ETV Bharat / state

Wild Elephant : বাঁকুড়ার গ্রামে বুনো হাতির তাণ্ডবে ভাঙল ঘর-বাড়ি, আতঙ্কে গ্রামবাসী - bishnupur police station

বাঁকুড়ার একাধিক গ্রামে তাণ্ডব চালাল একটি বুনো হাতি ৷ ফসল থেকে শুরু করে মুদিখানা দোকানের জিনিস খেলো ও নষ্ট করে দিল গজরাজ ৷ অবশেষে গ্রামবাসীদের মশালের তাড়ায় এলাকা ছেড়ে পালাল সে ৷

বুনো হাতি
বুনো হাতি
author img

By

Published : Aug 3, 2021, 10:20 AM IST

Updated : Aug 3, 2021, 11:35 AM IST

বাঁকুড়া, 3 অগস্ট : বাঁকুড়ার বেলিয়াতোড় ফরেস্ট রেঞ্জে সারাবছর দাপিয়ে বেড়ায় বুনো হাতির দল ৷ যার জেরে স্থানীয় বাসিন্দাদের প্রায়ই আতঙ্কে জীবনযাপন করতে হয় । একবার বুনো হাতি লোকালয়ে চলে এলে ফসল থেকে শুরু করে ঘর-বাড়ি কিছুই আস্ত রাখে না ৷ আজ সেই ঘটনার পুনরাবৃত্তি হল বাঁকুড়ার একাধিক গ্রামে ৷

বেলিয়াতোড় থানার অন্তর্গত বরকুড়া-সহ সোনামুখী থানার পাঁচাল ও বিষ্ণুপুর থানার লোখেশোল গ্রামে ঢুকে একাধিক বাড়ি-ঘর ও দোকানের যাবতীয় জিনিস নষ্ট করল একটি বুনো হাতি । স্থানীয় বাসিন্দারা জানান, আজ ভোর রাতে একটি বুনো হাতি আচমকা ঢুকে পড়ে লোকালয়ে ৷ এরপর ফসল, বাড়ি-ঘর-দোকান প্রভৃতি একাধিক জিনিস নষ্ট করে ৷

আরও পড়ুন : দিনে দুপুরে দাপিয়ে বেড়াচ্ছে বুনো হাতি, আতঙ্কে গ্রামবাসীরা

গ্রামে ঢুকে বাড়ি-ঘর ও দোকান ভাঙল বুনো হাতি

সোমবার রাতে ডিউটি সেরে ফেরার পথে বেলিয়াতোড় থানার এক সিভিক পুলিশের গাড়ির সঙ্গে হাতিটির ধাক্কা লাগে ৷ সিভিক পুলিশ ছিটকে গাড়ি থেকে পড়ে গেলে বুনো হাতিটি পা তুলে তাকে মারতে উদ্যত হয় ৷ কোনও ক্রমে পালিয়ে প্রাণে বাঁচেন তিনি ৷ এরপর স্থানীয় বেলিয়াতোড় থানার পুলিশ তাঁকে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে অবস্থা দেখে চিকিৎসকরা বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করেন ।

বুনো হাতির এহেন কার্যকলাপে রীতিমতো আতঙ্কে রয়েছেন গ্রামবাসীরা । তাঁদের অভিযোগ, বন বিভাগ বিষয়টি জানার পরেও কোনও প্রয়োজনীয় পদক্ষেপ করছে না ৷ এভাবে বুনো হাতি এসে সব নষ্ট করে দিলে বেঁচে থাকা কষ্টকর হয়ে যাবে বলে জানান তাঁরা ৷

বাঁকুড়া, 3 অগস্ট : বাঁকুড়ার বেলিয়াতোড় ফরেস্ট রেঞ্জে সারাবছর দাপিয়ে বেড়ায় বুনো হাতির দল ৷ যার জেরে স্থানীয় বাসিন্দাদের প্রায়ই আতঙ্কে জীবনযাপন করতে হয় । একবার বুনো হাতি লোকালয়ে চলে এলে ফসল থেকে শুরু করে ঘর-বাড়ি কিছুই আস্ত রাখে না ৷ আজ সেই ঘটনার পুনরাবৃত্তি হল বাঁকুড়ার একাধিক গ্রামে ৷

বেলিয়াতোড় থানার অন্তর্গত বরকুড়া-সহ সোনামুখী থানার পাঁচাল ও বিষ্ণুপুর থানার লোখেশোল গ্রামে ঢুকে একাধিক বাড়ি-ঘর ও দোকানের যাবতীয় জিনিস নষ্ট করল একটি বুনো হাতি । স্থানীয় বাসিন্দারা জানান, আজ ভোর রাতে একটি বুনো হাতি আচমকা ঢুকে পড়ে লোকালয়ে ৷ এরপর ফসল, বাড়ি-ঘর-দোকান প্রভৃতি একাধিক জিনিস নষ্ট করে ৷

আরও পড়ুন : দিনে দুপুরে দাপিয়ে বেড়াচ্ছে বুনো হাতি, আতঙ্কে গ্রামবাসীরা

গ্রামে ঢুকে বাড়ি-ঘর ও দোকান ভাঙল বুনো হাতি

সোমবার রাতে ডিউটি সেরে ফেরার পথে বেলিয়াতোড় থানার এক সিভিক পুলিশের গাড়ির সঙ্গে হাতিটির ধাক্কা লাগে ৷ সিভিক পুলিশ ছিটকে গাড়ি থেকে পড়ে গেলে বুনো হাতিটি পা তুলে তাকে মারতে উদ্যত হয় ৷ কোনও ক্রমে পালিয়ে প্রাণে বাঁচেন তিনি ৷ এরপর স্থানীয় বেলিয়াতোড় থানার পুলিশ তাঁকে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে অবস্থা দেখে চিকিৎসকরা বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করেন ।

বুনো হাতির এহেন কার্যকলাপে রীতিমতো আতঙ্কে রয়েছেন গ্রামবাসীরা । তাঁদের অভিযোগ, বন বিভাগ বিষয়টি জানার পরেও কোনও প্রয়োজনীয় পদক্ষেপ করছে না ৷ এভাবে বুনো হাতি এসে সব নষ্ট করে দিলে বেঁচে থাকা কষ্টকর হয়ে যাবে বলে জানান তাঁরা ৷

Last Updated : Aug 3, 2021, 11:35 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.