ হয়ে দাঁড়িয়েছে তা স্পষ্টই বোঝা যাচ্ছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.