ETV Bharat / state

কোরোনা আতঙ্ককে উপেক্ষা করে আধার সংশোধনের লাইন বাঁকুড়ার ডাকঘরে - aadhar card

কাকভোর থেকে বাঁকুড়া জেলার দূর-দূরান্ত থেকে হাজার হাজার মানুষ এদিন ডাকঘর খোলার আগে থেকেই লাইনে দাঁড়ান নিজের নিজের আধার কার্ড সংশোধন অথবা নতুন আধার কার্ডের আবেদন করার জন্য ।

aadhar card
কোরোনাকে উপেক্ষা করেই হাজার হাজার মানুষের ভিড় বাঁকুড়ার মুখ্য ডাকঘরে
author img

By

Published : Mar 18, 2020, 1:30 PM IST

Updated : Mar 18, 2020, 2:00 PM IST

বাঁকুড়া, 18 মার্চ: কোরোনা আতঙ্কের মধ্যেই কয়েক হাজার মানুষের সমাগম বাঁকুড়া মুখ্য ডাকঘরে ৷ আধার কার্ড সংশোধনের জন্য ৷ কেন্দ্র ও রাজ্য সরকার নির্দেশিকা জারি করেছে, জনসমাগম না করতে। সেখানে একেবারে বিপরীত চিত্র দেখা গেল বাঁকুড়া মুখ্য ডাকঘর চত্বরে ৷ কাকভোর থেকে বাঁকুড়া জেলার দূর-দূরান্ত থেকে হাজার হাজার মানুষ ডাকঘর খোলার আগেই লাইনে দাঁড়িয়ে পড়েন নিজের নিজের আধার কার্ড সংশোধন অথবা নতুন আধার কার্ডের আবেদন করার জন্য ।

এছাড়াও নিত্যনৈমিত্তিক যাঁরা ডাকঘরে অন্যান্য ব্যক্তিগত কাজে আসেন তাদের ভিড়ও নেহাতই কম ছিল না । 31 শে মার্চ পর্যন্ত আধার কার্ড সংশোধনের নতুন আবেদনের শেষ সময়সীমা নির্ধারণ করেছে সরকার ৷ তাই এই অবস্থায় যেভাবেই হোক এই সময়সীমার আগেই আধার কার্ড সংশোধন অথবা নতুন কার্ডের আবেদন করতে হবে । তাই আধার আতঙ্ক রীতিমতো ছাপিয়ে গেল কোরোনার আতঙ্ককে । লাইনে দাঁড়িয়ে থাকা আধার আবেদনকারী শিল্পা ঘোষ বলেন, কোরোনাতেও কোনও আপত্তি নেই তার, তবে আধার কার্ড আগে করতে হবে । ভারত সরকারের আধার সংক্রান্ত পদক্ষেপে যারা সহযোগিতা করতে আগ্রহী সেই পোস্টঅফিস কর্মীদেরই আজ চরম হয়রানির শিকার হতে হল ৷ শুধুমাত্র রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কগুলির অনিহার কারণে ।

আধার সংশোধনের লাইন বাঁকুড়ার ডাকঘরে

বাঁকুড়া জেলার একমাত্র সদর শহর বাঁকুড়া মুখ্য ডাকঘর এই আধার সংক্রান্ত যাবতীয় কাজকর্ম করছে । যেখানে জেলার অন্যান্য ডাকঘরগুলোতেও আধার সংক্রান্ত কাজকর্ম করার জন্য নির্দেশিকা রয়েছে বলে অভিযোগ । এছাড়াও রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কগুলির বিভিন্ন শাখাতেও আধার কার্ড সংশোধন অথবা নতুন আধার কার্ড তৈরির নির্দেশিকা রয়েছে । যদিও বাস্তবে এই সমস্ত রাষ্ট্রায়ত্ব ব্যাংকগুলি কোনওরকম আমল দিচ্ছে না । একদিকে যেমন চরম হয়রানির শিকার হলেন আধার কার্ড করতে আসা জেলার দূর-দূরান্ত থেকে হাজার হাজার মানুষের ৷ অন্যদিকে ডাকঘরের সাধারণ উপভোক্তাদেরও দুর্বিষহ অভিজ্ঞতা নিয়ে বাড়ি ফিরতে হল এদিন ৷

বাঁকুড়া, 18 মার্চ: কোরোনা আতঙ্কের মধ্যেই কয়েক হাজার মানুষের সমাগম বাঁকুড়া মুখ্য ডাকঘরে ৷ আধার কার্ড সংশোধনের জন্য ৷ কেন্দ্র ও রাজ্য সরকার নির্দেশিকা জারি করেছে, জনসমাগম না করতে। সেখানে একেবারে বিপরীত চিত্র দেখা গেল বাঁকুড়া মুখ্য ডাকঘর চত্বরে ৷ কাকভোর থেকে বাঁকুড়া জেলার দূর-দূরান্ত থেকে হাজার হাজার মানুষ ডাকঘর খোলার আগেই লাইনে দাঁড়িয়ে পড়েন নিজের নিজের আধার কার্ড সংশোধন অথবা নতুন আধার কার্ডের আবেদন করার জন্য ।

এছাড়াও নিত্যনৈমিত্তিক যাঁরা ডাকঘরে অন্যান্য ব্যক্তিগত কাজে আসেন তাদের ভিড়ও নেহাতই কম ছিল না । 31 শে মার্চ পর্যন্ত আধার কার্ড সংশোধনের নতুন আবেদনের শেষ সময়সীমা নির্ধারণ করেছে সরকার ৷ তাই এই অবস্থায় যেভাবেই হোক এই সময়সীমার আগেই আধার কার্ড সংশোধন অথবা নতুন কার্ডের আবেদন করতে হবে । তাই আধার আতঙ্ক রীতিমতো ছাপিয়ে গেল কোরোনার আতঙ্ককে । লাইনে দাঁড়িয়ে থাকা আধার আবেদনকারী শিল্পা ঘোষ বলেন, কোরোনাতেও কোনও আপত্তি নেই তার, তবে আধার কার্ড আগে করতে হবে । ভারত সরকারের আধার সংক্রান্ত পদক্ষেপে যারা সহযোগিতা করতে আগ্রহী সেই পোস্টঅফিস কর্মীদেরই আজ চরম হয়রানির শিকার হতে হল ৷ শুধুমাত্র রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কগুলির অনিহার কারণে ।

আধার সংশোধনের লাইন বাঁকুড়ার ডাকঘরে

বাঁকুড়া জেলার একমাত্র সদর শহর বাঁকুড়া মুখ্য ডাকঘর এই আধার সংক্রান্ত যাবতীয় কাজকর্ম করছে । যেখানে জেলার অন্যান্য ডাকঘরগুলোতেও আধার সংক্রান্ত কাজকর্ম করার জন্য নির্দেশিকা রয়েছে বলে অভিযোগ । এছাড়াও রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কগুলির বিভিন্ন শাখাতেও আধার কার্ড সংশোধন অথবা নতুন আধার কার্ড তৈরির নির্দেশিকা রয়েছে । যদিও বাস্তবে এই সমস্ত রাষ্ট্রায়ত্ব ব্যাংকগুলি কোনওরকম আমল দিচ্ছে না । একদিকে যেমন চরম হয়রানির শিকার হলেন আধার কার্ড করতে আসা জেলার দূর-দূরান্ত থেকে হাজার হাজার মানুষের ৷ অন্যদিকে ডাকঘরের সাধারণ উপভোক্তাদেরও দুর্বিষহ অভিজ্ঞতা নিয়ে বাড়ি ফিরতে হল এদিন ৷

Last Updated : Mar 18, 2020, 2:00 PM IST

For All Latest Updates

TAGGED:

aadhar card
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.