ETV Bharat / state

বাঁকুড়ার 8 কেন্দ্রে ভোট প্রস্তুতি শেষ - বিধানসভা নির্বাচন 2021

দ্বিতীয় দফায় বাঁকুড়ার আটটি কেন্দ্রে ভোটগ্রহণ । দু'হাজার 171টি বুথে ভোটগ্রহণ হবে । বুধবারের মধ্যে বুথে বুথে পৌঁছে গিয়েছেন ভোটকর্মীরা ।

বাঁকুড়ার আট কেন্দ্রে ভোট প্রস্তুতি
বাঁকুড়ার আট কেন্দ্রে ভোট প্রস্তুতি
author img

By

Published : Mar 31, 2021, 7:07 PM IST

বাঁকুড়া, 31 মার্চ : দ্বিতীয় দফার ভোটের প্রস্তুতি প্রায় শেষ । আগামীকাল বাঁকুড়ার আটটি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ । ভোটকর্মীরা ইতিমধ্যে বিভিন্ন কেন্দ্রে পৌঁছেছেন । কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে সমস্ত কেন্দ্র । রয়েছে কেন্দ্রীয় বাহিনীর কড়া নজর ।

একুশের বিধানসভা ভোট আট দফায় হচ্ছে । 27 মার্চ প্রথম দফার পর 1 এপ্রিল দ্বিতীয় দফার ভোটের দিকে নজর রয়েছে সবার । কারণ, হাইভোল্টেজ নন্দীগ্রাম থেকে হলদিয়া, খড়্গপুর সদর, বাঁকুড়ার মতো কেন্দ্রে দ্বিতীয় দফায় ভোটগ্রহণ । বাঁকুড়ার আটটি কেন্দ্রে দ্বিতীয় দফায় ভোটগ্রহণ হতে চলেছে । বিষ্ণুপুর, বাঁকুড়া, ইন্দাস, তালডাংরা, ওন্দা, সোনামুখী, কোতুলপুর ও বড়জোড়ায় বৃহস্পতিবার নির্বাচন । মোট দু'হাজার 171টি বুথে ভোটগ্রহণ হবে । সবমিলিয়ে 161 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তার দায়িত্বে থাকছেন ।

এদিকে ভোটকেন্দ্রগুলিতে ইতিমধ্যে পৌঁছেছেন ভোটকর্মীরা । একে 40 ডিগ্রি তাপমাত্রা । তার উপর ভোটের দিন তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস । কিন্তু চড়া রোদ মাথায় নিয়ে বুথে বুথে পৌঁছেছেন ভোটকর্মীরা । বিভিন্ন কাউন্টার থেকে প্রয়োজনীয় নথি সংগ্রহ করে যে যার গন্তব্যে চলে গিয়েছেন ।

আরও পড়ুন : বড়জোড়ায় বিন্দুতে বিন্দুতে সিন্ধু গড়ার বার্তা মমতার

এবারের ভোট নিয়ে অনেক ভোটকর্মীর মধ্যে উৎসাহ দেখা গেল । ভয় লাগছে কি না প্রশ্ন করা হলে কাকলি দড়িপা নামে এক ভোটকর্মী জানান, "ভয় লাগছে না । কিন্তু আমরা ভোট নিয়ে উৎসাহিত । আমার 21 বছরের চাকরি জীবনে ভোটের কাজ করার অভিজ্ঞতা নেই । এবার প্রথম ।"

বাঁকুড়ার আট কেন্দ্রে ভোট প্রস্তুতি

এবার ভোটকর্মীদের অনলাইনে প্রশিক্ষণ হয়েছে । কিন্তু হাতেনাতে কাজের অভিজ্ঞতা অন্যরকম । সেই প্রসঙ্গে শম্পা ঘোষ নামে এক ভোটকর্মী জানান, "কাজ কিছুটা শিখেছি । অভিজ্ঞতা সঞ্চয় করেছি । কিন্তু ভয় লাগছে না । কাজ ভালোভাবে উদ্ধার করতে চাই ।"

আরও পড়ুন : সিপিএমই হাত ধরে বাংলায় বিজেপিকে এনেছে, বিষ্ণুপুরে তোপ মমতার

করোনার সংক্রমণ ঠেকাতে এবারের ভোটে বিশেষ নির্দেশিকা জারি করেছে নির্বাচন কমিশন । বাঁকুড়ার সমস্ত কেন্দ্রে সেই বিধি বজায় থাকবে । তবে ভোটকর্মীদের মুখে মাস্ক দেখা গেলেও শারীরিক দূরত্ব অনেক ক্ষেত্রেই উপেক্ষিত । সব মিলিয়ে বাঁকুড়ার ভোট প্রস্তুতি প্রায় শেষ ।

বাঁকুড়া, 31 মার্চ : দ্বিতীয় দফার ভোটের প্রস্তুতি প্রায় শেষ । আগামীকাল বাঁকুড়ার আটটি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ । ভোটকর্মীরা ইতিমধ্যে বিভিন্ন কেন্দ্রে পৌঁছেছেন । কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে সমস্ত কেন্দ্র । রয়েছে কেন্দ্রীয় বাহিনীর কড়া নজর ।

একুশের বিধানসভা ভোট আট দফায় হচ্ছে । 27 মার্চ প্রথম দফার পর 1 এপ্রিল দ্বিতীয় দফার ভোটের দিকে নজর রয়েছে সবার । কারণ, হাইভোল্টেজ নন্দীগ্রাম থেকে হলদিয়া, খড়্গপুর সদর, বাঁকুড়ার মতো কেন্দ্রে দ্বিতীয় দফায় ভোটগ্রহণ । বাঁকুড়ার আটটি কেন্দ্রে দ্বিতীয় দফায় ভোটগ্রহণ হতে চলেছে । বিষ্ণুপুর, বাঁকুড়া, ইন্দাস, তালডাংরা, ওন্দা, সোনামুখী, কোতুলপুর ও বড়জোড়ায় বৃহস্পতিবার নির্বাচন । মোট দু'হাজার 171টি বুথে ভোটগ্রহণ হবে । সবমিলিয়ে 161 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তার দায়িত্বে থাকছেন ।

এদিকে ভোটকেন্দ্রগুলিতে ইতিমধ্যে পৌঁছেছেন ভোটকর্মীরা । একে 40 ডিগ্রি তাপমাত্রা । তার উপর ভোটের দিন তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস । কিন্তু চড়া রোদ মাথায় নিয়ে বুথে বুথে পৌঁছেছেন ভোটকর্মীরা । বিভিন্ন কাউন্টার থেকে প্রয়োজনীয় নথি সংগ্রহ করে যে যার গন্তব্যে চলে গিয়েছেন ।

আরও পড়ুন : বড়জোড়ায় বিন্দুতে বিন্দুতে সিন্ধু গড়ার বার্তা মমতার

এবারের ভোট নিয়ে অনেক ভোটকর্মীর মধ্যে উৎসাহ দেখা গেল । ভয় লাগছে কি না প্রশ্ন করা হলে কাকলি দড়িপা নামে এক ভোটকর্মী জানান, "ভয় লাগছে না । কিন্তু আমরা ভোট নিয়ে উৎসাহিত । আমার 21 বছরের চাকরি জীবনে ভোটের কাজ করার অভিজ্ঞতা নেই । এবার প্রথম ।"

বাঁকুড়ার আট কেন্দ্রে ভোট প্রস্তুতি

এবার ভোটকর্মীদের অনলাইনে প্রশিক্ষণ হয়েছে । কিন্তু হাতেনাতে কাজের অভিজ্ঞতা অন্যরকম । সেই প্রসঙ্গে শম্পা ঘোষ নামে এক ভোটকর্মী জানান, "কাজ কিছুটা শিখেছি । অভিজ্ঞতা সঞ্চয় করেছি । কিন্তু ভয় লাগছে না । কাজ ভালোভাবে উদ্ধার করতে চাই ।"

আরও পড়ুন : সিপিএমই হাত ধরে বাংলায় বিজেপিকে এনেছে, বিষ্ণুপুরে তোপ মমতার

করোনার সংক্রমণ ঠেকাতে এবারের ভোটে বিশেষ নির্দেশিকা জারি করেছে নির্বাচন কমিশন । বাঁকুড়ার সমস্ত কেন্দ্রে সেই বিধি বজায় থাকবে । তবে ভোটকর্মীদের মুখে মাস্ক দেখা গেলেও শারীরিক দূরত্ব অনেক ক্ষেত্রেই উপেক্ষিত । সব মিলিয়ে বাঁকুড়ার ভোট প্রস্তুতি প্রায় শেষ ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.