বড়জোড়া, ১১ মার্চ : হাতির হামলায় মারা গেলেন মহিলা। নাম সন্ধ্যা ঘোষ। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার বড়জোড়া এলাকায়। মৃতের ছেলে উজ্জ্বল ঘোষ বলেন, "আজ সকালে বাড়ির উঠানে কাজ করছিল মা। সেখানেই একটি হাতি এসে আছাড় মারে। ঘটনাস্থানেই মায়ের মৃত্যু হয়।"
মহিলা মৃত্যুর খবর পেয়ে এলাকায় আসেন বনকর্মীরা। তাঁদের ঘিরে বিক্ষোভ দেখানো হয়। পরে অবশ্য পরিস্থিতি স্বাভাবিক হয়। মনে করা হচ্ছে, কোনও দাঁতাল হাতি লোকালয়ে চলে এসে এই ঘটনা ঘটাতে পারে।