সিউড়ি (বীরভূম), 14 এপ্রিল: বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া সমালোচনা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ অভিযোগ করলেন, বাংলার মানুষের কথা ভাবেন না মমতা ৷ বরং অভিষেক বন্দ্যোপাধ্য়ায়কে মুখ্যমন্ত্রীর পদে বসিয়ে যাওয়াই তৃণমূল নেত্রীর একমাত্র লক্ষ্য ৷
শুক্রবার বীরভূমের সিউড়ির বেণীমাধব স্কুলের ময়দানে সভা করে বিজেপি ৷ যার পোশাকি নাম ছিল - জনসম্পর্ক অভিযান ৷ সেই সভার মূল বক্তা ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ সেখানে ভাষণ দিতে গিয়ে অভিষেককে মুখ্যমন্ত্রী পদে বসানো নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে এই মন্তব্য করেন তিনি ৷
পাশাপাশি হুঁশিয়ারি দেন যে মমতার এই স্বপ্ন কোনোদিন পূরণ হবে না ৷ বরং বাংলায় পরবর্তী মুখ্যমন্ত্রী বিজেপির কোনও নেতা হবেন ৷ কিন্তু কীভাবে বিজেপি বাংলায় ক্ষমতায় আসবে ? এদিন নিজের ভাষণে সেই ব্যাখ্যাও দিয়ে গিয়েছেন অমিত শাহ ৷ তিনি বলেন, ‘‘2024 এর নির্বাচনে 35টি আসন দিয়ে মোদিজীকে দিন । দেবেন তো ? প্রধানমন্ত্রী বানান । দিদি আর ভাইপোর জুলুম বন্ধের একমাত্র রাস্তা ভারতীয় জনতা পার্টি । 2025 এর আগে মমতা সরকার পরে যাবে ৷ বাংলায় কমল ফুটবে । বাংলায় কি অনুপ্রবেশ চান? যা রুখতে একমাত্র রাস্তা বিজেপি ।"
এদিনের সভায় তিন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক, সুভাষ সরকার ও প্রতিমা ভৌমিক উপস্থিত ছিলেন ৷ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বঙ্গ বিজেপির সভাপতি তথা সাংসদ সুকান্ত মজুমদারও ছিলেন সভায় ৷ তাঁদের সামনেই বাংলা থেকে মমতার সরকারকে উৎখাতের গ্য়ারান্টিও দেন অমিত শাহ ৷ তিনি বলেন, "আমি গ্যারান্টি দিচ্ছি মমতার হিটলার শাসন চলতে দেব না । আমি বীরভূমে বলে যাচ্ছি পরের বার বাংলায় বিজেপির মুখ্যমন্ত্রী হবে ৷ বিজেপি সরকার গড়বে ৷’’
একই সঙ্গে তিনি তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে সরব হন ৷ তৃণমূল নেতাদের ঘনিষ্ঠদের বাড়ি থেকে উদ্ধার হওয়া কোটি কোটি টাকার প্রসঙ্গ তোলেন ৷ গরুপাচার মামলায় গ্রেফতার হওয়া অনুব্রত মণ্ডলকে কেন তৃণমূল এখনও জেলা সভাপতি পদে রেখে দিয়েছে, সেই প্রশ্নও জনতার মাঝে ছুঁড়ে দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ৷ একই সঙ্গে দাবি করেন যে একমাত্র বিজেপিই বাংলাকে দুর্নীতিমুক্ত করতে পারবে ৷
আরও পড়ুন: লোকসভায় বাংলা থেকে বিজেপি 35 আসনে জয়ী হলেই পতন হবে মমতার সরকারের, হুঁশিয়ারি অমিত শাহের