ETV Bharat / state

কোরোনা আতঙ্ক : বিশ্বভারতীর পর বন্ধ সোনাঝুরি হাট - কোরোনা

কোরোনা ভাইরাসের জেরে আগেই সমস্ত প্রস্তুতি নিয়েও বন্ধ হয়ে গিয়েছে ঐতিহ্যবাহী বসন্তোৎসব । আর আজ বন্ধ করে দেওয়া হল সোনাঝুরি হাট । 31 মার্চ পর্যন্ত বন্ধ থাকবে । বোলপুরের SDPO অভিষেক রায়ের সঙ্গে ব্যবসায়ীরা বৈঠক করে এই সিদ্ধান্ত নেয় ।

Sonajhuri
সোনাঝুরি হাট
author img

By

Published : Mar 14, 2020, 9:58 PM IST

শান্তিনিকেতন , 14 মার্চ : কোরোনা ভাইরাসের জেরে এবার বন্ধ করা হল শান্তিনিকেতনের সোনাঝুরির হাট । 31 মার্চ পর্যন্ত হাট বন্ধ রাখা হবে ৷ পুলিশের সঙ্গে ব্যবসায়ীদের বৈঠকে পর এই সিদ্ধান্ত নেওয়া হয় ৷

সোনাঝুরির এই হাটে প্রতিদিন বহু বিদেশি পর্যটক আসেন ৷ সেই কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত পুলিশ ও ব্যবসায়ীদের । কোরোনা ভাইরাসের জেরে আগেই সমস্ত প্রস্তুতি নিয়েও বন্ধ হয়ে গিয়েছে ঐতিহ্যবাহী বসন্তোৎসব । প্রতিদিন বিশ্বভারতীতে বহু বিদেশি পর্যটক আসেন ৷ সেই জন্য বিজ্ঞপ্তি জারি করে রবীন্দ্রভবন, বাংলাদেশ ভবন, সংগ্রহশালা ও শান্তিনিকেতন গৃহ বন্ধ করে দেওয়া হয়েছিল । এমনকী , আশ্রম চত্বরে পর্যটকদের প্রবেশও নিষিদ্ধ করা হয় ৷ এছাড়া, বিশ্বভারতীতে সমস্ত রকম পঠন পাঠন বন্ধ করে দেওয়া হয় । পাশাপাশি , বিশ্বভারতীতে চলা মাধ্যমিক পরীক্ষাও বন্ধ হয়ে যায় । এছাড়া, ছাত্রাবাসগুলিও খালি করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ।

এরপর আজ বন্ধ করে দেওয়া হল শান্তিনিকেতনের সোনাঝুরির হাট ৷ কোরোনা ভাইরাস ছড়াতে পারে এই আশঙ্কায় বোলপুরের SDPO অভিষেক রায়ের সঙ্গে বৈঠকে বসে এই সিদ্ধান্ত নেন ব্যবসায়ীরা ৷

শান্তিনিকেতন , 14 মার্চ : কোরোনা ভাইরাসের জেরে এবার বন্ধ করা হল শান্তিনিকেতনের সোনাঝুরির হাট । 31 মার্চ পর্যন্ত হাট বন্ধ রাখা হবে ৷ পুলিশের সঙ্গে ব্যবসায়ীদের বৈঠকে পর এই সিদ্ধান্ত নেওয়া হয় ৷

সোনাঝুরির এই হাটে প্রতিদিন বহু বিদেশি পর্যটক আসেন ৷ সেই কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত পুলিশ ও ব্যবসায়ীদের । কোরোনা ভাইরাসের জেরে আগেই সমস্ত প্রস্তুতি নিয়েও বন্ধ হয়ে গিয়েছে ঐতিহ্যবাহী বসন্তোৎসব । প্রতিদিন বিশ্বভারতীতে বহু বিদেশি পর্যটক আসেন ৷ সেই জন্য বিজ্ঞপ্তি জারি করে রবীন্দ্রভবন, বাংলাদেশ ভবন, সংগ্রহশালা ও শান্তিনিকেতন গৃহ বন্ধ করে দেওয়া হয়েছিল । এমনকী , আশ্রম চত্বরে পর্যটকদের প্রবেশও নিষিদ্ধ করা হয় ৷ এছাড়া, বিশ্বভারতীতে সমস্ত রকম পঠন পাঠন বন্ধ করে দেওয়া হয় । পাশাপাশি , বিশ্বভারতীতে চলা মাধ্যমিক পরীক্ষাও বন্ধ হয়ে যায় । এছাড়া, ছাত্রাবাসগুলিও খালি করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ।

এরপর আজ বন্ধ করে দেওয়া হল শান্তিনিকেতনের সোনাঝুরির হাট ৷ কোরোনা ভাইরাস ছড়াতে পারে এই আশঙ্কায় বোলপুরের SDPO অভিষেক রায়ের সঙ্গে বৈঠকে বসে এই সিদ্ধান্ত নেন ব্যবসায়ীরা ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.