বাঁকুড়া, 4 নভেম্বর : কুড়ুল দিয়ে কুপিয়ে দু'জনকে খুন করল যুবক ৷ মৃতদের নাম মিঠুবালা রায় (50) ও গুণময় চৌধুরি (52) ৷ ইতিমধ্যেই অভিযুক্ত অরূপ চৌধুরিকে গ্রেপ্তার করেছে পুলিশ ৷ বাঁকুড়ার মানকানালির ঘটনা ৷
স্থানীয়দের তরফে জানা গেছে সম্পত্তি নিয়ে বিবাদের জেরেই এই খুন ৷ সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরেই মিঠুবালা ও গুণময়ের সঙ্গে ঝামেলা চলছিল অরূপের ৷ আজ সকালে তা চরম আকার নেয় ৷ মানকানালির রায়বাঁধে কুড়ুল দিয়ে দু'জনকে কুপিয়ে খুন করে অরূপ ৷ খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় পুলিশ ৷ মৃতদেহগুলি উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে ৷ স্থানীয়দের একাংশের বক্তব্য, প্রায়শই সাধারণ মানুষকে হুমকি দিয়ে বেড়াত সে । যদিও পরিবারের তরফে জানানো হয়েছে অরূপ মানসিক ভারসাম্যহীন ৷
মৃতদের পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত অরূপকে গ্রেপ্তার করেছে পুলিশ ৷ ঠিক কী কারণে এই খুন, তার তদন্তে নেমেছে পুলিশ ৷