ETV Bharat / state

Amratya Sen on UCC: হিন্দুরাষ্ট্রের পথ প্রশস্ত করতেই নতুন করে ইউনিফর্ম সিভিল কোড, অভিযোগ অমর্ত্য সেনের - নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন

ইউনিফর্ম সিভিল কোড নিয়ে তোড়জোড় শুরু করেছে কেন্দ্রীয় সরকার ৷ এই নিয়ে সাধারণ নাগরিকের মতামত চেয়েছে ল’কমিশন ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এর পক্ষে সওয়াল করেছেন ৷ কিন্তু নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন মনে করেন, হিন্দুরাষ্ট্রের পথ প্রসস্ত করতেই ইউনিফর্ম সিভিল কোড আনা হচ্ছে ৷

Amratya Sen on UCC
Amratya Sen on UCC
author img

By

Published : Jul 5, 2023, 5:57 PM IST

Updated : Jul 5, 2023, 7:15 PM IST

হিন্দুরাষ্ট্রের পথ প্রশস্ত করতেই নতুন করে ইউনিফর্ম সিভিল কোড, অভিযোগ অমর্ত্য সেনের

বোলপুর, 5 জুলাই : "ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি)-র মধ্যে ধাপ্পা আছে ৷ হিন্দু রাষ্ট্রের পথ প্রশস্তর সঙ্গে এটার নিশ্চয় যোগ আছে", বললেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন ৷ বুধবার এই নিয়ে তিনি আরও বলেন, "ইউনিফর্ম সিভিল কোড নিয়ে আমরা হাজার বছর ধরে আছি, এটা নতুন কিছু নয় ।" এ দিন বীরভূমের বোলপুরে 'প্রতীচী' বাড়িতে গিয়ে অধ্যাপক সেনের সঙ্গে দেখা করেন বিশ্বভারতীর পড়ুয়ারা । বিশ্বভারতীর বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন অমর্ত্য সেন ।

প্রসঙ্গত, বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর সময়কালে বন্ধ হয়ে গিয়েছে ঐতিহ্যবাহী পৌষমেলা, বসন্তোৎসব । উঠেছে প্রাচীর ৷ প্রতিবাদ করলেই পড়ুয়া থেকে অধ্যাপক-অধ্যাপিকা, কর্মী, আধিকারিকদের সাসপেন্ড করার অভিযোগ উঠেছে কর্তৃপক্ষের বিরুদ্ধে ৷ অন্যদিকে, কয়েক বছরের এনআইআরএফ র‍্যাঙ্কিংয়ে মান কমেছে বিশ্বভারতীর । এছাড়া, নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে 'জমি কব্জাকারী' বলে বিতর্কে জড়িয়েছেন বিশ্বভারতীর উপাচার্য ।

Amratya Sen
বিশ্বভারতীর পড়ুয়াদের সঙ্গে অমর্ত্য সেন

এই আবহেই এ দিন শান্তিনিকেতনের 'প্রতীচী' বাড়িতে গিয়ে অধ্যাপক সেনের সঙ্গে দেখা করেন বিশ্বভারতীর পড়ুয়ারা ৷ পড়ুয়ারা জানান, জমি বিতর্কে তাঁরা অধ্যাপক সেনের পাশে আছেন । এছাড়া, বিশ্বভারতীর বর্তমান পরিস্থিতি থেকে নিষ্কৃতি পেতে অমর্ত্য সেনের পরামর্শ চান পড়ুয়ারা ৷ প্রায় 40 মিনিট পড়ুয়াদের সঙ্গে কথা বলেন অধ্যাপক সেন ৷

ইউনিফর্ম সিভিল কোড লাগু নিয়ে সাংবাদিকদের প্রশ্নে নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন বলেন, "আমাদের মধ্যে নানা রকম পার্থক্য থাকে, ধর্মীয় পার্থক্য থাকতে পারে ৷ নিয়ম-কানুন মানার পার্থক্য থাকতে পারে । সেগুলোকে বাদ দিয়েই সবাইকে এক করা দরকার । একটা কাগজে দেখলাম লিখেছে ইউনিফর্ম সিভিল কোড নিয়ে আর দেরি করা যায় না ৷ এই রকম মুর্খ কথা কোথা থেকে এল ।"

Amratya Sen
বিশ্বভারতীর পড়ুয়াদের সঙ্গে অমর্ত্য সেন

তিনি আরও বলেন, "ইউনিফর্ম সিভিল কোড নিয়ে আমরা হাজার হাজার বছর আছি । এখন ইউনিফর্ম সিভিল কোড চালুর মধ্যে যে ধাপ্পা আছে, এটা বলা যায় ৷ এটা চালু করার জন্য কাদের লাভ আছে ভাবতে হবে ।" ইউনিফর্ম সিভিল কোডের সঙ্গে হিন্দু রাষ্ট্রের পথ প্রসস্ত করার সঙ্গে যোগ আছে বলে মনে করেন ভারতরত্ন অমর্ত্য সেন । তিনি বলেন, "হিন্দু রাষ্ট্র একমাত্র উপায় নয় ৷ হিন্দু ধর্মকে অপব্যবহার করা হচ্ছে ৷"

আরও পড়ুন: একই দেশে কি দু’টি আইন থাকতে পারে, ইউনিফর্ম সিভিল কোডের পক্ষে সওয়াল প্রধানমন্ত্রীর

হিন্দুরাষ্ট্রের পথ প্রশস্ত করতেই নতুন করে ইউনিফর্ম সিভিল কোড, অভিযোগ অমর্ত্য সেনের

বোলপুর, 5 জুলাই : "ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি)-র মধ্যে ধাপ্পা আছে ৷ হিন্দু রাষ্ট্রের পথ প্রশস্তর সঙ্গে এটার নিশ্চয় যোগ আছে", বললেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন ৷ বুধবার এই নিয়ে তিনি আরও বলেন, "ইউনিফর্ম সিভিল কোড নিয়ে আমরা হাজার বছর ধরে আছি, এটা নতুন কিছু নয় ।" এ দিন বীরভূমের বোলপুরে 'প্রতীচী' বাড়িতে গিয়ে অধ্যাপক সেনের সঙ্গে দেখা করেন বিশ্বভারতীর পড়ুয়ারা । বিশ্বভারতীর বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন অমর্ত্য সেন ।

প্রসঙ্গত, বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর সময়কালে বন্ধ হয়ে গিয়েছে ঐতিহ্যবাহী পৌষমেলা, বসন্তোৎসব । উঠেছে প্রাচীর ৷ প্রতিবাদ করলেই পড়ুয়া থেকে অধ্যাপক-অধ্যাপিকা, কর্মী, আধিকারিকদের সাসপেন্ড করার অভিযোগ উঠেছে কর্তৃপক্ষের বিরুদ্ধে ৷ অন্যদিকে, কয়েক বছরের এনআইআরএফ র‍্যাঙ্কিংয়ে মান কমেছে বিশ্বভারতীর । এছাড়া, নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে 'জমি কব্জাকারী' বলে বিতর্কে জড়িয়েছেন বিশ্বভারতীর উপাচার্য ।

Amratya Sen
বিশ্বভারতীর পড়ুয়াদের সঙ্গে অমর্ত্য সেন

এই আবহেই এ দিন শান্তিনিকেতনের 'প্রতীচী' বাড়িতে গিয়ে অধ্যাপক সেনের সঙ্গে দেখা করেন বিশ্বভারতীর পড়ুয়ারা ৷ পড়ুয়ারা জানান, জমি বিতর্কে তাঁরা অধ্যাপক সেনের পাশে আছেন । এছাড়া, বিশ্বভারতীর বর্তমান পরিস্থিতি থেকে নিষ্কৃতি পেতে অমর্ত্য সেনের পরামর্শ চান পড়ুয়ারা ৷ প্রায় 40 মিনিট পড়ুয়াদের সঙ্গে কথা বলেন অধ্যাপক সেন ৷

ইউনিফর্ম সিভিল কোড লাগু নিয়ে সাংবাদিকদের প্রশ্নে নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন বলেন, "আমাদের মধ্যে নানা রকম পার্থক্য থাকে, ধর্মীয় পার্থক্য থাকতে পারে ৷ নিয়ম-কানুন মানার পার্থক্য থাকতে পারে । সেগুলোকে বাদ দিয়েই সবাইকে এক করা দরকার । একটা কাগজে দেখলাম লিখেছে ইউনিফর্ম সিভিল কোড নিয়ে আর দেরি করা যায় না ৷ এই রকম মুর্খ কথা কোথা থেকে এল ।"

Amratya Sen
বিশ্বভারতীর পড়ুয়াদের সঙ্গে অমর্ত্য সেন

তিনি আরও বলেন, "ইউনিফর্ম সিভিল কোড নিয়ে আমরা হাজার হাজার বছর আছি । এখন ইউনিফর্ম সিভিল কোড চালুর মধ্যে যে ধাপ্পা আছে, এটা বলা যায় ৷ এটা চালু করার জন্য কাদের লাভ আছে ভাবতে হবে ।" ইউনিফর্ম সিভিল কোডের সঙ্গে হিন্দু রাষ্ট্রের পথ প্রসস্ত করার সঙ্গে যোগ আছে বলে মনে করেন ভারতরত্ন অমর্ত্য সেন । তিনি বলেন, "হিন্দু রাষ্ট্র একমাত্র উপায় নয় ৷ হিন্দু ধর্মকে অপব্যবহার করা হচ্ছে ৷"

আরও পড়ুন: একই দেশে কি দু’টি আইন থাকতে পারে, ইউনিফর্ম সিভিল কোডের পক্ষে সওয়াল প্রধানমন্ত্রীর

Last Updated : Jul 5, 2023, 7:15 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.