রামপুরহাট, 8 মে : গাড়ি থেকে নামিয়ে হোটেল ব্যবসায়ীকে পিটিয়ে খুন করার অভিযোগ দুষ্কৃতীদের বিরূদ্ধে । ঘটনাটি ঘটেছে বীরভূমের রামপুরহাট থানার মাঝখন্ড গ্রামের কাছে । মৃত হোটেল মালিকের নাম রামকৃষ্ণ মন্ডল ৷
সূত্রের খবর , শুক্রবার সন্ধ্যায় ওই ব্যবসায়ী তাঁর চারচাকা গাড়ি করে দুবরাজপুরের দিক থেকে রামপুরহাট ফিরছিলেন । ৬০ নম্বর জাতীয় সড়কের খরুন মোড়ের কাছে তাঁর গাড়িকে ঘিরে ধরে আট থেকে ন'টি মোটরসাইকেল । এরপর দুষ্কৃতীরা তাঁকে গাড়ি থেকে নামিয়ে মাঠের দিকে নিয়ে যায় । সে সময় হোটেল ব্যবসায়ীর সঙ্গে গাড়িতে থাকা চালক সহ তিনজনকে সেখান থেকে পালিয়ে যাওয়ার হুমকি দিয়ে তাড়িয়ে দেয় ওই দুষ্কৃতীর দল । এরপরই ওই হোটেল ব্যবসায়ীকে ক্ষতবিক্ষত অবস্থায় মাঠের মধ্যে পড়ে থাকতে দেখেন এলাকার লোকজন ।
ব্যবসায়ীকে উদ্ধার করে নিয়ে আসা হয় রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে ৷ সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকেরা । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রামপুরহাট থানার পুলিশ । ইতিমধ্যেই আটক করা হয়েছে গাড়ির চালককে ৷