ETV Bharat / state

Artist Ananta Malakar Seeking Help : অসুস্থ রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শোলাশিল্পী অনন্ত মালাকার, মিলছে না সরকারি সাহায্য - Aged artist Ananta Malakar from Birbhum Kirnahar Seeking Help

প্রখ্যাত এই শিল্পীর (Kirnahar Artist Ananta Malakar Seeking Help) আক্ষেপ এখন আর সরকার তাঁর খোঁজ রাখে না ৷ লকডাউনে রেশনের চালও পাননি তিনি ৷

Birbhum Artist Ananta Malakar
অসুস্থ রাষ্ট্রপতি পুরষ্কার প্রাপ্ত শোলা শিল্পী অনন্ত মালাকার
author img

By

Published : Mar 30, 2022, 8:55 PM IST

কীর্ণাহার, 30 মার্চ : রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত বীরভূমের কীর্ণাহারের বর্ষীয়ান শোলাশিল্পী অনন্ত মালাকার (Kirnahar Artist Ananta Malakar Seeking Help) ৷ কীর্ণাহারের বাড়িতে বর্তমানে বার্ধক্যজনিত কারনে নানান অসুস্থতায় ভুগছেন তিনি । শিল্পীর আক্ষেপ এখন আর কেউ তাঁর খোঁজ রাখেনা ৷ কোনও সারকারি সাহায্য পান না তিনি ৷ জানালেন, করোনা-লকডাউন পর্বে রেশনের চাল ঠিকমতো পাননি তিনি, চিকিৎসার খরচ তো দূরের কথা৷ 'শিল্পগুরু' আখ্যা পাওয়া এই শিল্পী এক সময় তাঁর শিল্পকর্ম নিয়ে দাপিয়ে বেরিয়েছেন রাশিয়া, আমেরিকা, তাইওয়ান, কানাডা প্রভৃতি দেশে । আর আজ 81 বছর বয়সে তাঁর চিকিৎসা করানোর মতো কেউ নেই ।

অনন্ত মালাকার, প্রখ্যাত এই শোলা শিল্পী তাঁর শিল্পকর্মের জন্য 1970 সালে রাষ্ট্রপতি পুরস্কার পান৷ তৎকালীন ভারতের রাষ্ট্রপতি ভিভি গিরি তাঁর হাতে এই পুরষ্কার তুলে দেন । ভারতের 25তম স্বাধীনতা দিবসে শোলার বৃহৎ দুর্গা প্রতিম নির্মাণের জন্য তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধি তাঁকে বিশেষ সম্মানে সম্মানিত করেন । 2004 সালে দেশের তৎকালীন উপ-রাষ্ট্রপতি ভৈরোঁ সিং শেখাওয়াত তাঁকে 'শিল্পগুরু' সম্মানে ভূষিত করেন । এছাড়াও, তাঁর শিল্পকর্ম নিয়ে মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি সংগ্রহশালা, দিল্লির জাতীয় সংগ্রহশালা, কলকাতার বিড়লা আকাদেমি, আশুতোষ সংগ্রহশালা, ন্যাশনাল কাউন্সিল অফ সাইন্স মিউজিয়াম-সহ দেশের একাধিক সংগ্রহশালায় প্রদর্শনী হয়েছে । দেশ ছাড়িয়ে দেশের বাইরের নানা জায়গা থেকেও ডাক পেয়েছেন তিনি এই শিল্পকর্মের জন্য ৷

অসুস্থ অবস্থায় সরকারি সাহায্যের আশায় রয়েছেন প্রখ্যাত শোলাশিল্পী অনন্ত মালাকার

আরও পড়ুন : গরুমারা জাতীয় উদ্যান ও চাপড়ামারি অভয়ারণ্যে গন্ডার গণনা

আমেরিকার নিউইয়র্ক, ওয়াশিংটন ডিসি, নিউজার্সি, রাশিয়ার মস্কো, কানাডার টোরেন্টো, হার্বোফ্রন্ট, তাইওয়ান প্রভৃতি জায়গায় শোলা শিল্পের প্রদর্শনী করেছেন বীরভূমের অনন্ত মালাকার । 1978 সালে রাশিয়ায় গিয়ে শোলার লেনিনের মূর্তি তৈরি করেন তিনি । এর জন্য তৎকালীন সোভিয়েত প্রিমিয়ার প্রধানমন্ত্রী অ্যালেক্সেই কসয়াগিন পুরস্কার হিসেবে সোনার ঘড়ি দেন শিল্পীকে । দেশ-বিদেশে একাধিক সম্মানে ভূষিত বীরভূমের এই শিল্পী বর্তমানে বার্ধক্যজনিত কারণে নানা সমস্যায় ভুগছেন ৷ হৃদরোগে আক্রান্ত তিনি ৷ পাশাপাশি পায়ে নানা সংক্রমণজনিত সমস্যা রয়েছে তাঁর ৷ চিকিৎসার জন্য খরচও হচ্ছে অনেক ৷ সঞ্চয় থেকেই চলছে চিকিৎসা ৷ কিন্তু, মিলছে না কোনও রকম সরকারি সহযোগিতা । রাজ্য ও কেন্দ্র, কোনও সরকারই আর খোঁজ রাখেন না রাষ্ট্রপতি পুরষ্কার প্রাপ্ত খ্যাতনামা এই শিল্পীর ৷ এমনই আক্ষেপ অনন্ত মালাকারের ৷

কীর্ণাহার, 30 মার্চ : রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত বীরভূমের কীর্ণাহারের বর্ষীয়ান শোলাশিল্পী অনন্ত মালাকার (Kirnahar Artist Ananta Malakar Seeking Help) ৷ কীর্ণাহারের বাড়িতে বর্তমানে বার্ধক্যজনিত কারনে নানান অসুস্থতায় ভুগছেন তিনি । শিল্পীর আক্ষেপ এখন আর কেউ তাঁর খোঁজ রাখেনা ৷ কোনও সারকারি সাহায্য পান না তিনি ৷ জানালেন, করোনা-লকডাউন পর্বে রেশনের চাল ঠিকমতো পাননি তিনি, চিকিৎসার খরচ তো দূরের কথা৷ 'শিল্পগুরু' আখ্যা পাওয়া এই শিল্পী এক সময় তাঁর শিল্পকর্ম নিয়ে দাপিয়ে বেরিয়েছেন রাশিয়া, আমেরিকা, তাইওয়ান, কানাডা প্রভৃতি দেশে । আর আজ 81 বছর বয়সে তাঁর চিকিৎসা করানোর মতো কেউ নেই ।

অনন্ত মালাকার, প্রখ্যাত এই শোলা শিল্পী তাঁর শিল্পকর্মের জন্য 1970 সালে রাষ্ট্রপতি পুরস্কার পান৷ তৎকালীন ভারতের রাষ্ট্রপতি ভিভি গিরি তাঁর হাতে এই পুরষ্কার তুলে দেন । ভারতের 25তম স্বাধীনতা দিবসে শোলার বৃহৎ দুর্গা প্রতিম নির্মাণের জন্য তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধি তাঁকে বিশেষ সম্মানে সম্মানিত করেন । 2004 সালে দেশের তৎকালীন উপ-রাষ্ট্রপতি ভৈরোঁ সিং শেখাওয়াত তাঁকে 'শিল্পগুরু' সম্মানে ভূষিত করেন । এছাড়াও, তাঁর শিল্পকর্ম নিয়ে মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি সংগ্রহশালা, দিল্লির জাতীয় সংগ্রহশালা, কলকাতার বিড়লা আকাদেমি, আশুতোষ সংগ্রহশালা, ন্যাশনাল কাউন্সিল অফ সাইন্স মিউজিয়াম-সহ দেশের একাধিক সংগ্রহশালায় প্রদর্শনী হয়েছে । দেশ ছাড়িয়ে দেশের বাইরের নানা জায়গা থেকেও ডাক পেয়েছেন তিনি এই শিল্পকর্মের জন্য ৷

অসুস্থ অবস্থায় সরকারি সাহায্যের আশায় রয়েছেন প্রখ্যাত শোলাশিল্পী অনন্ত মালাকার

আরও পড়ুন : গরুমারা জাতীয় উদ্যান ও চাপড়ামারি অভয়ারণ্যে গন্ডার গণনা

আমেরিকার নিউইয়র্ক, ওয়াশিংটন ডিসি, নিউজার্সি, রাশিয়ার মস্কো, কানাডার টোরেন্টো, হার্বোফ্রন্ট, তাইওয়ান প্রভৃতি জায়গায় শোলা শিল্পের প্রদর্শনী করেছেন বীরভূমের অনন্ত মালাকার । 1978 সালে রাশিয়ায় গিয়ে শোলার লেনিনের মূর্তি তৈরি করেন তিনি । এর জন্য তৎকালীন সোভিয়েত প্রিমিয়ার প্রধানমন্ত্রী অ্যালেক্সেই কসয়াগিন পুরস্কার হিসেবে সোনার ঘড়ি দেন শিল্পীকে । দেশ-বিদেশে একাধিক সম্মানে ভূষিত বীরভূমের এই শিল্পী বর্তমানে বার্ধক্যজনিত কারণে নানা সমস্যায় ভুগছেন ৷ হৃদরোগে আক্রান্ত তিনি ৷ পাশাপাশি পায়ে নানা সংক্রমণজনিত সমস্যা রয়েছে তাঁর ৷ চিকিৎসার জন্য খরচও হচ্ছে অনেক ৷ সঞ্চয় থেকেই চলছে চিকিৎসা ৷ কিন্তু, মিলছে না কোনও রকম সরকারি সহযোগিতা । রাজ্য ও কেন্দ্র, কোনও সরকারই আর খোঁজ রাখেন না রাষ্ট্রপতি পুরষ্কার প্রাপ্ত খ্যাতনামা এই শিল্পীর ৷ এমনই আক্ষেপ অনন্ত মালাকারের ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.