বোলপুর, 18 এপ্রিল : শান্তিনিকেতনে আদিবাসী নাবালিকাকে গণধর্ষণের ঘটনায় ধৃত দু'জনকে সোমবার 10 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিল বোলপুর মহকুমা আদালত (10 days Police Custody of 2 Accused in Santiniketan Gang Rape) ৷ বাকি দুই নাবালক অভিযুক্তকে সিউড়ি জুভেনাইল আদালতে তোলা হলে তাদের 10 দিনের জন্য সরকারি হোমে পাঠানো হয়েছে ।
প্রসঙ্গত, চড়ক মেলা চলাকালীন শান্তিনিকেতন থানা এলাকায় প্রেমিকের কাছ থেকে ছিনিয়ে নিয়ে আদিবাসী নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ ওঠে ৷ নির্যাতিতা ও তার প্রেমিকের বয়ান অনুযায়ী অভিযুক্তদের স্কেচ তৈরি করে পুলিশ ৷ সেই স্কেচ চিহ্নিত করে ঘটনার 72 ঘণ্টা পরই পাড়ুই থানার বাদলোডাঙা গ্রাম থেকে চারজনকে গ্রেফতার করে শান্তিনিকেতন থানার পুলিশ । ধৃতদের মধ্যে দু'জন নাবালক । ধৃতদের বিরুদ্ধে 376 ডি (গণধর্ষণ)-সহ 379 আইপিসি ও পকসো (POCSO) 4, 6, 8, 10, 12 ধারায় মামলা রুজু করে পুলিশ ৷
আরও পড়ুন : Santiniketan Tribal Minor Gang Rape : প্রেমিকের কাছ থেকে ছিনিয়ে আদিবাসী নাবালিকাকে গণধর্ষণ শান্তিনিকেতনে
সোমবার দুই সাবালক ধৃতকে বোলপুর মহকুমা আদালতে তোলা হলে পুলিশ 14 দিনের জেল হেফাজতের আবেদন করে ৷ বিচারক 10 দিন জেল হেফাজতের নির্দেশ দেন ৷ অন্যদিকে, নাবালক দু'জনকে সিউড়ি জুভেনাইল আদালতে তোলা হয় ৷
বোলপুর আদালতে এই মামলার সরকারি আইনজীবী তপনকুমার দাশ বলেন, "14 দিন হেফাজতে চেয়ে আবেদন করে পুলিশ ৷ বিচারক 10 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন । ফের 28 এপ্রিল কোর্টে তোলা হবে ।"
আরও পড়ুন : Santiniketan Rape: গণধর্ষণ নয়, শান্তিনিকেতনের ঘটনায় এমনই ইঙ্গিত দিলেন রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন