ETV Bharat / state

বোলপুর হাসপাতালে বিক্ষোভের পর দাহ হল ১৩টি দেহ - bolpur hospital protest

বোলপুর মহকুমা হাসপাতালের মর্গের মৃতদেহ রাখার রেফ্রিজারেটর বিকল হয়ে যাওয়ায় পচতে শুরু করেছিল 13টি মৃতদেহ। আজ আদালতের অনুমতি পেয়ে দেহগুলি সৎকার করল জেলা প্রশাসন।

Bolpur Hospital protest
বোলপুর হাসপাতালে বিক্ষোভের পর দাহ হল ১৩টি দেহ
author img

By

Published : Jun 12, 2020, 9:21 PM IST

বোলপুর, 12 জুন : দীর্ঘ দিন ধরে বোলপুর মহকুমা হাসপাতালে পরে থাকা অজ্ঞাত পরিচয় 13টি মৃতদেহ সৎকার করা হয়। আদালতের অনুমতি নিয়ে বোলপুর মহকুমা শাসক, পুলিশ আধিকারিকদের উপস্থিতিতে দেহগুলি সৎকার করা হয়৷ কয়েক দিন ধরে হাসপাতালের রেফ্রিজারেটর বিকল হয়ে যাওয়ায় দেহগুলি পচে গলে দূর্গন্ধ ছড়াচ্ছিল। রোগীদের বিক্ষোভে পর নড়েচড়ে বসে প্রশাসন।

2019 সালের নভেম্বর মাস থেকে বোলপুর মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের ঘরে 13টি মৃতদেহ রাখা ছিল। সদ্য মৃতদেহ রাখার রেফ্রিজারেটর বিকল হয়ে যায়। ফলে ঠান্ডার অভাবে দেহগুলি পচতে শুরু করে। তা থেকে দূর্গন্ধ ছড়ায়। ময়নাতদন্তের ঘরের পাশেই রয়েছে প্রসূতি বিভাগ। দূর্গন্ধে প্রাণ ওষ্ঠাগত রোগী থেকে শুরু করে হাসপাতাল কর্মীদের। এরপর বিক্ষোভ শুরু হয় হাসপাতালে। এদিন বোলপুর মহকুমা আদালত থেকে অনুমতি নিয়ে দেহগুলি দাহ করা হয়।

বোলপুর মহকুমা শাসক অভ্র অধিকারী, MDP অভিষেক রায়, বোলপুর থানার IC, শান্তিনিকেতন থানার OC-র উপস্থিতিতে দেহগুলি ময়নাতদন্তের ঘর থেকে বের করে শ্মশানে নিয়ে যাওয়া হয়। পরে হাসপাতাল চত্বর স্যানিটাইজ় করা হয়। হাসপাতালে ভারপ্রাপ্ত সুপার দিপ্তেন্দু দত্ত বলেন, “আমাদের আবেদনের ভিত্তিতে এদিন নিয়ম মেনে দেহগুলির সৎকার করা হয়েছে৷ এবার রেফ্রিজারেটর ঠিক করা হবে।”

বোলপুর, 12 জুন : দীর্ঘ দিন ধরে বোলপুর মহকুমা হাসপাতালে পরে থাকা অজ্ঞাত পরিচয় 13টি মৃতদেহ সৎকার করা হয়। আদালতের অনুমতি নিয়ে বোলপুর মহকুমা শাসক, পুলিশ আধিকারিকদের উপস্থিতিতে দেহগুলি সৎকার করা হয়৷ কয়েক দিন ধরে হাসপাতালের রেফ্রিজারেটর বিকল হয়ে যাওয়ায় দেহগুলি পচে গলে দূর্গন্ধ ছড়াচ্ছিল। রোগীদের বিক্ষোভে পর নড়েচড়ে বসে প্রশাসন।

2019 সালের নভেম্বর মাস থেকে বোলপুর মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের ঘরে 13টি মৃতদেহ রাখা ছিল। সদ্য মৃতদেহ রাখার রেফ্রিজারেটর বিকল হয়ে যায়। ফলে ঠান্ডার অভাবে দেহগুলি পচতে শুরু করে। তা থেকে দূর্গন্ধ ছড়ায়। ময়নাতদন্তের ঘরের পাশেই রয়েছে প্রসূতি বিভাগ। দূর্গন্ধে প্রাণ ওষ্ঠাগত রোগী থেকে শুরু করে হাসপাতাল কর্মীদের। এরপর বিক্ষোভ শুরু হয় হাসপাতালে। এদিন বোলপুর মহকুমা আদালত থেকে অনুমতি নিয়ে দেহগুলি দাহ করা হয়।

বোলপুর মহকুমা শাসক অভ্র অধিকারী, MDP অভিষেক রায়, বোলপুর থানার IC, শান্তিনিকেতন থানার OC-র উপস্থিতিতে দেহগুলি ময়নাতদন্তের ঘর থেকে বের করে শ্মশানে নিয়ে যাওয়া হয়। পরে হাসপাতাল চত্বর স্যানিটাইজ় করা হয়। হাসপাতালে ভারপ্রাপ্ত সুপার দিপ্তেন্দু দত্ত বলেন, “আমাদের আবেদনের ভিত্তিতে এদিন নিয়ম মেনে দেহগুলির সৎকার করা হয়েছে৷ এবার রেফ্রিজারেটর ঠিক করা হবে।”

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.