বোলপুর, 16 এপ্রিল : অসংগঠিত শ্রমিকরা 1000 টাকা করে ভাতা পাবেন । এই মর্মে টাকার বিনিময়ে ভুয়ো ফর্ম এলাকার শ্রমিকদের বিলি করার অভিযোগ উঠল CPI(M)-র বিরুদ্ধে ৷ ঘটনায় জেলা CPI(M)-র চার নেতার বিরুদ্ধে বোলপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন এক তৃণমূল কর্মী। যদিও, অভিযোগ অস্বীকার করেছে CPI(M)জেলা নেতৃত্ব । তৃণমূল মিথ্যে প্রচার করছে বলে তাদের অভিযোগ।
কোরোনা সংক্রমণ রুখতে দেশজুড়ে লকডাউন চলছে । এর মাঝেই কেন্দ্রীয় অর্থমন্ত্রক ঘোষণা করেছিল, অসংগঠিত শ্রমিকদের 1000 টাকা ভাতা দেওয়া হবে ৷ কেন্দ্রীয় সরকারের শ্রমিক সুরক্ষা ওয়েবসাইটে টাকা পাওয়ার এই ফর্মও রয়েছে ৷ স্থানীয়দের একাংশের অভিযোগ, সেই ফর্ম প্রিন্ট করিয়ে কয়েকদিন ধরে বোলপুর পৌরসভার 7 ও 8 নম্বর ওয়ার্ডের অসংগঠিত শ্রমিকদের বিলি করছে স্থানীয় CPI(M) নেতৃত্ব । কিন্তু এলাকার তৃণমূলের কয়েকজন অভিযোগ করেন, CPI(M) ভুয়ো ফর্ম বিলি করছে । পাশাপাশি এই ফর্ম বিলি করতে গিয়ে শ্রমিকদের কাছ থেকে টাকা নেওয়া হচ্ছে । ঘটনায় CPI(M)-র অশোককুমার মণ্ডল, সাধন ঘোষ, দিলীপ হাজরা ও নৌসাদ শেখের বিরুদ্ধে বোলপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তৃণমূল কর্মী গোবিন্দ কুমার লোহার।
যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন CPI(M)-এর জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য সমীর ভট্টাচার্য । বলেন, "প্রথমত তৃণমূলের আগে আমরা এই ফর্ম বিলি করতে শুরু করেছি, তাই ভুয়ো ফর্ম বলে রটাচ্ছে তারা ৷ তাহলে কি কেন্দ্রীয় সরকারের ঘোষণা ভুল । তাহলে কি সরকারি ওয়েবসাইটে ভুয়ো ফর্ম আছে ? আর টাকার বিনিময়ে ফর্ম বিলি করার কথা সম্পূর্ণ মিথ্যা।"