সিউড়ি, 25 জুন : ইতিমধ্যেই কাটমানি ইশুতে উত্তপ্ত রাজ্যের একাধিক জায়গা । রাজ্যের একাধিক জায়গায় কাটমানি ফেরত পাওয়ার জন্য বিক্ষোভ দেখাচ্ছে সাধারণ মানুষ । জনরোষের মুখে পড়ে কোনও কোনও জায়গায় কাটমানি ফেরত দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন নেতারা । এই পরিস্থিতিতে স্থানীয় বাসিন্দাদের চাপের মুখে পড়ে কাটমানি ফেরত দিতে বাধ্য হলেন সিউড়ির তৃণমূলের বুথ সভাপতি ত্রিলোচন মুখোপাধ্যায় । আজ সকালে গ্রামবাসীদের টাকা ফেরত দেয় সে ।
কয়েকদিন আগে কাউন্সিলরদের বৈঠকে দলীয় কর্মীদের কাটমানি ফেরত দেওয়ার নির্দেশ দেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এরপর থেকে রাজ্যের বিভিন্ন জায়গায় কাটমনি ফেরত পাওয়ার দাবিতে বিক্ষোভ দেখাতে শুরু করে সাধারণ মানুষ । কাটমানি নেওয়ার অভিযোগ উঠেছিল সিউড়ির তৃণমূলের বুথ সভাপতি ত্রিলোচনবাবুর বিরুদ্ধেও । অভিযোগ, বকেয়া টাকা চাইলে এতদিন ত্রিলোচনবাবু হুমকি দিত । গত আটবছর ধরে সে 100 দিনের কাজের শ্রমিকদের টাকা নিয়মিত দিত না । নিজের কাছে রাখত । বকেয়া টাকা চাইলে দুশো-পাঁচশো টাকা দিয়ে ফিরিয়ে দিত । গত দু-তিন বছরে ধরে টাকা দেওয়াই বন্ধ করে দিয়েছিল ত্রিলোচন । নর্দমা সংস্কারের কাজের জন্য দু'মাস আগে প্রায় 2 লাখ 41 হাজার টাকা আসে । সমস্ত টাকাই সে আত্মসাৎ করেছিলেন বলে অভিযোগ ।
মুখ্যমন্ত্রীর নির্দেশের পর ওই এলাকার লোকজন দলবদ্ধ হয়ে ত্রিলোচনের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে শুরু করে । জনরোষের সামনে পড়ে টাকা ফেরতের প্রতিশ্রুতি দেয় ত্রিলোচন । অবশেষে আজ সিউড়ি 2 নম্বর ব্লকের কোমা গ্রামপঞ্চায়েতের চাতরা গ্রামের 141 জনের হাতে 1600 টাকা করে তুলে দেয় ত্রিলোচন ।