ETV Bharat / state

Visva Bharati Students Protest: বিশ্বভারতীতে ছাত্র আন্দোলনের জেরে উত্তেজনা, পড়ুয়াদের মারধরের অভিযোগ

ছাত্র আন্দোলনের জেরে মঙ্গলবার দুপুরে উত্তেজনা ছড়ায় বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর বাসভবনের সামনে (Visva Bharati Students Protest)৷ আন্দোলনকারী পড়ুয়াদের মারধর ও হেনস্থার অভিযোগ উঠেছে নিরাপত্তারক্ষীদের বিরুদ্ধে ৷

ETV Bharat
visva bharati protest
author img

By

Published : Dec 6, 2022, 5:02 PM IST

Updated : Dec 6, 2022, 5:37 PM IST

শান্তিনিকেতন, 6 ডিসেম্বর : ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে ফের উত্তপ্ত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় (Visva Bharati University) ৷ সোমবার দুপুরের দিকে রীতিমতো উত্তেজনা তৈরি হয় বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর বাসভবনের সামনে (Visva Bharati Students Protest)৷ পুলিশের সামনেই আন্দোলনকারী পড়ুয়াদের মারধর ও হেনস্তার অভিযোগ উঠেছে ।

ছাত্র আন্দোলনের জেরে প্রায় 14 দিন ধরে গৃহবন্দী বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী । মঙ্গলবার যখন পুলিশ-প্রশাসনের সহযোগিতায় শান্তিনিকেতনের বাসভবন থেকে বেরতে যান উপাচার্য তখন তাঁর গাড়ির সামনে বসে পড়ে বাধা দেন আন্দোলনকারীরা ৷ সেই সময় ছাত্র-ছাত্রীদের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় । ফলে নতুন করে উত্তেজনা তৈরি হয় উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর বাসভবনের সামনে (Visva Bharati University Vice Chancellor)৷

উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর একাধিক সিদ্ধান্ত নিয়ে সরব পড়ুয়া, অধ্যাপক-অধ্যাপিকা ও আশ্রমিকদের একটা বড় অংশ ৷ আন্দোলনকারী এক পড়ুয়াকে ভর্তি নেওয়া হবে না-বলে সম্প্রতি জানিয়ে দিয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষ । অন্যদিকে, এক ছাত্রীকে গবেষণাপত্র জমা দেওয়ায় বাধা দেওয়ার অভিযোগও উঠেছে কর্তৃপক্ষের বিরুদ্ধে ৷ পাশাপাশি আন্দোলনকারী পড়ুয়াদের বাড়িতে চিঠি দিয়ে অভিবাবকদের জানানো হচ্ছে বিশ্বভারতীর তরফে৷ এইসব অভিযোগ নিয়েই অবস্থান আন্দোলনের জেরে 14 দিন ধরে শান্তিনিকেতনের পূর্বপল্লীতে বাসভবন পূর্বিতায় বন্দী রয়েছেন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী ৷

আরও পড়ুন: বিশ্বভারতীর উপাচার্য বিজেপির দালাল ও ছাত্র বিরোধী, কটাক্ষ টিএমসিপি নেতা সুদীপ রাহার

এদিন শান্তিনিকেতন থানার পুলিশের সহযোগিতায় বাসভবন থেকে বেরোতে যান উপাচার্য ৷ সেই সময় আন্দোলনকারী কয়েকজন পড়ুয়ারা তাঁর গাড়ির সামনে বসে পরেন ৷ তারপরেই বিশ্বভারতীর নিরাপত্তারক্ষীরা পুলিশের সামনেই আন্দোলনকারীদের মারধর ও হেনস্থা করে বলে অভিযোগ । এক ছাত্রীকেও মারধর করা হয় । পরে পড়ুয়াদের সঙ্গে নিরাপত্তারক্ষীদের ধস্তাধস্তি শুরু হয় (allegation against Visva Bharati authorities of beating students) ।

বিশ্বভারতীতে ছাত্র আন্দোলনের জেরে উত্তেজনা, পড়ুয়াদের মারধরের অভিযোগ

মীনাক্ষী ভট্টাচার্য নামে এক পড়ুয়া বলেন,"আমাকে ও আমার সহকর্মীদের মারধর করে নিরাপত্তারক্ষীরা ৷ এটা কবিগুরুর বিশ্বভারতী ভুলে গিয়েছেন এই উপাচার্য । উনি আমাদের সঙ্গে আলোচনায় বসেননি ।" আন্দোলনকারী পড়ুয়াদের দাবি, তাঁদের সঙ্গে আলোচনায় বসে সব সমস্যার সমাধান হবে, তারপর উপাচার্য বাসভবন ছাড়তে পারবেন ৷ এই ঘটনায় নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে বিশ্বভারতীতে ৷ মোতায়েন রয়েছে পুলিশ-সহ বিশ্বভারতীর নিরাপত্তারক্ষীরা ৷

শান্তিনিকেতন, 6 ডিসেম্বর : ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে ফের উত্তপ্ত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় (Visva Bharati University) ৷ সোমবার দুপুরের দিকে রীতিমতো উত্তেজনা তৈরি হয় বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর বাসভবনের সামনে (Visva Bharati Students Protest)৷ পুলিশের সামনেই আন্দোলনকারী পড়ুয়াদের মারধর ও হেনস্তার অভিযোগ উঠেছে ।

ছাত্র আন্দোলনের জেরে প্রায় 14 দিন ধরে গৃহবন্দী বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী । মঙ্গলবার যখন পুলিশ-প্রশাসনের সহযোগিতায় শান্তিনিকেতনের বাসভবন থেকে বেরতে যান উপাচার্য তখন তাঁর গাড়ির সামনে বসে পড়ে বাধা দেন আন্দোলনকারীরা ৷ সেই সময় ছাত্র-ছাত্রীদের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় । ফলে নতুন করে উত্তেজনা তৈরি হয় উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর বাসভবনের সামনে (Visva Bharati University Vice Chancellor)৷

উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর একাধিক সিদ্ধান্ত নিয়ে সরব পড়ুয়া, অধ্যাপক-অধ্যাপিকা ও আশ্রমিকদের একটা বড় অংশ ৷ আন্দোলনকারী এক পড়ুয়াকে ভর্তি নেওয়া হবে না-বলে সম্প্রতি জানিয়ে দিয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষ । অন্যদিকে, এক ছাত্রীকে গবেষণাপত্র জমা দেওয়ায় বাধা দেওয়ার অভিযোগও উঠেছে কর্তৃপক্ষের বিরুদ্ধে ৷ পাশাপাশি আন্দোলনকারী পড়ুয়াদের বাড়িতে চিঠি দিয়ে অভিবাবকদের জানানো হচ্ছে বিশ্বভারতীর তরফে৷ এইসব অভিযোগ নিয়েই অবস্থান আন্দোলনের জেরে 14 দিন ধরে শান্তিনিকেতনের পূর্বপল্লীতে বাসভবন পূর্বিতায় বন্দী রয়েছেন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী ৷

আরও পড়ুন: বিশ্বভারতীর উপাচার্য বিজেপির দালাল ও ছাত্র বিরোধী, কটাক্ষ টিএমসিপি নেতা সুদীপ রাহার

এদিন শান্তিনিকেতন থানার পুলিশের সহযোগিতায় বাসভবন থেকে বেরোতে যান উপাচার্য ৷ সেই সময় আন্দোলনকারী কয়েকজন পড়ুয়ারা তাঁর গাড়ির সামনে বসে পরেন ৷ তারপরেই বিশ্বভারতীর নিরাপত্তারক্ষীরা পুলিশের সামনেই আন্দোলনকারীদের মারধর ও হেনস্থা করে বলে অভিযোগ । এক ছাত্রীকেও মারধর করা হয় । পরে পড়ুয়াদের সঙ্গে নিরাপত্তারক্ষীদের ধস্তাধস্তি শুরু হয় (allegation against Visva Bharati authorities of beating students) ।

বিশ্বভারতীতে ছাত্র আন্দোলনের জেরে উত্তেজনা, পড়ুয়াদের মারধরের অভিযোগ

মীনাক্ষী ভট্টাচার্য নামে এক পড়ুয়া বলেন,"আমাকে ও আমার সহকর্মীদের মারধর করে নিরাপত্তারক্ষীরা ৷ এটা কবিগুরুর বিশ্বভারতী ভুলে গিয়েছেন এই উপাচার্য । উনি আমাদের সঙ্গে আলোচনায় বসেননি ।" আন্দোলনকারী পড়ুয়াদের দাবি, তাঁদের সঙ্গে আলোচনায় বসে সব সমস্যার সমাধান হবে, তারপর উপাচার্য বাসভবন ছাড়তে পারবেন ৷ এই ঘটনায় নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে বিশ্বভারতীতে ৷ মোতায়েন রয়েছে পুলিশ-সহ বিশ্বভারতীর নিরাপত্তারক্ষীরা ৷

Last Updated : Dec 6, 2022, 5:37 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.