ETV Bharat / state

বাঁকুড়ায় জোড়া খুন, গ্রেপ্তার অভিযুক্ত - বাঁকুড়ার মানকানালির ঘটনা

বাঁকুড়ার মানকানালির ঘটনা ৷ কুড়ুল দিয়ে কুপিয়ে দু'জনকে খুন করল যুবক ৷ অভিযুক্ত অরূপ চৌধুরিকে গ্রেপ্তার করেছে পুলিশ ৷

ছবি
author img

By

Published : Nov 4, 2019, 11:42 AM IST

বাঁকুড়া, 4 নভেম্বর : কুড়ুল দিয়ে কুপিয়ে দু'জনকে খুন করল যুবক ৷ মৃতদের নাম মিঠুবালা রায় (50) ও গুণময় চৌধুরি (52) ৷ ইতিমধ্যেই অভিযুক্ত অরূপ চৌধুরিকে গ্রেপ্তার করেছে পুলিশ ৷ বাঁকুড়ার মানকানালির ঘটনা ৷

স্থানীয়দের তরফে জানা গেছে সম্পত্তি নিয়ে বিবাদের জেরেই এই খুন ৷ সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরেই মিঠুবালা ও গুণময়ের সঙ্গে ঝামেলা চলছিল অরূপের ৷ আজ সকালে তা চরম আকার নেয় ৷ মানকানালির রায়বাঁধে কুড়ুল দিয়ে দু'জনকে কুপিয়ে খুন করে অরূপ ৷ খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় পুলিশ ৷ মৃতদেহগুলি উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে ৷ স্থানীয়দের একাংশের বক্তব্য, প্রায়শই সাধারণ মানুষকে হুমকি দিয়ে বেড়াত সে । যদিও পরিবারের তরফে জানানো হয়েছে অরূপ মানসিক ভারসাম্যহীন ৷

দেখুন ভিডিয়ো

মৃতদের পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত অরূপকে গ্রেপ্তার করেছে পুলিশ ৷ ঠিক কী কারণে এই খুন, তার তদন্তে নেমেছে পুলিশ ৷

বাঁকুড়া, 4 নভেম্বর : কুড়ুল দিয়ে কুপিয়ে দু'জনকে খুন করল যুবক ৷ মৃতদের নাম মিঠুবালা রায় (50) ও গুণময় চৌধুরি (52) ৷ ইতিমধ্যেই অভিযুক্ত অরূপ চৌধুরিকে গ্রেপ্তার করেছে পুলিশ ৷ বাঁকুড়ার মানকানালির ঘটনা ৷

স্থানীয়দের তরফে জানা গেছে সম্পত্তি নিয়ে বিবাদের জেরেই এই খুন ৷ সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরেই মিঠুবালা ও গুণময়ের সঙ্গে ঝামেলা চলছিল অরূপের ৷ আজ সকালে তা চরম আকার নেয় ৷ মানকানালির রায়বাঁধে কুড়ুল দিয়ে দু'জনকে কুপিয়ে খুন করে অরূপ ৷ খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় পুলিশ ৷ মৃতদেহগুলি উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে ৷ স্থানীয়দের একাংশের বক্তব্য, প্রায়শই সাধারণ মানুষকে হুমকি দিয়ে বেড়াত সে । যদিও পরিবারের তরফে জানানো হয়েছে অরূপ মানসিক ভারসাম্যহীন ৷

দেখুন ভিডিয়ো

মৃতদের পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত অরূপকে গ্রেপ্তার করেছে পুলিশ ৷ ঠিক কী কারণে এই খুন, তার তদন্তে নেমেছে পুলিশ ৷

Intro:সাত সকালে বাঁকুড়া সদর থানার মানকানালি গ্রামে সম্পত্তি বিবাদ কে কেন্দ্র করে জোড়া খুনের ঘটনা ঘটল।Body:বাঁকুড়ার মানকানালি রায় বাঁধে সকালবেলায় অরূপ চৌধুরী নামে এক যুবক মানকানালী গ্রামে 2 জনকে কুড়ুর দিয়ে কোপ মেরে আহত করে এবং ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। একজন মহিলার নাম মিঠু বালা রায় বয়স 50 থেকে 55 বছর অন্য আরেক ব্যক্তি গুণময় চৌধুরী বয়স 50 থেকে 52 ববছর। এলাকার মানুষের অভিযোগ দীর্ঘদিন ধরে অভিযোগ প্রায়শই সাধারণ মানুষকে হুমকি দিয়ে বেড়াতেন অরূপ চৌধুরী নামে এই যুবক। পরিবার তাকে মানসিক ভারসাম্যহীন বললেও এলাকার মানুষ তা মানতে নারাজ। আজ সকালে এরকম একটি মর্মান্তিক ঘটনা ঘটে বাঁকুড়ার মানকানালী নিতে। মৃত পরিবারের অভিযোগ জমি জায়গা সংক্রান্ত ব্যাপারে পুরনো শত্রুতার জেরে খুন।Conclusion:বাইট:বুলু চৌধুরী, অভিযুক্তের মা
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.