বাঁকুড়া, 25জুন : বাঁকুড়ায় দুই দিনে 20 জন কোরোনা আক্রান্ত হওয়ায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল 221। আক্রান্তরা বর্তমানে ওন্দা কোভিড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
গত 23 জুন জেলায় কোরোনা আক্রান্তের সংখ্যা ছিল 201। বিগত দুই দিনে নতুন করে কুড়ি জন সংক্রমিত হওয়ায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে 221-এ পৌঁছাল। এর মধ্যে সক্রিয় রোগীর সংখ্যা 44, এখনও অবধি সুস্থ হয়ে উঠেছেন 177 জন ব্যক্তি। আক্রান্তদের অধিকাংশই উপসর্গহীন বলে স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে।
স্বাস্থ্য দপ্তর সূত্রে জানানো হয়, আক্রান্তদের মধ্যে 33 জন বাঁকুড়ার ওন্দা কোভিড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বাকি 11 জন জেলার বাইরে চিকিৎসাধীন। এখনও অবধি কোনও কোরোনা সংক্রমিতের মৃত্যু হয়নি। জেলার কোভিড হাসপাতালে মোট 180 জনের কোরোনা চিকিৎসা সম্ভব।
23 মে বাঁকুড়ার পাত্রসায়রে প্রথম কোরোনা আক্রান্তের সন্ধান মেলে । মাত্র দুই মাসের মধ্যে আক্রান্তের সংখ্যা 200-র গণ্ডি ছাড়িয়ে যাওয়ায় আতঙ্কিত জেলার মানুষ । তবে স্বাস্থ্য দপ্তর থেকে জেলা বাসীদের আশ্বস্ত করা হয়েছে।
ইতিমধ্যেই বাঁকুড়া জেলার প্রায় 10 টি জায়গা থেকে ICMR-র নির্দেশিকা অনুযায়ী ফেরো সার্ভিলেন্সের জন্য কমিউনিটি ব্লাড স্যাম্পল সংগ্রহ করা হয়েছে । এই সমস্ত রক্তের নমুনা চেন্নাইয়ের একটি বিশেষ ল্যাবরেটরিতে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। তবে পরীক্ষার ফলাফল এখনও আসেনি। চেন্নাই থেকে পাওয়া রিপোর্টের ভিত্তিতেই বোঝা যাবে, জেলার মানুষ কতটা হার্ড ইমিউন হয়েছেন অর্থাৎ তাদের শরীরে কোরোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই করতে অ্যান্টিবডি কতটা সক্ষম হয়েছে।