বোলপুর, 18 এপ্রিল: কোনও আইনেই বিশ্বভারতী কর্তৃপক্ষ তাঁকে তাঁর পারিবারিক ভিটে থেকে উচ্ছেদ করতে পারে না ! এই মর্মে আইনি যুক্তি দিয়ে বিশ্বভারতী কর্তৃপক্ষকে চিঠি পাঠালেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন ৷ উল্লেখ্য, ইতিমধ্য়েই অমর্ত্যকে উচ্ছেদের নোটিশ ধরিয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষ ৷ তারই জবাবে বিদেশ থেকে চিঠি পাঠিয়েছেন অমর্ত্য ৷ সেই চিঠিতে সোমবারের তারিখ (17 এপ্রিল, 2023) রয়েছে ৷
সংশ্লিষ্ট চিঠিতে অমর্ত্য বিশ্বভারতী কর্তৃপক্ষকে লিখেছেন, 'প্রতীচী' (অমর্ত্য সেনের পারিবারিক ভিটে) ও সংশ্লিষ্ট জমির ইজারার মেয়াদ শেষ হওয়ার আগে পর্যন্ত কেউই এই জমির অধিকার দাবি করতে পারেন না ৷ উপরন্তু, সংশ্লিষ্ট জমিতে যাতে আইন-শৃঙ্খলার কোনও অবনতি না হয়, প্রশাসনকে তা নিশ্চিত করারও নির্দেশ দিয়েছেন ম্যাজিস্ট্রেট ৷ সেই বিষয়টিও বিশ্বভারতী কর্তৃপক্ষকে মনে করিয়ে দিয়েছেন অমর্ত্য সেন ৷ তিনি জানিয়েছেন, আগামী জুন মাসেই শান্তিনিকেতনে ফিরবেন ৷
বিশ্বভারতী কর্তৃপক্ষের অভিযোগ, অমর্ত্য সেন ও তাঁর পরিবারের সদস্যরা বিশ্বভারতীর 13 ডেসিমেল জমি দখল করে রেখেছেন ৷ এমনকী, সেই জমি ফেরত চেয়ে অমর্ত্যকে চিঠিও দিয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষ ৷ যা নিয়ে নানা মহলে নিন্দার ঝড় ওঠে ৷ বিষয়টিতে হস্তক্ষেপ করেন মুখ্যমন্ত্রী নিজে ৷ অমর্ত্য সেনের বাড়িতে পৌঁছে যান মমতা বন্দ্যোপাধ্যায় ৷ প্রবীণ ও কৃতী মানুষটির পাশে দাঁড়িয়ে সংশ্লিষ্ট প্রশাসনকে তিনি নির্দেশ দেন, অমর্ত্যের বাবা, প্রয়াত আশুতোষ সেনের উইল অনুসারে 1.38 একর জমিই যেন নোবেলজয়ীর নামে 'রেকর্ড' করে দেওয়া হয় ৷ সেই নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করে বোলপুরের ভূমি ও ভূমি সংস্কার দফতরের কার্যালয় ৷ তাঁদের তরফে দুই প্রতিনিধি অমর্ত্যের বাড়িতে গিয়ে তাঁর প্রতিনিধির হাতে জমি রেকর্ডের নথি তুলে দেন ৷
উল্লেখ্য, গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে বিশ্বভারতী প্রতিষ্ঠায় সমভূমিকায় ছিলেন পণ্ডিত ক্ষিতিমোহন সেন ৷ তাঁর কন্যা অমিতা সেন গুরুদেবের ছাত্রী ছিলেন ৷ অমিতা সেন বিবাহবন্ধনে আবদ্ধ হন আশুতোষ সেনের সঙ্গে ৷ বিশ্বভারতী প্রতিষ্ঠার পর বসবাসের জন্য 1.38 একর জমি পান ক্ষিতিমোহন ৷ পরবর্তীতে সেই জমির 'লিজ' পান ক্ষিতিমোহনের জামাই আশুতোষ ৷ আশুতোষ আবার নিজের একটি উইল তৈরি করেন ৷ তাতে বলা হয়, তাঁর অবর্তমানে এই জমির লিজের সত্ত্ব পর্যায়ক্রমে প্রথমে অমিতা সেন এবং তাঁরও অবর্তমানে অমর্ত্য সেন পাবেন ৷ 2006 সালে সেই সত্ত্ব অমর্ত্যের হাতে আসে ৷ বিশ্বভারতীর বর্তমান উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী সংশ্লিষ্ট পদে দায়িত্ব নেওয়ার আগে পর্যন্ত অমর্ত্যের এই জমি নিয়ে কোনও সমস্যা হয়নি ৷ কিন্তু, বিদ্যুৎ বিশ্বভারতীর উপাচার্য হওয়ার পর থেকেই শুরু হয় সংঘাত ৷ যা অযাচিত এবং অনভিপ্রেত বলেই অভিমত শিক্ষামহলের ৷
গত চারমাসে এই বিবাদের জল বহু দূর গড়িয়েছে ৷ বর্তমানে অমর্ত্য সেন বিদেশে রয়েছেন ৷ আশঙ্কা করা হচ্ছে, তাঁর অনুপস্থিতিতে শান্তিনিকেতনের 'প্রতীচী' ও সংলগ্ন জমি দখল হয়ে যেতে পারে ! এই আশঙ্কা প্রকাশ করে বোলপুরের মহকুমাশাসকের কাছে অভিযোগও করেছেন প্রতীচীর দেখভালের দায়িত্বে থাকা গীতিকণ্ঠ মজুমদার ৷ সেই অভিযোগের প্রেক্ষিতেই মহকুমাশাসকের এজলাসে মামলার শুনানি হয় ৷ তাতে অমর্ত্য সেনের বাড়ি ও সংলগ্ন এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখার জন্য শান্তিনিকেতন থানাকে নির্দেশ দেন ম্যাজিস্ট্রেট ৷ এরপরই তড়িঘড়ি অমর্ত্য সেনের বাড়িতে উচ্ছেদের নোটিশ আটকে দেয় বিশ্বভারতী কর্তৃপক্ষ ! গত 19 এপ্রিল 'ভারতরত্ন' অমর্ত্য সেনকে উচ্ছেদের হুঁশিয়ারি দেওয়া হয় !
আরও পড়ুন: সরকারি আধিকারিকের হাত ধরে অমর্ত্য সেনের বাড়িতে পৌঁছে গেল জমির রেকর্ড
এরই জবাবে বিদেশ থেকে বিশ্বভারতীর যুগ্ম কর্মসচিব ও সম্পত্তি আধিকারিককে চিঠি পাঠান অমর্ত্য ৷ তিনি লেখেন, "শান্তিনিকেতনে আমার পূর্বপুরুষের বসত বাড়িতে বিশ্বভারতীর কিছু জমি রয়েছে, এমন একটি বিবৃতি দেখেছি ৷ যে বাড়ি ও জমি 1943 সাল থেকে আমরা নিয়মিত ব্যবহার করছি ৷ আমি সেই জমির ধারক এবং সংশ্লিষ্ট জমিটি আমাকে হস্তান্তর করা হয়েছে ৷ 80 বছর ধরে এই জমির চরিত্র একই রয়েছে ৷ এই জমির ইজারার মেয়াদ শেষ হওয়ার আগে পর্যন্ত কেউ এর অধিকার দাবি করতে পারেন না ৷ ম্যাজিস্ট্রেট নির্দেশ দিয়েছেন, এই এলাকায় যাতে কোনওভাবেই শান্তিভঙ্গ না হয় এবং জমিটি হস্তান্তর না করা হয় ৷"