ছাতনা, 5 এপ্রিল: রেশন ডিলারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে বিক্ষোভ দেখালেন বাঁকুড়ার ছাতনার বাসিন্দারা ।
আজ ছাতনা থানার ঘোলগড়া গ্রামে রেশনে দুর্নীতির অভিযোগে প্রতিবাদে সামিল হয় কয়েকশো মানুষ । এর আগেও বাঁকুড়ার রাজগ্রামে একই অভিযোগে বিক্ষোভ দেখান রেশন গ্রাহকরা । আর আজ ছাতনা ব্লকের তেঘরি গ্রাম পঞ্চায়েতের ঘোলগড়া গ্রামে রেশনে কম জিনিস দেওয়া এবং রেশন সামগ্রী খোলা বাজারে বেশি দামে বেচে দেওয়ার অভিযোগ তোলেন গ্রামবাসীরা । এরপর ওই রেশন ডিলারকে দীর্ঘক্ষণ ধরে ঘেরাও করে রাখা হয় ।
জমায়েত হটাতে ঘটনাস্থানে আসে ছাতনা থানার পুলিশ। তাদের ঘিরেও বিক্ষোভ দেখানো হয় । গ্রামবাসীদের অভিযোগ, রেশন ডিলার গোপালচন্দ্র দত্ত পরিমাণে কম সামগ্রী দিচ্ছেন । এমনকী রেশন সামগ্রী চড়াদামে খোলাবাজারে বিক্রি করছেন তিনি । এ বিষয়ে স্থানীয় পঞ্চায়েত সদস্য প্রসেনজিৎ মণ্ডলের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন বাসিন্দারা ।
আজ ঘণ্টাদুয়েক রেশন ডিলারকে আটকে রাখা হয় । পরে ছাতনা থানার পুলিশ গিয়ে বিষয়টি কর্তৃপক্ষের কাছে জানাবে বলে আশ্বাস দিলে বিক্ষোভ ওঠে ।