ETV Bharat / state

বিশ্বভারতীতে অবস্থান-বিক্ষোভ "আলাপিনী মহিলা সমিতি"-র - undefined

রবীন্দ্রনাথ ঠাকুরের অনুপ্রেরণায় তৈরি ঐতিহ্যবাহী "আলাপিনী মহিলা সমিতি"-র নিজস্ব ঘরটি সদ্য বন্ধ করে দিয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষ । তারই প্রতিবাদে রবিবার অবস্থান-বিক্ষোভে বসলেন "আলাপিনী মহিলা সমিতি"-র সদস্যারা ৷

Demonstration of "Alapini Mahila Samiti"
Demonstration of "Alapini Mahila Samiti"
author img

By

Published : Jan 3, 2021, 3:56 PM IST

Updated : Sep 1, 2022, 11:52 AM IST

শান্তিনিকেতন, 3 জানুয়ারি : বিশ্বভারতীতে অবস্থান-বিক্ষোভ শুরু করলেন "আলাপিনী মহিলা সমিতি"-র সদস্যারা । সকাল থেকে পাঠভবনের গেটের সামনে অবস্থান-বিক্ষোভ শুরু করেন তাঁরা । রবীন্দ্রনাথ ঠাকুরের অনুপ্রেরণায় তৈরি ঐতিহ্যবাহী "আলাপিনী মহিলা সমিতি"-র নিজস্ব ঘরটি সদ্য বন্ধ করে দিয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষ । তারই প্রতিবাদে এই বিক্ষোভ ৷

1916 সালে রবীন্দ্রনাথ ঠাকুরের অনুপ্রেরণায় আশ্রমের ভিতরেই গড়ে ওঠে "আলাপিনী মহিলা সমিতি" । রবীন্দ্রনাথ ঠাকুরের দাদা দ্বিজেন্দ্রনাথ ঠাকুর "আলাপিনী" নামকরণ করেন । এককালে প্রতিমাদেবী থেকে শুরু করে ঠাকুরবাড়ির মহিলারা এই সমিতির সদস্যা ছিলেন । সমিতির উদ্যোগে "শ্রেয়শী" নামক একটি মাসিক পত্রিকাও প্রকাশিত হয়ে আসছে । পত্রিকাটিরও নামকরণ করেছিলেন দ্বিজেন্দ্রনাথ ঠাকুর । তবে সমিতির নির্দিষ্ট কোনও ঘর ছিল না । বিভিন্ন জায়গায় সভা বসত । সত্যেন্দ্রনাথ ঠাকুরের মেয়ে ইন্দিরাদেবী চৌধুরানি সমিতির সদস্যা ছিলেন । 1956 সালে তিনি বিশ্বভারতীর উপাচার্য হন । সেই সময় তিনি আশ্রমের ভিতরে পাঠভবনের গায়ে আলাপিনী মহিলা সমিতির জন্য একটি ঘর দিয়েছিলেন । মাটির বাড়ি, খড়ের ছাউনি । আজও সেই বাড়িতেই মাসে দু'বার করে সভা বসে মহিলা সমিতির ।

আরও পড়ুন: বিশ্বভারতীর আধিকারিককে ঘেরাও করে বিক্ষোভ নিরাপত্তারক্ষীদের

শান্তিনিকেতনের বিভিন্ন সাংস্কৃতিক কাজকর্মের সঙ্গে যুক্ত এই সমিতি । তাদের ঘরটি বন্ধ করে দিয়ে কার্যত ঐতিহ্যবাহী মহিলা সমিতিটিকেই বিশ্বভারতী কর্তৃপক্ষ বন্ধ করে দিতে চাইছে বলে অভিযোগ "আলাপিনী মহিলা সমিতি"-র সদস্যাদের ৷ তারই প্রতিবাদে রবিবার থেকে অবস্থান-বিক্ষোভ শুরু হল ৷

শান্তিনিকেতন, 3 জানুয়ারি : বিশ্বভারতীতে অবস্থান-বিক্ষোভ শুরু করলেন "আলাপিনী মহিলা সমিতি"-র সদস্যারা । সকাল থেকে পাঠভবনের গেটের সামনে অবস্থান-বিক্ষোভ শুরু করেন তাঁরা । রবীন্দ্রনাথ ঠাকুরের অনুপ্রেরণায় তৈরি ঐতিহ্যবাহী "আলাপিনী মহিলা সমিতি"-র নিজস্ব ঘরটি সদ্য বন্ধ করে দিয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষ । তারই প্রতিবাদে এই বিক্ষোভ ৷

1916 সালে রবীন্দ্রনাথ ঠাকুরের অনুপ্রেরণায় আশ্রমের ভিতরেই গড়ে ওঠে "আলাপিনী মহিলা সমিতি" । রবীন্দ্রনাথ ঠাকুরের দাদা দ্বিজেন্দ্রনাথ ঠাকুর "আলাপিনী" নামকরণ করেন । এককালে প্রতিমাদেবী থেকে শুরু করে ঠাকুরবাড়ির মহিলারা এই সমিতির সদস্যা ছিলেন । সমিতির উদ্যোগে "শ্রেয়শী" নামক একটি মাসিক পত্রিকাও প্রকাশিত হয়ে আসছে । পত্রিকাটিরও নামকরণ করেছিলেন দ্বিজেন্দ্রনাথ ঠাকুর । তবে সমিতির নির্দিষ্ট কোনও ঘর ছিল না । বিভিন্ন জায়গায় সভা বসত । সত্যেন্দ্রনাথ ঠাকুরের মেয়ে ইন্দিরাদেবী চৌধুরানি সমিতির সদস্যা ছিলেন । 1956 সালে তিনি বিশ্বভারতীর উপাচার্য হন । সেই সময় তিনি আশ্রমের ভিতরে পাঠভবনের গায়ে আলাপিনী মহিলা সমিতির জন্য একটি ঘর দিয়েছিলেন । মাটির বাড়ি, খড়ের ছাউনি । আজও সেই বাড়িতেই মাসে দু'বার করে সভা বসে মহিলা সমিতির ।

আরও পড়ুন: বিশ্বভারতীর আধিকারিককে ঘেরাও করে বিক্ষোভ নিরাপত্তারক্ষীদের

শান্তিনিকেতনের বিভিন্ন সাংস্কৃতিক কাজকর্মের সঙ্গে যুক্ত এই সমিতি । তাদের ঘরটি বন্ধ করে দিয়ে কার্যত ঐতিহ্যবাহী মহিলা সমিতিটিকেই বিশ্বভারতী কর্তৃপক্ষ বন্ধ করে দিতে চাইছে বলে অভিযোগ "আলাপিনী মহিলা সমিতি"-র সদস্যাদের ৷ তারই প্রতিবাদে রবিবার থেকে অবস্থান-বিক্ষোভ শুরু হল ৷

Last Updated : Sep 1, 2022, 11:52 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.