ETV Bharat / state

Amartya Sen: বিশ্বভারতীর 'উচ্ছেদ' হুঁশিয়ারির বিরুদ্ধে এবার আদালতের দ্বারস্থ অমর্ত্য সেন - আদালতের দ্বারস্থ অমর্ত্য সেন

অমর্ত্য সেনকে জমি খালি করার নির্দেশ দিয়ে তাঁর 'প্রতীচী' বাড়ির গেটে নোটিশ আটকে দিয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষ।

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Apr 27, 2023, 9:17 PM IST

Updated : Apr 27, 2023, 9:42 PM IST

সিউড়ি, 27 এপ্রিল: 'বিশ্বভারতী তাঁকে উচ্ছেদ করতে চাইছে', এই অভিযোগে শেষপর্যন্ত আদালতের দ্বারস্থ হলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন । সিউড়ি জেলা আদালতে মামলা দায়ের হল নোবেলজয়ীর তরফে । 15 মে এই মামলার শুনানি । যদিও, 6 মে অমর্ত্য সেনকে জমি খালি করার শেষদিন ধার্য করে নোটিশ দিয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষ ।

অমর্ত্য সেনের শান্তিনিকেতনের 'প্রতীচী' বাড়িতে বিশ্বভারতীর 13 ডেসিবেল অতিরিক্ত জমি ঢুকে রয়েছে ৷ এই অভিযোগ তুলে একাধিকবার অমর্ত্য সেনকে 'জমি দখলকারী', 'জমি কব্জাকারী' বলে উল্লেখ করে জমি ফেরত চেয়ে চিঠি দিয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষ । এমনকী বিভিন্ন সংবাদমাধ্যমে বা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে 'ভারতরত্ন' অমর্ত্য সেনকে বেনজির ভাবে আক্রমণ করতে দেখা গিয়েছে বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকে ৷ যা নিয়ে নিন্দার ঝড় উঠেছে সর্বত্র ।

নিন্দা উপেক্ষা করেই অমর্ত্য সেনকে জমি খালি করার নির্দেশ দিয়েছে কবিগুরুর সৃষ্ট প্রতিষ্ঠান । নোবেলজয়ীর 'প্রতীচী'র গেটে নোটিশ আটকে দিয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষ । 6 মে'র মধ্যে জমি খালি করার নির্দেশ দেওয়া হয়েছে । প্রয়োজনে বিশ্বভারতী কর্তৃপক্ষ বলপ্রয়োগ করবে, এমনও হুঁশিয়ারি নোটিশ দেওয়া হয়েছে অধ্যাপক সেনকে ।

আরও পড়ুন: অমর্ত্যর বাড়ি ভাঙার চেষ্টা হলে ধরনায় বসার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

অমর্ত্য সেনের পাশে দাঁড়িয়ে উপাচার্য, কর্মসচিব-সহ জনসংযোগ আধিকারিককে 'দেশদ্রোহী' উল্লেখ করে শান্তিনিকেতনে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন প্রাক্তন ছাত্রী তৃষা রানি ভট্টাচার্য । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পালটা জানিয়ে দিয়েছেন, অমর্ত্য সেনের বাড়ি ভাঙা হলে তিনি ধরনায় বসবেন ।

এবার জমি সংক্রান্ত বিষয়ে আদালতের দ্বারস্থ হলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ৷ বিশ্বভারতী কর্তৃপক্ষ উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁকে উচ্ছেদ করার চেষ্টা করছে ৷ এই মর্মে সিউড়ি জেলা আদালতে মামলা করেন তিনি । অমর্ত্য সেনের হয়ে মামলা করেন আইনজীবী সৌমেন মুখোপাধ্যায় ও গোড়াচাঁদ চক্রবর্তী । অমর্ত্য সেনের পক্ষে আইনজীবী গোরাচাঁদ চক্রবর্তী বলেন, "আমরা সিউড়ি জর্জ কোর্টে একটা আপিল করেছি ৷ 15 মে শুনানির দিন দিয়েছেন বিচারক ।"

সিউড়ি, 27 এপ্রিল: 'বিশ্বভারতী তাঁকে উচ্ছেদ করতে চাইছে', এই অভিযোগে শেষপর্যন্ত আদালতের দ্বারস্থ হলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন । সিউড়ি জেলা আদালতে মামলা দায়ের হল নোবেলজয়ীর তরফে । 15 মে এই মামলার শুনানি । যদিও, 6 মে অমর্ত্য সেনকে জমি খালি করার শেষদিন ধার্য করে নোটিশ দিয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষ ।

অমর্ত্য সেনের শান্তিনিকেতনের 'প্রতীচী' বাড়িতে বিশ্বভারতীর 13 ডেসিবেল অতিরিক্ত জমি ঢুকে রয়েছে ৷ এই অভিযোগ তুলে একাধিকবার অমর্ত্য সেনকে 'জমি দখলকারী', 'জমি কব্জাকারী' বলে উল্লেখ করে জমি ফেরত চেয়ে চিঠি দিয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষ । এমনকী বিভিন্ন সংবাদমাধ্যমে বা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে 'ভারতরত্ন' অমর্ত্য সেনকে বেনজির ভাবে আক্রমণ করতে দেখা গিয়েছে বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকে ৷ যা নিয়ে নিন্দার ঝড় উঠেছে সর্বত্র ।

নিন্দা উপেক্ষা করেই অমর্ত্য সেনকে জমি খালি করার নির্দেশ দিয়েছে কবিগুরুর সৃষ্ট প্রতিষ্ঠান । নোবেলজয়ীর 'প্রতীচী'র গেটে নোটিশ আটকে দিয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষ । 6 মে'র মধ্যে জমি খালি করার নির্দেশ দেওয়া হয়েছে । প্রয়োজনে বিশ্বভারতী কর্তৃপক্ষ বলপ্রয়োগ করবে, এমনও হুঁশিয়ারি নোটিশ দেওয়া হয়েছে অধ্যাপক সেনকে ।

আরও পড়ুন: অমর্ত্যর বাড়ি ভাঙার চেষ্টা হলে ধরনায় বসার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

অমর্ত্য সেনের পাশে দাঁড়িয়ে উপাচার্য, কর্মসচিব-সহ জনসংযোগ আধিকারিককে 'দেশদ্রোহী' উল্লেখ করে শান্তিনিকেতনে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন প্রাক্তন ছাত্রী তৃষা রানি ভট্টাচার্য । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পালটা জানিয়ে দিয়েছেন, অমর্ত্য সেনের বাড়ি ভাঙা হলে তিনি ধরনায় বসবেন ।

এবার জমি সংক্রান্ত বিষয়ে আদালতের দ্বারস্থ হলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ৷ বিশ্বভারতী কর্তৃপক্ষ উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁকে উচ্ছেদ করার চেষ্টা করছে ৷ এই মর্মে সিউড়ি জেলা আদালতে মামলা করেন তিনি । অমর্ত্য সেনের হয়ে মামলা করেন আইনজীবী সৌমেন মুখোপাধ্যায় ও গোড়াচাঁদ চক্রবর্তী । অমর্ত্য সেনের পক্ষে আইনজীবী গোরাচাঁদ চক্রবর্তী বলেন, "আমরা সিউড়ি জর্জ কোর্টে একটা আপিল করেছি ৷ 15 মে শুনানির দিন দিয়েছেন বিচারক ।"

Last Updated : Apr 27, 2023, 9:42 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.