ETV Bharat / state

বোরখা পরে শপিংমলে ঢুকতে বাঁধা, আটক মহিলা সিকিউরিটি - Rampurhut

রামপুরহাটের এক শপিংমলে বোরখা পড়ে থাকায় এক মহিলাকে ঢুকতে বাঁধা । ঘটনায় আটক এক মহিলা সিকিউরিটি ।

1 arrested in Rampurhut
1 arrested in Rampurhut
author img

By

Published : Sep 15, 2020, 10:37 PM IST

রামপুরহাট, ১৫ সেপ্টেম্বর : বোরখা পরে শপিংমলে ঢুকতে না দেওয়ার অভিযোগে এক মহিলা সিকিউরিটিকে আটক করল পুলিশ। ঘটনাটি ঘটেছে রামপুরহাট শহরের একটি শপিংমলে ।

জানা গিয়েছে, এদিন ভাড়শালাপাড়ার সামিনা বেগম রামপুরহাট দেশবন্ধু রাস্তার উপর একটি শপিংমলে আসেন । অভিযোগ, ঢোকার সময় এক মহিলা সিকিউরিটি তাঁকে ঢুকতে বাঁধা দেন । বাড়িতে বিষয়টি জানায় ওই মহিলা । এরপরেই তাঁর স্বামী কাউসার শেখের সঙ্গে শপিংমলে আসেন তিনি । অভিযোগ, দ্বিতীয় বারও মহিলাকে ঢুকতে বাঁধা দেওয়া হয় । এরপরেই রামপুরহাট থানায় লিখিত অভিযোগ করলে শপিংমলের একজন মহিলা সিকিউরিটিকে আটক করা হয় । পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযোগ পেয়ে শপিংমলের ম্যানেজারকে ডেকে পাঠানো হয়। ম্যানেজারকে জিজ্ঞাসাবাদ করে এই মহিলা সিকিউরিটিকে আটক করা হয়।

অভিযোগকারিণী সামিনা বেগম বলেন, " আমি শপিং মলে ঢোকার আগেই আমাকে হাত দেখিয়ে ঢুকতে বাঁধা দেওয়া হয় । কারণ জানতে চাইলে আমাকে বলা হয় আমি বোরখা পরে আছি তাই আমাকে ঢুকতে দেওয়া হবে না । আমি মাস্ক পরে ছিলাম, সে কথাও আমি সিকিউরিটি কে জানাই । আমি রামপুরহাট থানায় লিখিত অভিযোগ করেছি। এর সুবিচার চাই ।" এবিষয়ে শপিংমল কর্তপক্ষের তরফে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায় নি।

রামপুরহাট, ১৫ সেপ্টেম্বর : বোরখা পরে শপিংমলে ঢুকতে না দেওয়ার অভিযোগে এক মহিলা সিকিউরিটিকে আটক করল পুলিশ। ঘটনাটি ঘটেছে রামপুরহাট শহরের একটি শপিংমলে ।

জানা গিয়েছে, এদিন ভাড়শালাপাড়ার সামিনা বেগম রামপুরহাট দেশবন্ধু রাস্তার উপর একটি শপিংমলে আসেন । অভিযোগ, ঢোকার সময় এক মহিলা সিকিউরিটি তাঁকে ঢুকতে বাঁধা দেন । বাড়িতে বিষয়টি জানায় ওই মহিলা । এরপরেই তাঁর স্বামী কাউসার শেখের সঙ্গে শপিংমলে আসেন তিনি । অভিযোগ, দ্বিতীয় বারও মহিলাকে ঢুকতে বাঁধা দেওয়া হয় । এরপরেই রামপুরহাট থানায় লিখিত অভিযোগ করলে শপিংমলের একজন মহিলা সিকিউরিটিকে আটক করা হয় । পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযোগ পেয়ে শপিংমলের ম্যানেজারকে ডেকে পাঠানো হয়। ম্যানেজারকে জিজ্ঞাসাবাদ করে এই মহিলা সিকিউরিটিকে আটক করা হয়।

অভিযোগকারিণী সামিনা বেগম বলেন, " আমি শপিং মলে ঢোকার আগেই আমাকে হাত দেখিয়ে ঢুকতে বাঁধা দেওয়া হয় । কারণ জানতে চাইলে আমাকে বলা হয় আমি বোরখা পরে আছি তাই আমাকে ঢুকতে দেওয়া হবে না । আমি মাস্ক পরে ছিলাম, সে কথাও আমি সিকিউরিটি কে জানাই । আমি রামপুরহাট থানায় লিখিত অভিযোগ করেছি। এর সুবিচার চাই ।" এবিষয়ে শপিংমল কর্তপক্ষের তরফে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায় নি।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.