বাঁকুড়া, 9 নভেম্বর : স্নাতকোত্তর স্তরে ভরতির আবেদনপত্র জমা দেওয়ার সময়সীমা বাড়ানোর পাশাপাশি বেশকিছু দাবিতে বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এদিন বাঁকুড়া জেলাশাসকের হস্তক্ষেপ দাবি করে অবস্থান বিক্ষোভ করল । জেলাশাসকের দপ্তরের সামনে তারা বিক্ষোভ দেখায় ।
গত 31 অক্টোবর স্নাতক স্তরের ফাইনাল ফল প্রকাশিত হয় বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের 24 ডিগ্রি কলেজের ছাত্র-ছাত্রীদের। অথচ ফাইনাল সেমেস্টার উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের অনেকেই রয়েছে যাদের দ্বিতীয় ও চতুর্থ সেমেস্টার এ এক বা একাধিক পেপারে সাপ্লি রয়েছে।
বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বলা হয়েছিল, ষষ্ঠ সেমেস্টারে দ্বিতীয় ও চতুর্থ সেমেস্টারের শাপলা ছাত্রছাত্রীরা একইসঙ্গে দুটি পরীক্ষা দিতে পারবে । অথচ সেই কথা অনুযায়ী কাজ হয়নি অর্থাৎ শুধুমাত্র ষষ্ঠ সেমিস্টারের পরীক্ষা নেওয়া হয়েছিল। যার ফলে এই সমস্ত ছাত্র-ছাত্রী স্নাতকোত্তর স্তরে ভরতি হতে পারছে না। পাশাপাশি প্রথম, তৃতীয়, পঞ্চম সেমেস্টারের রিভিউ রেজাল্ট এখনও পর্যন্ত প্রকাশ করতে পারেনি বিশ্ববিদ্যালয়, এমনটাই অভিযোগ ছাত্র-ছাত্রীদের।
এদিকে 10 নভেম্বর বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর স্তরের আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ বলে ধার্য করা হয়েছে। এই অবস্থায় প্রায় এক হাজার ছাত্রছাত্রীর একটি শিক্ষাবর্ষ নষ্ট হবে বলে আশঙ্কা। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনও রকম কথা বলতে চাইছেন না বলে অভিযোগ করে তারা। এই নিয়ে বাঁকুড়ার জেলাশাসকের হস্তক্ষেপ দাবি করে জেলাশাসকের দপ্তরে সামনে দীর্ঘক্ষণ অবস্থান-বিক্ষোভ করে ছাত্র ছাত্রীরা। জেলাশাসক দপ্তরে না থাকায় তিনি একজন প্রতিনিধিকে পাঠান । পরে জেলাশাসক প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন বলে জেলাশাসকেরর দপ্তর সূত্রে জানা গেছে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাঁকে ফোনে পাওয়া যায়নি।