নলহাটি, 15 মে : রামপুরহাটের পর এবার ব্যবসায়ীকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল বীরভূমের নলহাটিতে ৷ মৃত ব্যবসায়ীর নাম মনোজ জয়সওয়াল (37) ৷ শুক্রবার বিকেলে তাঁর মৃতদেহ দেখতে পায়ে স্থানীয় বাসিন্দারা । খবর পেয়ে ঘটনাস্থলে আসে নলহাটি থানার পুলিশ । এরপরই মৃতদেহটিকে ময়নাতদন্তের জন্য পাঠান তাঁরা ৷ তবে কে বা কারা কী কারণে এবং কীভাবে তাঁকে খুন করেছে সেই বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ ।
আরও পড়ুন : 70টির মধ্যে পাওয়া গিয়েছে মাত্র 4টি, বাকি অক্সিজেন প্ল্যান্ট চেয়ে মোদিকে চিঠি মমতার
স্থানীয় বিজেপির দাবি, মৃত মনোজ জয়সোয়াল বিজেপি কর্মী ছিলেন এবং তাঁকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে । যদিও তৃণমূলের দাবি, ব্যক্তিগত বিবাদেই এই খুন । নলহাটি 1নং ব্লকের তৃণমূল সভাপতি অশোক ঘোষ বললেন, " আমি বিকেল 5 টার সময় শুনলাম । উনি এমন কোনও বড় নেতা ছিলেন না যে ওঁর উপর আক্রমণ হবে । বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব হতে পারে বা মনোজ কী কাজের সঙ্গে যুক্ত ছিল সেটা পুলিশ দেখবে । তৃণমূল নলহাটিতে পরিষ্কার রাজনীতি করে । "
উল্লেখ্য , কিছুদিন আগেই রামপুরহাটে এক হোটেল ব্যবসায়ীকে গাড়ি থেকে নামিয়ে পিটিয়ে খুনের অভিযোগ ওঠে ৷ এই ঘটনার পরই আবার বীরভূমে মৃত্য়ু হল ব্যবসায়ীর ৷