ETV Bharat / state

বোলপুর হাসপাতাল থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী রোগী - বোলপুর সুপার স্পেশালিটি হাসপাতাল

সোমবার সকালে বিষ খেয়ে বোলপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি হন জগাই মাঝি । পেশায় তিনি খেত মজুর ছিলেন । গুরুতর অবস্থায় তাঁকে বোলপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয় । রাতে শয্যা থেকে উঠে হাসপাতালে চতুর্থ তলের জানালা দিয়ে ঝাঁপ দিয়ে দেন তিনি । ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর ।

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
author img

By

Published : Mar 31, 2021, 1:48 PM IST

বোলপুর, 31 মার্চ : বোলপুর সুপার স্পেশালিটি হাসপাতালে আত্মঘাতী এক রোগী ৷ হাসপাতালের চতুর্থ তলের জানালা দিয়ে ঝাঁপ দেন ওই রোগী ৷ মৃতের নাম জগাই মাঝি (40)। বাড়ি নানুরে ৷

সোমবার সকালে বিষ খেয়ে বোলপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি হন জগাই মাঝি । পেশায় তিনি খেত মজুর ছিলেন । গুরুতর অবস্থায় তাঁকে বোলপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয় । রাত 8 টা নাগাদ হঠাৎ করেই শয্যা থেকে উঠে হাসপাতালে চতুর্থ তলের জানালা দিয়ে ঝাঁপ দিয়ে দেন তিনি । ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর ।

আরও পড়ুন : বিশ্বভারতীর উপাচার্য অনুব্রতর ঘনিষ্ঠ, বিস্ফোরক বিজেপি প্রার্থী

ঘটনাকে কেন্দ্র করে হাসপাতালে চাঞ্চল্য ছড়ায় । প্রসঙ্গত, এর আগেই দুবার বোলপুর সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে ঝাঁপ দিয়েছিলেন দুই রোগী । কিন্তু, কোন রকমে প্রাণে বেঁচে গিয়েছিলেন তাঁরা । এবার আরও এক রোগীর মৃত্যু হল । কী কারণে হাসপাতালের জানালা দিয়ে ঝাঁপ দিলেন ওই রোগী তার কারণ এখনও জানা যায়নি ।

বোলপুর, 31 মার্চ : বোলপুর সুপার স্পেশালিটি হাসপাতালে আত্মঘাতী এক রোগী ৷ হাসপাতালের চতুর্থ তলের জানালা দিয়ে ঝাঁপ দেন ওই রোগী ৷ মৃতের নাম জগাই মাঝি (40)। বাড়ি নানুরে ৷

সোমবার সকালে বিষ খেয়ে বোলপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি হন জগাই মাঝি । পেশায় তিনি খেত মজুর ছিলেন । গুরুতর অবস্থায় তাঁকে বোলপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয় । রাত 8 টা নাগাদ হঠাৎ করেই শয্যা থেকে উঠে হাসপাতালে চতুর্থ তলের জানালা দিয়ে ঝাঁপ দিয়ে দেন তিনি । ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর ।

আরও পড়ুন : বিশ্বভারতীর উপাচার্য অনুব্রতর ঘনিষ্ঠ, বিস্ফোরক বিজেপি প্রার্থী

ঘটনাকে কেন্দ্র করে হাসপাতালে চাঞ্চল্য ছড়ায় । প্রসঙ্গত, এর আগেই দুবার বোলপুর সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে ঝাঁপ দিয়েছিলেন দুই রোগী । কিন্তু, কোন রকমে প্রাণে বেঁচে গিয়েছিলেন তাঁরা । এবার আরও এক রোগীর মৃত্যু হল । কী কারণে হাসপাতালের জানালা দিয়ে ঝাঁপ দিলেন ওই রোগী তার কারণ এখনও জানা যায়নি ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.