ETV Bharat / state

'উপযুক্ত শাস্তি', হায়দরাবাদ এনকাউন্টার নিয়ে মন্তব্য অনুব্রতর

author img

By

Published : Dec 8, 2019, 2:42 AM IST

Updated : Dec 8, 2019, 2:56 AM IST

হায়দরাবাদ ধর্ষণে এনকাউন্টার প্রসঙ্গে সমর্থনের সুর বীরভূম জেলা সভাপতির গলায় ৷

Anubrata Mandal
অনুব্রত মণ্ডল

সাঁইথিয়া, 8 ডিসেম্বর : দলনেত্রীর উলটো সুর অনুব্রত মণ্ডলের গলায়? হায়দরাবাদ ধর্ষণে অভিযুক্তদের এনকাউন্টার নিয়ে প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, " দ্রুত চার্জশিট দিয়েই অভিযুক্তদের শাস্তি হওয়া উচিত ছিল ।" কিন্তু শুক্রবার সাঁইথিয়ার বনগ্রাম পঞ্চায়েতের তিলপাড়ায় তৃণমূলের কর্মিসভায় খানিকটা অন্য সুর শোনা গেল বীরভূম জেলা তৃণমূল সভাপতির গলায় ।

তৃণমূলের কর্মিসভার পর অনুব্রত মণ্ডল হায়দরাবাদের পুলিশ এনকাউন্টার নিয়ে মুখ খোলেন ৷ তাঁর কথায়, "অরিজিনাল এরাই যদি দোষী হয়, তাহলে শাস্তিটা ভালো হয়েছে । খুব উপযুক্ত শাস্তি । 100 শতাংশ সমর্থন করছি ।"

দেখুন ভিডিয়ো

এই ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায়ের মত প্রসঙ্গে তিনি বলেন, "ওটা রাজ্যের ব্যাপার, হায়দরাবাদটা হচ্ছে অল ইন্ডিয়ার ব্যাপার ৷ অল ইন্ডিয়ার ব্যাপারে যা বলেন, মুখ্যমন্ত্রী বলেন । সেখানে মমতা ব্যানার্জি তাঁর ব্যক্তিগত মত বলবেন । আমার ব্যক্তিগত মত হচ্ছে, ওরাই যদি দোষী হয় তাহলে ভালো করেছে ।" এই সভাতেই শুক্রবার BJP ছেড়ে প্রায় দু' হাজার কর্মী তৃণমূলে যোগদান করেছে বলে দাবি করে তৃণমূল ।

সাঁইথিয়া, 8 ডিসেম্বর : দলনেত্রীর উলটো সুর অনুব্রত মণ্ডলের গলায়? হায়দরাবাদ ধর্ষণে অভিযুক্তদের এনকাউন্টার নিয়ে প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, " দ্রুত চার্জশিট দিয়েই অভিযুক্তদের শাস্তি হওয়া উচিত ছিল ।" কিন্তু শুক্রবার সাঁইথিয়ার বনগ্রাম পঞ্চায়েতের তিলপাড়ায় তৃণমূলের কর্মিসভায় খানিকটা অন্য সুর শোনা গেল বীরভূম জেলা তৃণমূল সভাপতির গলায় ।

তৃণমূলের কর্মিসভার পর অনুব্রত মণ্ডল হায়দরাবাদের পুলিশ এনকাউন্টার নিয়ে মুখ খোলেন ৷ তাঁর কথায়, "অরিজিনাল এরাই যদি দোষী হয়, তাহলে শাস্তিটা ভালো হয়েছে । খুব উপযুক্ত শাস্তি । 100 শতাংশ সমর্থন করছি ।"

দেখুন ভিডিয়ো

এই ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায়ের মত প্রসঙ্গে তিনি বলেন, "ওটা রাজ্যের ব্যাপার, হায়দরাবাদটা হচ্ছে অল ইন্ডিয়ার ব্যাপার ৷ অল ইন্ডিয়ার ব্যাপারে যা বলেন, মুখ্যমন্ত্রী বলেন । সেখানে মমতা ব্যানার্জি তাঁর ব্যক্তিগত মত বলবেন । আমার ব্যক্তিগত মত হচ্ছে, ওরাই যদি দোষী হয় তাহলে ভালো করেছে ।" এই সভাতেই শুক্রবার BJP ছেড়ে প্রায় দু' হাজার কর্মী তৃণমূলে যোগদান করেছে বলে দাবি করে তৃণমূল ।

Intro:Body:দিদির মন্তব্যের সম্পূর্ন উল্টো মন্তব্য করলেন কেষ্ট। । আজ সাঁইথিয়ার বনগ্রাম পঞ্চায়েতের তিলপাড়ায় আয়োজিত তৃণমূলের কর্মী সভায় উপস্থিত ছিলেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। সেখানেই সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে, তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সম্পূর্ণ উল্টো পথে হাঁটলেন তিনি। প্রসঙ্গ, গত কালকের হায়দ্রাবাদের পুলিশি এনকাউন্টারে মারা যায় হ্রায়দ্রাবাদ ধর্ষন কান্ডের মূল অভিযুক্ত চার জন্য বন্দী তারপর পুলিশি এনকাউন্টারের এই ঘটনাকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একপ্রকার বিরোধিতা করে বলেছিলেন, "এটা আইন নয়, যে আইনকে আমি নিজের হাতে তুলে নিলাম। আইন এটাই, পুলিশ তার কাজ করবে, আদালতে পেশ করবে। বিচারক বিচারকের কাজ করবেন। কিন্তু আজ তৃণমূলের কর্মী সভার পর অনুব্রত মণ্ডল সাংবাদিকদের মুখোমুখি হলে হায়দ্রাবাদের পুলিশ এনকাউন্টার প্রসঙ্গে তাঁকে প্রশ্ন করা হয়। সেই প্রশ্নের উত্তরে তিনি বলেন, "অরিজিনাল এরাই যদি দোষী হয় তাহলে শাস্তিটা ভালো হয়েছে। খুব উপযুক্ত শাস্তি। ১০০ পার্সেন্ট সমর্থন করছি।" আর এরপরই তিনি মমতা ব্যানার্জির অন্য কথা বলা প্রসঙ্গে তিনি বলেন, "ওটা রাজ্যের ব্যাপার, হায়দ্রাবাদটা হচ্ছে অল ইন্ডিয়ার ব্যাপার, অল ইন্ডিয়ার ব্যাপারে যা বলেন মমতা ব্যানার্জি বলেন। সেখানে মমতা ব্যানার্জি তাঁর ব্যক্তিগত মত বলবেন। আর আমার ব্যক্তিগত মত হচ্ছে, ওরাই যদি দোষী হয় তাহলে ভালো করেছে।" আজকের এই সভায় তৃণমূলের বেশকিছু প্রধানের অন্যায় করার প্রসঙ্গ স্বীকার করে নেন অনুব্রত মণ্ডল। এই সভাতেই আজ বিজেপি ছেড়ে প্রায় ২০০০ কর্মী তৃণমূলে যোগদান করে বলে দাবি ও করে তৃণমূল।Conclusion:
Last Updated : Dec 8, 2019, 2:56 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.