ETV Bharat / state

2 Drowned in Damodar River: দামোদরের জলে ডুবে মৃত 2

ফের দামোদরের জলে ডুবে মৃত্যু হল দু’জনের ৷ এবার বাঁকুড়ার দামোদরে স্নান করতে নেমে মৃত্যু হয়েছে তাদের ৷ এলাকায় নেমে এসেছে শোকের ছায়া (2 Drowned in Damodar River)৷ দিন কয়েক আগেই বহরমপুরে দামোদরে স্নান করতে নেমে মৃত্যু হয়েছিল দুই কিশোরের ৷

2 People Drowned
দামোদরের জলে ডুবে মৃত 2
author img

By

Published : Jun 10, 2022, 12:12 PM IST

বাঁকুড়া, 10 জুন : দামোদর থেকে উদ্ধার হল তলিয়ে যাওয়া দু‘জনের দেহ ৷ মৃতরা হলেন শুভ দাস (15) ও সৌরভ নন্দী (21) ৷ দু’জনেই পশ্চিম বর্ধমানের রানিগঞ্জের নতুন এগরা গ্রামের বাসিন্দা ৷ বৃহস্পতিবার দুপুরে স্নান করতে নেমে তলিয়ে গিয়েছিলেন তাঁরা ৷ তারপর থেকেই তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছিল মেজিয়া থানার পুলিশ (2 Drowned in Damodar River) ৷

স্থানীয় সূত্রে খবর, বাঁকুড়ার দামোদর নদীর মথুরাচণ্ডী ঘাটে স্নানের সামগ্রী এবং জুতো রেখে জলে নেমেছিল তারা। তারপর থেকে তাদের কোনও খোঁজ পাওয়া যায়নি। দামোদরের পাড়ে রাখা স্নানের সামগ্রী ও জুতো দেখে পুলিশের প্রথামিক ভাবে অনুমান তারা তলিয়ে গিয়েছিলেন ৷ সেইমতোই মেজিয়া থানার পুলিশ এবং সিভিল ডিফেন্স নিঁখোজ দু'জনের খোঁজে তল্লাশি চালায় দামোদরে। দীর্ঘ সময় খোঁজা-খুজির পর অবশেষে শুক্রবার সকালে উদ্ধার হয় তাঁদের দেহ ৷

দেহ দু’টিকে উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে । এই জোড়া মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসছে । উল্লখ্য, দিনকয়েক আগেই বহরমপুরে দামোদরের জলে ডুবে মৃত্যু হয়েছিল দুই কিশোরের ৷

আরও পড়ুন : Two Teenage Boy Drowned : নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেল দুই কিশোর, উদ্ধার 1 জনের দেহ

বাঁকুড়া, 10 জুন : দামোদর থেকে উদ্ধার হল তলিয়ে যাওয়া দু‘জনের দেহ ৷ মৃতরা হলেন শুভ দাস (15) ও সৌরভ নন্দী (21) ৷ দু’জনেই পশ্চিম বর্ধমানের রানিগঞ্জের নতুন এগরা গ্রামের বাসিন্দা ৷ বৃহস্পতিবার দুপুরে স্নান করতে নেমে তলিয়ে গিয়েছিলেন তাঁরা ৷ তারপর থেকেই তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছিল মেজিয়া থানার পুলিশ (2 Drowned in Damodar River) ৷

স্থানীয় সূত্রে খবর, বাঁকুড়ার দামোদর নদীর মথুরাচণ্ডী ঘাটে স্নানের সামগ্রী এবং জুতো রেখে জলে নেমেছিল তারা। তারপর থেকে তাদের কোনও খোঁজ পাওয়া যায়নি। দামোদরের পাড়ে রাখা স্নানের সামগ্রী ও জুতো দেখে পুলিশের প্রথামিক ভাবে অনুমান তারা তলিয়ে গিয়েছিলেন ৷ সেইমতোই মেজিয়া থানার পুলিশ এবং সিভিল ডিফেন্স নিঁখোজ দু'জনের খোঁজে তল্লাশি চালায় দামোদরে। দীর্ঘ সময় খোঁজা-খুজির পর অবশেষে শুক্রবার সকালে উদ্ধার হয় তাঁদের দেহ ৷

দেহ দু’টিকে উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে । এই জোড়া মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসছে । উল্লখ্য, দিনকয়েক আগেই বহরমপুরে দামোদরের জলে ডুবে মৃত্যু হয়েছিল দুই কিশোরের ৷

আরও পড়ুন : Two Teenage Boy Drowned : নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেল দুই কিশোর, উদ্ধার 1 জনের দেহ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.