ETV Bharat / state

কাটমানি ফেরত দিলেন সিউড়ির তৃণমূল বুথ সভাপতি

author img

By

Published : Jun 25, 2019, 3:03 PM IST

গ্রামবাসীদের চাপের মুখে পড়ে প্রত্যেককে 1600 টাকা করে ফেরত দিল সিউড়ির তৃণমূলের বুথ সভাপতি।

কাটমানি ফেরত

সিউড়ি, 25 জুন : ইতিমধ্যেই কাটমানি ইশুতে উত্তপ্ত রাজ্যের একাধিক জায়গা । রাজ্যের একাধিক জায়গায় কাটমানি ফেরত পাওয়ার জন্য বিক্ষোভ দেখাচ্ছে সাধারণ মানুষ । জনরোষের মুখে পড়ে কোনও কোনও জায়গায় কাটমানি ফেরত দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন নেতারা । এই পরিস্থিতিতে স্থানীয় বাসিন্দাদের চাপের মুখে পড়ে কাটমানি ফেরত দিতে বাধ্য হলেন সিউড়ির তৃণমূলের বুথ সভাপতি ত্রিলোচন মুখোপাধ্যায় । আজ সকালে গ্রামবাসীদের টাকা ফেরত দেয় সে ।

কয়েকদিন আগে কাউন্সিলরদের বৈঠকে দলীয় কর্মীদের কাটমানি ফেরত দেওয়ার নির্দেশ দেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এরপর থেকে রাজ্যের বিভিন্ন জায়গায় কাটমনি ফেরত পাওয়ার দাবিতে বিক্ষোভ দেখাতে শুরু করে সাধারণ মানুষ । কাটমানি নেওয়ার অভিযোগ উঠেছিল সিউড়ির তৃণমূলের বুথ সভাপতি ত্রিলোচনবাবুর বিরুদ্ধেও । অভিযোগ, বকেয়া টাকা চাইলে এতদিন ত্রিলোচনবাবু হুমকি দিত । গত আটবছর ধরে সে 100 দিনের কাজের শ্রমিকদের টাকা নিয়মিত দিত না । নিজের কাছে রাখত । বকেয়া টাকা চাইলে দুশো-পাঁচশো টাকা দিয়ে ফিরিয়ে দিত । গত দু-তিন বছরে ধরে টাকা দেওয়াই বন্ধ করে দিয়েছিল ত্রিলোচন । নর্দমা সংস্কারের কাজের জন্য দু'মাস আগে প্রায় 2 লাখ 41 হাজার টাকা আসে । সমস্ত টাকাই সে আত্মসাৎ করেছিলেন বলে অভিযোগ ।

মুখ্যমন্ত্রীর নির্দেশের পর ওই এলাকার লোকজন দলবদ্ধ হয়ে ত্রিলোচনের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে শুরু করে । জনরোষের সামনে পড়ে টাকা ফেরতের প্রতিশ্রুতি দেয় ত্রিলোচন । অবশেষে আজ সিউড়ি 2 নম্বর ব্লকের কোমা গ্রামপঞ্চায়েতের চাতরা গ্রামের 141 জনের হাতে 1600 টাকা করে তুলে দেয় ত্রিলোচন ।

সিউড়ি, 25 জুন : ইতিমধ্যেই কাটমানি ইশুতে উত্তপ্ত রাজ্যের একাধিক জায়গা । রাজ্যের একাধিক জায়গায় কাটমানি ফেরত পাওয়ার জন্য বিক্ষোভ দেখাচ্ছে সাধারণ মানুষ । জনরোষের মুখে পড়ে কোনও কোনও জায়গায় কাটমানি ফেরত দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন নেতারা । এই পরিস্থিতিতে স্থানীয় বাসিন্দাদের চাপের মুখে পড়ে কাটমানি ফেরত দিতে বাধ্য হলেন সিউড়ির তৃণমূলের বুথ সভাপতি ত্রিলোচন মুখোপাধ্যায় । আজ সকালে গ্রামবাসীদের টাকা ফেরত দেয় সে ।

কয়েকদিন আগে কাউন্সিলরদের বৈঠকে দলীয় কর্মীদের কাটমানি ফেরত দেওয়ার নির্দেশ দেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এরপর থেকে রাজ্যের বিভিন্ন জায়গায় কাটমনি ফেরত পাওয়ার দাবিতে বিক্ষোভ দেখাতে শুরু করে সাধারণ মানুষ । কাটমানি নেওয়ার অভিযোগ উঠেছিল সিউড়ির তৃণমূলের বুথ সভাপতি ত্রিলোচনবাবুর বিরুদ্ধেও । অভিযোগ, বকেয়া টাকা চাইলে এতদিন ত্রিলোচনবাবু হুমকি দিত । গত আটবছর ধরে সে 100 দিনের কাজের শ্রমিকদের টাকা নিয়মিত দিত না । নিজের কাছে রাখত । বকেয়া টাকা চাইলে দুশো-পাঁচশো টাকা দিয়ে ফিরিয়ে দিত । গত দু-তিন বছরে ধরে টাকা দেওয়াই বন্ধ করে দিয়েছিল ত্রিলোচন । নর্দমা সংস্কারের কাজের জন্য দু'মাস আগে প্রায় 2 লাখ 41 হাজার টাকা আসে । সমস্ত টাকাই সে আত্মসাৎ করেছিলেন বলে অভিযোগ ।

মুখ্যমন্ত্রীর নির্দেশের পর ওই এলাকার লোকজন দলবদ্ধ হয়ে ত্রিলোচনের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে শুরু করে । জনরোষের সামনে পড়ে টাকা ফেরতের প্রতিশ্রুতি দেয় ত্রিলোচন । অবশেষে আজ সিউড়ি 2 নম্বর ব্লকের কোমা গ্রামপঞ্চায়েতের চাতরা গ্রামের 141 জনের হাতে 1600 টাকা করে তুলে দেয় ত্রিলোচন ।

Intro:জলপাইগুড়িঃ- পুলিশের তাড়া খেয়ে হৃদরোগেআক্রান্ত হয়ে মৃত্যু হল এক বিজেপি কর্মির।ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি রাজগঞ্জ থানার অন্তর্গত কুকুরযান এলাকায়। পুলিশের তার খেয়ে পালাতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত বিজেপি কর্মীর নাম মনমোহন দাস (৪৫)।

বিজেপি কর্মি পলেন ঘোষ অভিযোগ করেন গত তিন দিন আগে কুকুরযান এলাকায় তৃনমুলের পঞ্চায়েত করুনা দাস এবং তার স্বামী পরিতোষ দাস স্থানীয় বিজেপি কর্মীদের মারধোর করে পাশাপাশি বিজেপি কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা করে ফাঁসানোর চেষ্টা করে । জলপাইগুড়িতে বিজেপির পুলিশ সুপার অফিস ঘেরাও অভিযানে অংশনিয়ে বাড়ি ফেরার পর স্থানীয় তৃনমুল নেতারা ও এলাকার তৃনমুলের পঞ্চায়েত পুলিশকে দিয়ে মনমোহনকে ধরানোর জন্য তাকে ধাওয়া করে রাজগঞ্জ থানার পুলিশ।পুলিশের ধাওয়া খেয়ে পালাতে গিয়ে মনমোহন বেশকিছু দূর দৌড়ে পালাতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়। স্থানীয় বাসিন্দারা মনমোহন রায়কে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মনমোহন রায়কে মৃত বলে ঘোষনা করে। এই মৃত্যুকে ঘিরে বিজেপি কর্মিদের মধ্যে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে ।

জলপাইগুড়ি বিজেপি নেতা পলেন ঘোষ অভিযোগ করেন পুলিশের তাড়া খেয়েই মারা গেল মনমোহন। পুলিশকে নিরেপক্ষ হয়ে কাজ না করলে পরিনতি ভাল হবে না।রাজগঞ্জ থানার বিরুদ্ধে আমাদের আন্দোলন সংগঠিত হবে।। পুলিশ যদি এর পরও তৃনমুলের কথায় বিজেপি কর্মীদের ওপর অত্যাচার করে তাহলে পরিস্থিতি ভয়ঙ্কর হবে বলে হুশিয়ারি দেন।

Body:WB_JAL_25JUNE_BJP_SUPPORTER _DEATH_ABHIJIT_7203427Conclusion:WB_JAL_25JUNE_BJP_SUPPORTER _DEATH_ABHIJIT_7203427
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.