ETV Bharat / state

Civic Volunteers to Teach: অঙ্ক-ইংরেজি পড়াবেন সিভিক ভলান্টিয়াররা, 'পশ্চিমবঙ্গের লজ্জা' দাবি সুভাষ সরকারের - Suvendu Adhikari over Civic Volunteers teaching

প্রাথমিক শ্রেণির পড়ুয়াদের অঙ্ক-ইংরেজি পড়াবেন সিভিক ভলান্টিয়াররা ৷ যাঁদের শিক্ষাগত যোগ্যতা বেশি তাঁদের এই কাজের জন্য বাছাই করা হয়েছে ৷ এই পদক্ষেপের তীব্র নিন্দা করেছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার থেকে শুরু করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Subhas Sarkar and Suvendu Adhikari over Civic Volunteers teaching) ৷

Civic Volunteer to teach
সিভিক ভলান্টিয়ার
author img

By

Published : Mar 16, 2023, 12:35 PM IST

Updated : Mar 16, 2023, 2:25 PM IST

বাঁকুড়ার এসপি বৈভব তেওয়ারি সাংবাদিক সম্মেলনে জানালেন সিভিক ভলান্টিয়াররা পড়াবেন

বাঁকুড়া, 16 মার্চ: শিক্ষক নিয়োগ দুর্নীতির মাঝে নতুন বিতর্ক ৷ জঙ্গলমহল এলাকায় শিশুদের পড়ানোর দায়িত্ব এবার সিভিক ভলান্টিয়ারদের ৷ মঙ্গলবার বাঁকুড়ায় এ বিষয়ে সাংবাদিক সম্মেলন করেন জেলা পুলিশ সুপার বৈভব তেওয়ারি ৷ তৃণমূল সরকারের এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করলেন কেন্দ্রীয় মন্ত্রী ডঃ সুভাষ সরকার ৷ তিনি বলেন, "সিভিক ভলান্টিয়াররা ছোটদের স্কুলে অঙ্ক আর ইংরেজি শেখাবেন, এটা একবিংশ শতাব্দীতে পশ্চিমবঙ্গের লজ্জা (Central Minister Subhas Sarkar criticizes Civic Volunteers teaching primary students) ৷"

স্বেচ্ছাসেবী সংস্থা 'নারীতাম'-এর সঙ্গে যৌথভাবে 'অংকুর' নামে একটি প্রকল্প গ্রহণ করেছে বাঁকুড়া জেলা পুলিশ ৷ এর মাধ্যমে প্রান্তিক শ্রেণির প্রাথমিক শিক্ষার্থীদের উন্নততর শিক্ষা দিতে জেলা পুলিশের প্রায় শতাধিক সিভিক ভলেন্টিয়ারকে নিয়োগ করা হয়েছে ৷ সিভিক ভলান্টিয়ারদের মধ্যে অনেকের পড়ানোর মতো শিক্ষাগত যোগ্যতা রয়েছে বলে দাবি করেন বাঁকুড়া পুলিশের এসপি ৷ তাঁদের উপযুক্ত প্রশিক্ষণ দিয়ে এই কাজে লাগাবে বাঁকুড়া জেলা পুলিশ ৷ মঙ্গলবার বাঁকুড়া পুলিশ লাইনে আনুষ্ঠানিকভাবে এই 'অংকুর' প্রকল্পের উদ্বোধন হল ৷ প্রাথমিক পর্যায়ে বাঁকুড়ার জঙ্গলমহলের পাঁচটি থানা এলাকার মাধ্যমে এই প্রকল্পের কাজ শুরু হবে ৷ পরে এই কর্মসূচি বাঁকুড়া জেলার সবক'টি থানা এলাকাতে নেওয়া হবে বলে জানান বাঁকুড়া জেলা পুলিশ সুপার বৈভব তেওয়ারি ৷

বাঁকুড়া জেলা পুলিশের এই উদ্যোগের সমালোচনা করেন কেন্দ্রীয় শিক্ষা রাষ্ট্রমন্ত্রী সুভাষ সরকার ৷ তিনি বলেন, "শিক্ষা ক্ষেত্রে ভারতের বাকি রাজ্যগুলি এগিয়ে যাচ্ছে ৷ আর এখানে শিক্ষক নিয়োগ দুর্নীতি চলছে ৷ শিক্ষক নিয়োগ হচ্ছে না ৷ এই অবস্থায় প্রত্যন্ত গ্রামের শিশুদের অঙ্ক-ইংরেজি শেখাবে সিভিক ভলান্টিয়ার ? এর থেকে লজ্জার কিছু হয় না ৷ সরকার যদি এই শিক্ষা ব্যবস্থা চালাতে না পারে, তাহলে দায়িত্ব নিয়ে পদত্যাগ করুক ৷" টুইট করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ তিনি লিখেছেন "মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা 4 লক্ষ কমে গিয়েছে ৷ রাজ্য সরকার পরিচালিত 8 হাজার 207 টি স্কুলে পড়ুয়ার সংখ্যা 30 জনেরও কম ৷ এদিকে সিভিক পুলিশদের প্রাথমিক শ্রেণির ছাত্রছাত্রীদের পড়ানোর দায়িত্ব দেওয়া হয়েছে ৷ পশ্চিমবঙ্গ সরকার সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিকে পুরোপুরি বন্ধ করার পরিকল্পনা করছে ৷"

আরও পড়ুন: অন্তত 30 জন অযোগ্যকে চাকরি পাইয়ে দিয়েছিলেন শান্তনু ! দাবি ইডির

বাঁকুড়ার এসপি বৈভব তেওয়ারি সাংবাদিক সম্মেলনে জানালেন সিভিক ভলান্টিয়াররা পড়াবেন

বাঁকুড়া, 16 মার্চ: শিক্ষক নিয়োগ দুর্নীতির মাঝে নতুন বিতর্ক ৷ জঙ্গলমহল এলাকায় শিশুদের পড়ানোর দায়িত্ব এবার সিভিক ভলান্টিয়ারদের ৷ মঙ্গলবার বাঁকুড়ায় এ বিষয়ে সাংবাদিক সম্মেলন করেন জেলা পুলিশ সুপার বৈভব তেওয়ারি ৷ তৃণমূল সরকারের এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করলেন কেন্দ্রীয় মন্ত্রী ডঃ সুভাষ সরকার ৷ তিনি বলেন, "সিভিক ভলান্টিয়াররা ছোটদের স্কুলে অঙ্ক আর ইংরেজি শেখাবেন, এটা একবিংশ শতাব্দীতে পশ্চিমবঙ্গের লজ্জা (Central Minister Subhas Sarkar criticizes Civic Volunteers teaching primary students) ৷"

স্বেচ্ছাসেবী সংস্থা 'নারীতাম'-এর সঙ্গে যৌথভাবে 'অংকুর' নামে একটি প্রকল্প গ্রহণ করেছে বাঁকুড়া জেলা পুলিশ ৷ এর মাধ্যমে প্রান্তিক শ্রেণির প্রাথমিক শিক্ষার্থীদের উন্নততর শিক্ষা দিতে জেলা পুলিশের প্রায় শতাধিক সিভিক ভলেন্টিয়ারকে নিয়োগ করা হয়েছে ৷ সিভিক ভলান্টিয়ারদের মধ্যে অনেকের পড়ানোর মতো শিক্ষাগত যোগ্যতা রয়েছে বলে দাবি করেন বাঁকুড়া পুলিশের এসপি ৷ তাঁদের উপযুক্ত প্রশিক্ষণ দিয়ে এই কাজে লাগাবে বাঁকুড়া জেলা পুলিশ ৷ মঙ্গলবার বাঁকুড়া পুলিশ লাইনে আনুষ্ঠানিকভাবে এই 'অংকুর' প্রকল্পের উদ্বোধন হল ৷ প্রাথমিক পর্যায়ে বাঁকুড়ার জঙ্গলমহলের পাঁচটি থানা এলাকার মাধ্যমে এই প্রকল্পের কাজ শুরু হবে ৷ পরে এই কর্মসূচি বাঁকুড়া জেলার সবক'টি থানা এলাকাতে নেওয়া হবে বলে জানান বাঁকুড়া জেলা পুলিশ সুপার বৈভব তেওয়ারি ৷

বাঁকুড়া জেলা পুলিশের এই উদ্যোগের সমালোচনা করেন কেন্দ্রীয় শিক্ষা রাষ্ট্রমন্ত্রী সুভাষ সরকার ৷ তিনি বলেন, "শিক্ষা ক্ষেত্রে ভারতের বাকি রাজ্যগুলি এগিয়ে যাচ্ছে ৷ আর এখানে শিক্ষক নিয়োগ দুর্নীতি চলছে ৷ শিক্ষক নিয়োগ হচ্ছে না ৷ এই অবস্থায় প্রত্যন্ত গ্রামের শিশুদের অঙ্ক-ইংরেজি শেখাবে সিভিক ভলান্টিয়ার ? এর থেকে লজ্জার কিছু হয় না ৷ সরকার যদি এই শিক্ষা ব্যবস্থা চালাতে না পারে, তাহলে দায়িত্ব নিয়ে পদত্যাগ করুক ৷" টুইট করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ তিনি লিখেছেন "মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা 4 লক্ষ কমে গিয়েছে ৷ রাজ্য সরকার পরিচালিত 8 হাজার 207 টি স্কুলে পড়ুয়ার সংখ্যা 30 জনেরও কম ৷ এদিকে সিভিক পুলিশদের প্রাথমিক শ্রেণির ছাত্রছাত্রীদের পড়ানোর দায়িত্ব দেওয়া হয়েছে ৷ পশ্চিমবঙ্গ সরকার সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিকে পুরোপুরি বন্ধ করার পরিকল্পনা করছে ৷"

আরও পড়ুন: অন্তত 30 জন অযোগ্যকে চাকরি পাইয়ে দিয়েছিলেন শান্তনু ! দাবি ইডির

Last Updated : Mar 16, 2023, 2:25 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.