ETV Bharat / state

Bolpur Tree Plantation Corruption : বৃক্ষরোপণে লক্ষাধিক টাকার দুর্নীতির অভিযোগ শান্তিনিকেতনের বল্লভপুরে

author img

By

Published : Jun 26, 2022, 4:56 PM IST

মহাত্মা গান্ধি গ্রামীণ জাতীয় কর্ম সুনিশ্চয়তা প্রকল্পে সাড়ে 3 লক্ষ টাকার গাছ বসোনোর কথা থাকলেও বাস্তবে তা হয়নি ৷ ঘটনাটি ঘটেছে শান্তিনিকেতনের বল্লভপুরে (Allegations of corruption in planting trees) ৷ এমনকী মৎস্য দফতরের অধীনস্থ এই জায়গায় কয়েক লক্ষ টাকার দুর্নীতির অভিযোগ উঠে আসছে ।

Bolpur Trees Corruption
মহাত্মা গান্ধি গ্রামীণ জাতীয় কর্ম সুনিশ্চয়তা প্রকল্পে দুর্নীতির অভিযোগ

বোলপুর, 26 জুন : খাতায় কলমে প্রায় সাড়ে 3 লক্ষ টাকার গাছ বসানো হয়েছে ৷ যদিও, বাস্তবে তা নেই ৷ 2021-22 অর্থবর্ষের মহাত্মা গান্ধি গ্রামীণ জাতীয় কর্ম সুনিশ্চয়তা প্রকল্পে (MGNREGA) শান্তিনিকেতনের বল্লভপুরে ফলের গাছ লাগানোর খতিয়ান দেওয়া রয়েছে বোর্ডে (Allegations of corruption in planting trees) ৷ অভিযোগ, 2018 সালের পর সেখানে আর গাছই বসানো হয়নি ৷ এমনকী এর প্রতিবাদ করায় সরিয়ে দেওয়া হয়েছে সুপারভাইজারকেও ৷ মৎস্য দফতরের অধীনস্থ এই জায়গায় কয়েক লক্ষ টাকার দুর্নীতির অভিযোগ উঠে আসছে ।

তবে রূপপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান রণেন্দ্রনাথ সরকার এই প্রসঙ্গে বলেন, "অভিযোগ পেয়েই আমাদের আধিকারিকরা গিয়ে দেখে এসেছেন । গাছ সঠিকভাবেই লাগানো হয়েছে ৷ তবে ঠিকভাবে যত্ন না নেওয়ার জন্য কিছু গাছ নেই ৷ যেহেতু মৎস্য দফতরের অন্তর্গত ওই এলাকা, তাই তাদের লোকই দেখাশোনা করে । ঠিকমতো নজরদারি করেনি বলে গাছগুলোকে ছাগলে খেয়ে নিয়েছে ।"

শান্তিনিকেতন থানার রূপপুর গ্রাম পঞ্চায়েতের বল্লভপুর জঙ্গলের ভিতরে বিস্তীর্ণ একটি জায়গায় মৎস্য চাষের উদ্যোগ নেওয়া হয় ৷ প্রসঙ্গত, সেই সময় রাজ্যের মৎস্য দফতরে মন্ত্রী ছিলেন বোলপুরে বিধায়ক চন্দ্রনাথ সিংহ । তাই মৎস্য দফতরে 15 লক্ষ 94 হাজার 371 টাকা ব্যয়ে জঙ্গলের ভিতরে প্রায় 21টি পুকুর খনন করা হয় ৷ 2015-16 ও 2017-18 অর্থবর্ষে এই কাজ হয় ৷ কিন্তু, খননের পর থেকে সরকারি উদ্যোগে এখানে সেভাবে মৎস্য চাষ হয় না বলেই অভিযোগ । এছাড়া, লাল মোরাম মাটিতে এই পুকুরগুলির পাড় যাতে ধসে না পড়ে তার জন্য 8 লক্ষ টাকা ব্যায়ে ভ্যাটিভার ঘাস লাগানো হয়েছিল । এই বিশেষ ঘাস মূলত ভাঙন রোধ করে ৷ কিন্তু, সেসব ঘাসেরও আর দেখা নেই এখানে ৷

মহাত্মা গান্ধি গ্রামীণ জাতীয় কর্ম সুনিশ্চয়তা প্রকল্পে দুর্নীতির অভিযোগ

আরও পড়ুন : Land Occupying by MLA : বাড়ির পাশে সরকারি জমি দখলের অভিযোগ, কাঠগড়ায় প্রাক্তন মন্ত্রী গিয়াসুদ্দিন মোল্লা

এমনকী মহাত্মা গান্ধি গ্রামীণ জাতীয় কর্ম সুনিশ্চয়তা প্রকল্পের (MGNREGA) আওতায় 2021-22 অর্থবর্ষে পুকুর পাড় সংলগ্ন এলাকায় 3 লক্ষ 36 হাজার 211 টাকা ব্যায়ে বিভিন্ন ফলের গাছ বসানো হয়েছে ৷ এমন তথ্যই খাতায় কলমে রয়েছে । কিন্তু অভিযোগ, 2018 সালে এই এলাকায় শেষবার কিছু ফলের গাছ বসানো হয়েছিল ৷ আম, পেয়ারা, আমলকি, লেবু প্রভৃতি গুটিকতক ফলের গাছ চোখে পড়ে । তাও বহু আগে রোপণ করা ৷ সদ্য বসানো কোনও গাছের চিহৃ এখানে নেই বললেই চলে ৷ অর্থাৎ, এক কথায় পুকুর খনন করে মাছ চাষ ও ফলের গাছ বসানোকে কেন্দ্র করে লক্ষাধিক টাকার দুর্নীতির অভিযোগ উঠে আসছে ৷ এইসব কিছুর প্রতিবাদ করায় স্থানীয় সুপারভাইজার শেখ আজাদকে সরিয়ে দেয় গ্রাম পঞ্চায়েত ৷ তিনি বলেন, "শেষ 2018 সালে এখানে ফলের গাছ লাগানো হয়েছিল ৷ তারপর কোনও গাছ লাগানো হয়নি ৷ বোর্ড লাগানো আছে । কিন্তু 2021-22 সালে কোনও গাছ লাগাতে দেখিনি । আদিবাসী মহিলাদের কাজ দেব বলেছিল । তারাও কাজ পায়নি ৷ পুকুর কেটে মাছের চাষ করার কথা সেগুলো ঠিক মত হয় না ৷ আমি এগুলো নিয়েই বলেছিলাম ৷ তাই উপ-প্রধান আমাকে কাজ থেকে সরিয়ে দিল ৷ কত গাছ উপড়ে ফেলেও দিয়েছে ।"

বোলপুর, 26 জুন : খাতায় কলমে প্রায় সাড়ে 3 লক্ষ টাকার গাছ বসানো হয়েছে ৷ যদিও, বাস্তবে তা নেই ৷ 2021-22 অর্থবর্ষের মহাত্মা গান্ধি গ্রামীণ জাতীয় কর্ম সুনিশ্চয়তা প্রকল্পে (MGNREGA) শান্তিনিকেতনের বল্লভপুরে ফলের গাছ লাগানোর খতিয়ান দেওয়া রয়েছে বোর্ডে (Allegations of corruption in planting trees) ৷ অভিযোগ, 2018 সালের পর সেখানে আর গাছই বসানো হয়নি ৷ এমনকী এর প্রতিবাদ করায় সরিয়ে দেওয়া হয়েছে সুপারভাইজারকেও ৷ মৎস্য দফতরের অধীনস্থ এই জায়গায় কয়েক লক্ষ টাকার দুর্নীতির অভিযোগ উঠে আসছে ।

তবে রূপপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান রণেন্দ্রনাথ সরকার এই প্রসঙ্গে বলেন, "অভিযোগ পেয়েই আমাদের আধিকারিকরা গিয়ে দেখে এসেছেন । গাছ সঠিকভাবেই লাগানো হয়েছে ৷ তবে ঠিকভাবে যত্ন না নেওয়ার জন্য কিছু গাছ নেই ৷ যেহেতু মৎস্য দফতরের অন্তর্গত ওই এলাকা, তাই তাদের লোকই দেখাশোনা করে । ঠিকমতো নজরদারি করেনি বলে গাছগুলোকে ছাগলে খেয়ে নিয়েছে ।"

শান্তিনিকেতন থানার রূপপুর গ্রাম পঞ্চায়েতের বল্লভপুর জঙ্গলের ভিতরে বিস্তীর্ণ একটি জায়গায় মৎস্য চাষের উদ্যোগ নেওয়া হয় ৷ প্রসঙ্গত, সেই সময় রাজ্যের মৎস্য দফতরে মন্ত্রী ছিলেন বোলপুরে বিধায়ক চন্দ্রনাথ সিংহ । তাই মৎস্য দফতরে 15 লক্ষ 94 হাজার 371 টাকা ব্যয়ে জঙ্গলের ভিতরে প্রায় 21টি পুকুর খনন করা হয় ৷ 2015-16 ও 2017-18 অর্থবর্ষে এই কাজ হয় ৷ কিন্তু, খননের পর থেকে সরকারি উদ্যোগে এখানে সেভাবে মৎস্য চাষ হয় না বলেই অভিযোগ । এছাড়া, লাল মোরাম মাটিতে এই পুকুরগুলির পাড় যাতে ধসে না পড়ে তার জন্য 8 লক্ষ টাকা ব্যায়ে ভ্যাটিভার ঘাস লাগানো হয়েছিল । এই বিশেষ ঘাস মূলত ভাঙন রোধ করে ৷ কিন্তু, সেসব ঘাসেরও আর দেখা নেই এখানে ৷

মহাত্মা গান্ধি গ্রামীণ জাতীয় কর্ম সুনিশ্চয়তা প্রকল্পে দুর্নীতির অভিযোগ

আরও পড়ুন : Land Occupying by MLA : বাড়ির পাশে সরকারি জমি দখলের অভিযোগ, কাঠগড়ায় প্রাক্তন মন্ত্রী গিয়াসুদ্দিন মোল্লা

এমনকী মহাত্মা গান্ধি গ্রামীণ জাতীয় কর্ম সুনিশ্চয়তা প্রকল্পের (MGNREGA) আওতায় 2021-22 অর্থবর্ষে পুকুর পাড় সংলগ্ন এলাকায় 3 লক্ষ 36 হাজার 211 টাকা ব্যায়ে বিভিন্ন ফলের গাছ বসানো হয়েছে ৷ এমন তথ্যই খাতায় কলমে রয়েছে । কিন্তু অভিযোগ, 2018 সালে এই এলাকায় শেষবার কিছু ফলের গাছ বসানো হয়েছিল ৷ আম, পেয়ারা, আমলকি, লেবু প্রভৃতি গুটিকতক ফলের গাছ চোখে পড়ে । তাও বহু আগে রোপণ করা ৷ সদ্য বসানো কোনও গাছের চিহৃ এখানে নেই বললেই চলে ৷ অর্থাৎ, এক কথায় পুকুর খনন করে মাছ চাষ ও ফলের গাছ বসানোকে কেন্দ্র করে লক্ষাধিক টাকার দুর্নীতির অভিযোগ উঠে আসছে ৷ এইসব কিছুর প্রতিবাদ করায় স্থানীয় সুপারভাইজার শেখ আজাদকে সরিয়ে দেয় গ্রাম পঞ্চায়েত ৷ তিনি বলেন, "শেষ 2018 সালে এখানে ফলের গাছ লাগানো হয়েছিল ৷ তারপর কোনও গাছ লাগানো হয়নি ৷ বোর্ড লাগানো আছে । কিন্তু 2021-22 সালে কোনও গাছ লাগাতে দেখিনি । আদিবাসী মহিলাদের কাজ দেব বলেছিল । তারাও কাজ পায়নি ৷ পুকুর কেটে মাছের চাষ করার কথা সেগুলো ঠিক মত হয় না ৷ আমি এগুলো নিয়েই বলেছিলাম ৷ তাই উপ-প্রধান আমাকে কাজ থেকে সরিয়ে দিল ৷ কত গাছ উপড়ে ফেলেও দিয়েছে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.