বাঁকুড়া, 20 নভেম্বর: বিশ্বকাপে ভারতের হার মন থেকে মেনে নিতে না পেরে আত্মঘাতী 23 বছরের যুবক ৷ রবিবার রাত 11টা নাগাদ বাঁকুড়ার বেলিয়াতোড় থানা এলাকার সিনেমা হলের কাছে এই ঘটনা ঘটে ৷ মৃত যুবকের নাম রাহুল লোহার ৷
জানা গিয়েছে, রাহুল এলাকারই একটি কাপড়ের দোকানে কাজ করতেন ৷ বিশ্বকাপ ফাইনাল দেখার জন্য রবিবার কাজ থেকে ছুটি নিয়েছিলেন তিনি ৷ যুবকের জামাইবাবু উত্তম সুর জানান, বিশ্বকাপে অস্ট্রেলিয়ার কাছে ভারত হেরে যাওয়ায় রাহুল ভেঙে পড়েছিলেন ৷ এরপর নিজের ঘরে গিয়ে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয় ৷ এছাড়া এই দুর্ঘটনা ঘটানোর মতো কোনও সমস্যা ওর জীবনে ছিল না ৷
এদিকে সোমবার সকালে রাহুলের দেহ ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয় ৷ এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে ৷ ঘটনার সময় বাড়িতে কেউ ছিল না বলে জানা গিয়েছে ৷ যদিও মৃত্যুর কারণ সম্পর্কে পুলিশ কিছু বলতে চায়নি ৷ কেবল তদন্ত চলছে বলে জানানো হয়েছে ৷
বিশ্বকাপে ভারতের হার অনেকেই মানতে পারেননি ৷ তার জন্য অনেকেই কেঁদে ফেলেছেন ম্যাচ শেষে ৷ কিন্তু তাই বলে আত্মহত্যার ঘটনার অবাক করেছে সকলকেই ৷ শুধু পশ্চিমবঙ্গেই নয়, ওড়িশার জাজপুরেও একই ঘটনা ঘটেছে ৷ বিশ্বকাপে ভারতের পরাজয় মেনে নিতে না পেরে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছেন 23 বছর বয়সি যুবক ৷
আরও পড়ুন :
1 ফাইনালে ভারতের হার মানতে না পেরে আত্মহত্যা যুবকের !
2 'আরও 20-30 রান দরকার ছিল', বিশ্বকাপ হাতছাড়া করে মেনে নিলেন রোহিত