ETV Bharat / state

Abhishek Slams BJP: ধর্মের ভিত্তিতে নয় বাংলার অধিকারের দাবিতে ভোট হবে, বিজেপিকে হুঁশিয়ারি অভিষেকের - পঞ্চায়েত নির্বাচন

জাতীয় দলের তকমা হারিয়েছে তৃণমূল কংগ্রেস ৷ তার পর প্রথমবার প্রকাশ্যে সভা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ সেই সভা থেকে অভিষেক সরাসরি তোপ দাগেন বিজেপি ও সিপিএমের বিরুদ্ধে ৷

Abhishek Banerjee
Abhishek Banerjee
author img

By

Published : Apr 12, 2023, 3:14 PM IST

Updated : Apr 12, 2023, 4:22 PM IST

ওন্দা (বাঁকুড়া), 12 এপ্রিল: পঞ্চায়েত নির্বাচন আসন্ন ৷ সেই ভোট মিটলেই আগামী বছর লোকসভার নির্বাচন ৷ আসন্ন এই নির্বাচনগুলিতে ধর্মের ভিত্তিতে ভোট হবে না বলে জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ একই সঙ্গে তিনি জানিয়েছেন, আগামিদিনে বাংলার অধিকারের জন্য ভোট হবে ৷ বুধবার বাঁকুড়ার ওন্দায় সভা করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ৷ সেই সভা থেকে তিনি এই বার্তা দেন ৷

গত সোমবার নির্বাচন কমিশন ঘোষণা করেছে যে তৃণমূল কংগ্রেস এখন থেকে আর জাতীয় দল নয় ৷ তার পর বুধবারই প্রথম জনসভায় অংশ নেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায় ৷ সেই সভা থেকে তিনি সরাসরি তোপ দেগেছেন বিজেপির বিরুদ্ধে ৷ বিজেপি ধর্মের ভিত্তিতে রাজনীতি করে বলে অভিযোগ করেছেন তিনি ৷ অভিষেকের দাবি, 2019 সালে বালাকোট ইস্যুতে, রাম মন্দির তৈরির প্রতিশ্রুতি দিয়ে বিজেপি ভোট চেয়েছিল ৷ ধর্মের ভিত্তিতে ভোট হয়েছিল ৷ ধর্মের ভিত্তিতে ভোট দিলে অশান্তি হবেই বলে অভিযোগ করেছেন অভিষেক ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, রামনবমীর শোভাযাত্রা ঘিরে সম্প্রতি হাওড়ার শিবপুর ও হুগলির রিষড়ায় ব্যাপক গোলমাল হয়েছিল ৷ পুরো ঘটনার দায় আগেই বিজেপির উপর চাপিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বহিরাগতদের এনে বিজেপি বাংলায় অশান্তি ছড়াচ্ছে বলে অভিযোগ করেছিলেন তিনি ৷ একই অভিযোগ করেছিলেন অভিষেকও ৷ শিবপুরের ঘটনার পরদিন সাংবাদিক বৈঠক করে বিজেপির বিরুদ্ধে তোপ দাগেন তিনি ৷ বাঁকুড়ার সভায় সেই প্রসঙ্গের উল্লেখ না করেই তিনি কার্যত বুঝিয়ে দিলেন বাংলায় অশান্তির দায় বিজেপির ৷

একই সঙ্গে আগামিদিনে বাংলার ভোটাররা কোন ইস্যুতে ভোট দেবেন, সেই বিষয়টিও কার্যত ঠিক করে দিলেন তৃণমূলের এই তরুণ তুর্কি ৷ এ দিন বাঁকুড়ার সভায় উপস্থিত জনতার উদ্দেশ্যে অভিষেক বলেন, ‘‘আপনাদের ঠিক করতে হবে যে ধর্মের ভিত্তিতে ভোট দেবেন, নাকি অধিকারের জন্য ভোট দেবেন ৷ আগামী ভোট বাংলার অধিকারের জন্য হবে ৷’’

প্রসঙ্গত, গত কয়েকদিন ধরেই কেন্দ্রীয় প্রকল্পের বঞ্চনার অভিযোগ তুলে সরব অভিষেক ৷ একশো দিনের কাজের বকেয়ার দাবিতে তিনি নয়াদিল্লির কৃষিভবনে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকেও গিয়েছিলেন ৷ বাংলার মানুষের অধিকারের দাবিতে আন্দোলন চালিয়ে যাবেন বলেও তিনি জানিয়েছিলেন ৷ এ দিন সেই অধিকারের কথা আবার শোনা গেল তাঁর গলায় ৷ তাঁর দাবি, তৃণমূল জিতলে বাংলার মানুষ তাদের অধিকার পাবে ৷ বিজেপি জিতলে বাংলার টাকা গুজরাতে নিয়ে যাবে ৷

ওন্দা (বাঁকুড়া), 12 এপ্রিল: পঞ্চায়েত নির্বাচন আসন্ন ৷ সেই ভোট মিটলেই আগামী বছর লোকসভার নির্বাচন ৷ আসন্ন এই নির্বাচনগুলিতে ধর্মের ভিত্তিতে ভোট হবে না বলে জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ একই সঙ্গে তিনি জানিয়েছেন, আগামিদিনে বাংলার অধিকারের জন্য ভোট হবে ৷ বুধবার বাঁকুড়ার ওন্দায় সভা করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ৷ সেই সভা থেকে তিনি এই বার্তা দেন ৷

গত সোমবার নির্বাচন কমিশন ঘোষণা করেছে যে তৃণমূল কংগ্রেস এখন থেকে আর জাতীয় দল নয় ৷ তার পর বুধবারই প্রথম জনসভায় অংশ নেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায় ৷ সেই সভা থেকে তিনি সরাসরি তোপ দেগেছেন বিজেপির বিরুদ্ধে ৷ বিজেপি ধর্মের ভিত্তিতে রাজনীতি করে বলে অভিযোগ করেছেন তিনি ৷ অভিষেকের দাবি, 2019 সালে বালাকোট ইস্যুতে, রাম মন্দির তৈরির প্রতিশ্রুতি দিয়ে বিজেপি ভোট চেয়েছিল ৷ ধর্মের ভিত্তিতে ভোট হয়েছিল ৷ ধর্মের ভিত্তিতে ভোট দিলে অশান্তি হবেই বলে অভিযোগ করেছেন অভিষেক ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, রামনবমীর শোভাযাত্রা ঘিরে সম্প্রতি হাওড়ার শিবপুর ও হুগলির রিষড়ায় ব্যাপক গোলমাল হয়েছিল ৷ পুরো ঘটনার দায় আগেই বিজেপির উপর চাপিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বহিরাগতদের এনে বিজেপি বাংলায় অশান্তি ছড়াচ্ছে বলে অভিযোগ করেছিলেন তিনি ৷ একই অভিযোগ করেছিলেন অভিষেকও ৷ শিবপুরের ঘটনার পরদিন সাংবাদিক বৈঠক করে বিজেপির বিরুদ্ধে তোপ দাগেন তিনি ৷ বাঁকুড়ার সভায় সেই প্রসঙ্গের উল্লেখ না করেই তিনি কার্যত বুঝিয়ে দিলেন বাংলায় অশান্তির দায় বিজেপির ৷

একই সঙ্গে আগামিদিনে বাংলার ভোটাররা কোন ইস্যুতে ভোট দেবেন, সেই বিষয়টিও কার্যত ঠিক করে দিলেন তৃণমূলের এই তরুণ তুর্কি ৷ এ দিন বাঁকুড়ার সভায় উপস্থিত জনতার উদ্দেশ্যে অভিষেক বলেন, ‘‘আপনাদের ঠিক করতে হবে যে ধর্মের ভিত্তিতে ভোট দেবেন, নাকি অধিকারের জন্য ভোট দেবেন ৷ আগামী ভোট বাংলার অধিকারের জন্য হবে ৷’’

প্রসঙ্গত, গত কয়েকদিন ধরেই কেন্দ্রীয় প্রকল্পের বঞ্চনার অভিযোগ তুলে সরব অভিষেক ৷ একশো দিনের কাজের বকেয়ার দাবিতে তিনি নয়াদিল্লির কৃষিভবনে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকেও গিয়েছিলেন ৷ বাংলার মানুষের অধিকারের দাবিতে আন্দোলন চালিয়ে যাবেন বলেও তিনি জানিয়েছিলেন ৷ এ দিন সেই অধিকারের কথা আবার শোনা গেল তাঁর গলায় ৷ তাঁর দাবি, তৃণমূল জিতলে বাংলার মানুষ তাদের অধিকার পাবে ৷ বিজেপি জিতলে বাংলার টাকা গুজরাতে নিয়ে যাবে ৷

Last Updated : Apr 12, 2023, 4:22 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.