ETV Bharat / state

Kopai Illegal Soil Cutting : তৃণমূল কাউন্সিলরই ইটভাটার মালিক, বেআইনিভাবে কোপাইয়ে মাটি কাটার অভিযোগ - তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে মাটা কাটার অভিযোগ

বোলপুর পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ধর্মেন্দ্র সিং নিজে দাঁড়িয়ে থেকে শ্রমিকদের দিয়ে কোপাই থেকে মাটি কাটাচ্ছিলেন বলে অভিযোগ (allegation of illegal soil cutting against Bolpur councillor)।

kopai soil cutting
তৃণমূল কাউন্সিলরের নেতৃত্বেই চলছে কোপাইয়ের মাটি কাটা
author img

By

Published : May 22, 2022, 8:31 PM IST

শান্তিনিকেতন, 22 মে : তৃণমূল কাউন্সিলরের নেতৃত্বে সম্পূর্ণ বেআইনিভাবে কোপাই নদী থেকে চলছে মাটি কাটার কাজ (illegal soil cutting in Kopai) ৷ প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে রূপপুর অঞ্চলে কোপাই নদীতে ট্রাক্টর নামিয়ে মাটি কাটার কাজ চলেছে রবিবারও ৷ বোলপুর পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ধর্মেন্দ্র সিং নিজে দাঁড়িয়ে এই মাটি কাটার নির্দেশ দিয়েছেন বলে অভিযোগ ৷ তিনি আবার ইট ভাটার মালিকও ।

কোপাই নদীর মাটি ইটভাটার কাজেই ব্যবহৃত হয় ৷ শান্তিনিকেতনে ঐতিহ্যবাহী কোপাই নদীর তীর কাটা তার দিয়ে দখল করে নেওয়া, নদী বক্ষ থেকে বালি তোলা, নদীর পাড়ের মাটি কেটে নেওয়ার অভিযোগ দীর্ঘদিন ধরেই । আর এতে প্রায় ধ্বংসের মুখে "আমাদের ছোট নদী"। কোপাই নদী বাঁচানোর দাবিতে একাধিক আবেদন পাওয়ার পর নদীর বেশ কিছু জায়গায় বীরভূম পুলিশের তরফে বোর্ড লাগিয়ে বালি তোলা ও মাটি কাটায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ৷ কিন্তু, রবিবার এলাকায় গিয়ে দেখা গেল, শান্তিনিকেতনের রূপপুর অঞ্চলে কোপাই নদী বক্ষে ট্রাক্টর নামিয়ে দিনে দুপুরে চলছে দেদার মাটি কাটার কাজ৷ আর তাতে নেতৃত্ব দিচ্ছেন খোদ তৃণমূল কাউন্সিলর । বোলপুর পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ধর্মেন্দ্র সিং নিজে দাঁড়িয়ে থেকে শ্রমিকদের দিয়ে মাটি কাটাচ্ছিলেন । তিনি একটি ইটভাটার মালিক ৷

আরও পড়ুন : পুলিশ ও শাসকের মদতে কোপাইয়ে মাটি মাফিয়াদের দৌরাত্ম্য, অতিষ্ঠ গ্রামবাসীরা

কোপাই নদীর মাটি ইটভাটাগুলির কাজের জন্য ব্যবহৃত হয় ৷ প্রশাসনিক নিষেধাজ্ঞা উপেক্ষা করে এই ভাবে নদীর মাটি কেটে নেওয়ার ফলে নদীর গতিপথ পরিবর্তন হচ্ছে ৷ কোথাও নদী গর্ভ ও চাষের জমির সমান্তরাল হয়ে পড়ছে ৷ বাড়ছে বর্ষার সময় প্লাবনের আশঙ্কা ৷ নদীর তীরবর্তী গ্রামগুলির মানুষ মাটি মাফিয়াদের এই দৌরাত্ম্যে রীতিমতো অতিষ্ঠ ও আতঙ্কিত ৷ প্রশাসন নির্বিকার বলেও অভিযোগ উঠছে । যদিও, তৃণমূল কাউন্সিলর ধর্মেন্দ্র সিং এই অভিযোগ প্রসঙ্গে বলেন, "ভুল করে আমার ট্রাক্টর এখানে মাটি কাটতে শুরু করে ৷ কোপাই নদী থেকে মাটি কাটা উচিত নয় ৷ এটা ঠিক হয়নি ।" রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিংহ বলেন, "প্রশাসনকে বলা হয়েছে ৷ প্রশাসন আইন মতো ব্যবস্থা নেবে ।"

শান্তিনিকেতন, 22 মে : তৃণমূল কাউন্সিলরের নেতৃত্বে সম্পূর্ণ বেআইনিভাবে কোপাই নদী থেকে চলছে মাটি কাটার কাজ (illegal soil cutting in Kopai) ৷ প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে রূপপুর অঞ্চলে কোপাই নদীতে ট্রাক্টর নামিয়ে মাটি কাটার কাজ চলেছে রবিবারও ৷ বোলপুর পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ধর্মেন্দ্র সিং নিজে দাঁড়িয়ে এই মাটি কাটার নির্দেশ দিয়েছেন বলে অভিযোগ ৷ তিনি আবার ইট ভাটার মালিকও ।

কোপাই নদীর মাটি ইটভাটার কাজেই ব্যবহৃত হয় ৷ শান্তিনিকেতনে ঐতিহ্যবাহী কোপাই নদীর তীর কাটা তার দিয়ে দখল করে নেওয়া, নদী বক্ষ থেকে বালি তোলা, নদীর পাড়ের মাটি কেটে নেওয়ার অভিযোগ দীর্ঘদিন ধরেই । আর এতে প্রায় ধ্বংসের মুখে "আমাদের ছোট নদী"। কোপাই নদী বাঁচানোর দাবিতে একাধিক আবেদন পাওয়ার পর নদীর বেশ কিছু জায়গায় বীরভূম পুলিশের তরফে বোর্ড লাগিয়ে বালি তোলা ও মাটি কাটায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ৷ কিন্তু, রবিবার এলাকায় গিয়ে দেখা গেল, শান্তিনিকেতনের রূপপুর অঞ্চলে কোপাই নদী বক্ষে ট্রাক্টর নামিয়ে দিনে দুপুরে চলছে দেদার মাটি কাটার কাজ৷ আর তাতে নেতৃত্ব দিচ্ছেন খোদ তৃণমূল কাউন্সিলর । বোলপুর পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ধর্মেন্দ্র সিং নিজে দাঁড়িয়ে থেকে শ্রমিকদের দিয়ে মাটি কাটাচ্ছিলেন । তিনি একটি ইটভাটার মালিক ৷

আরও পড়ুন : পুলিশ ও শাসকের মদতে কোপাইয়ে মাটি মাফিয়াদের দৌরাত্ম্য, অতিষ্ঠ গ্রামবাসীরা

কোপাই নদীর মাটি ইটভাটাগুলির কাজের জন্য ব্যবহৃত হয় ৷ প্রশাসনিক নিষেধাজ্ঞা উপেক্ষা করে এই ভাবে নদীর মাটি কেটে নেওয়ার ফলে নদীর গতিপথ পরিবর্তন হচ্ছে ৷ কোথাও নদী গর্ভ ও চাষের জমির সমান্তরাল হয়ে পড়ছে ৷ বাড়ছে বর্ষার সময় প্লাবনের আশঙ্কা ৷ নদীর তীরবর্তী গ্রামগুলির মানুষ মাটি মাফিয়াদের এই দৌরাত্ম্যে রীতিমতো অতিষ্ঠ ও আতঙ্কিত ৷ প্রশাসন নির্বিকার বলেও অভিযোগ উঠছে । যদিও, তৃণমূল কাউন্সিলর ধর্মেন্দ্র সিং এই অভিযোগ প্রসঙ্গে বলেন, "ভুল করে আমার ট্রাক্টর এখানে মাটি কাটতে শুরু করে ৷ কোপাই নদী থেকে মাটি কাটা উচিত নয় ৷ এটা ঠিক হয়নি ।" রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিংহ বলেন, "প্রশাসনকে বলা হয়েছে ৷ প্রশাসন আইন মতো ব্যবস্থা নেবে ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.