ETV Bharat / state

প্রধানমন্ত্রীর গরিব কল্যাণ যোজনার চাল নিয়ে বাঁকুড়ায় তুঙ্গে রাজনীতি - প্রধানমন্ত্রীর গরিব কল্যাণ যোজনার চাল নিয়ে রাজনীতি বাঁকুড়াতে

লকডাউনে বিনামূল্যে বিলির জন্য বিভিন্ন জেলায় পৌঁছেছে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার চাল । আর তা নিয়ে ইতিমধ্যেই তুঙ্গে বাঁকুড়ার রাজনীতি । চাল নিম্নমানের বলে অভিযোগ তৃণমূলের । অভিযোগ অস্বীকার BJP সাংসদ সুভাষ সরকারের । তিনি জানান, কেন্দ্রে পাঠানো চাল ভালো ।

Bankura
বাঁকুড়া
author img

By

Published : May 5, 2020, 10:39 AM IST

বিষ্ণুপুর, 5 মে : প্রথমে তৃণমূলের অভিযোগ । অভিযোগ অস্বীকার BJP-র । পাশাপাশি পালটা অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে । বাঁকুড়ায় প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার চাল নিয়ে শুরু রাজনীতি ।

প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার চাল তুলে দেওয়া হয়েছে রাজ্য সরকারের হাতে । সেই চাল বিলিও শুরু হয়েছে বাকুঁড়ায় । কিন্তু তৃণমূলের অভিযোগ, কেন্দ্রের পাঠানো চাল নিম্নমানের । এই চাল মানুষ খেলে অসুস্থ হয়ে পড়বে । তৃণমূলের তরফে এই অভিযোগ পাওয়ার পর গতকাল বেশ কয়েকটি রেশন দোকান পরিদর্শন করেন সাংসদ সুভাষ সরকার । এরপরই তিনি তৃণমূল অভিযোগ অস্বীকার করে জানান, কেন্দ্রের পাঠানো চালের গুনগত মান যথেষ্ট ভালো । পাশাপাশি সুভাষ সরকার বলেন, "নির্দিষ্ট কোনও জায়গায় যদি খারাপ চাল পাওয়া যায়, সেবিষয়ে জানানো হলে তা বদলের ব্যবস্থা করব ।"

সুভাষ সরকারের প্রতিশ্রুতির পর রায়পুর থানার নতুনগড় গ্রামের রেশন দোকানে কেন্দ্রের পাঠানো চাল নিম্নমানে বলে অভিযোগ করেন বাঁকুড়া জেলা পরিষদের মেন্টর অরূপ চক্রবর্তী । এরপরেই তিনি সুভাষ সরকারের কাছে প্রতিশ্রুতিমতো এই খারাপ চাল বদলের ব্যবস্থা করার অনুরোধ জানান । শুধু তাই নয়, নতুনগড় গ্রামের রেশন দোকানে কেন্দ্রের পাঠানো চাল নিম্নমানের সেকথা লিখিতভাবেও জেলাশাসককে জানিয়েছেন অরূপ চক্রবর্তী ।

অন্যদিকে পালটা অভিযোগ করেছেন সুভাষ সরকারও । তাঁর অভিযোগ, কেন্দ্রের পাঠানোর চাল বদলে তৃণমূলের তরফে খারাপ চাল পাঠানো হচ্ছে । আর এই সবকিছুই করা হচ্ছে শুধুমাত্র রাজনীতি করার জন্য ।

বিষ্ণুপুর, 5 মে : প্রথমে তৃণমূলের অভিযোগ । অভিযোগ অস্বীকার BJP-র । পাশাপাশি পালটা অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে । বাঁকুড়ায় প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার চাল নিয়ে শুরু রাজনীতি ।

প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার চাল তুলে দেওয়া হয়েছে রাজ্য সরকারের হাতে । সেই চাল বিলিও শুরু হয়েছে বাকুঁড়ায় । কিন্তু তৃণমূলের অভিযোগ, কেন্দ্রের পাঠানো চাল নিম্নমানের । এই চাল মানুষ খেলে অসুস্থ হয়ে পড়বে । তৃণমূলের তরফে এই অভিযোগ পাওয়ার পর গতকাল বেশ কয়েকটি রেশন দোকান পরিদর্শন করেন সাংসদ সুভাষ সরকার । এরপরই তিনি তৃণমূল অভিযোগ অস্বীকার করে জানান, কেন্দ্রের পাঠানো চালের গুনগত মান যথেষ্ট ভালো । পাশাপাশি সুভাষ সরকার বলেন, "নির্দিষ্ট কোনও জায়গায় যদি খারাপ চাল পাওয়া যায়, সেবিষয়ে জানানো হলে তা বদলের ব্যবস্থা করব ।"

সুভাষ সরকারের প্রতিশ্রুতির পর রায়পুর থানার নতুনগড় গ্রামের রেশন দোকানে কেন্দ্রের পাঠানো চাল নিম্নমানে বলে অভিযোগ করেন বাঁকুড়া জেলা পরিষদের মেন্টর অরূপ চক্রবর্তী । এরপরেই তিনি সুভাষ সরকারের কাছে প্রতিশ্রুতিমতো এই খারাপ চাল বদলের ব্যবস্থা করার অনুরোধ জানান । শুধু তাই নয়, নতুনগড় গ্রামের রেশন দোকানে কেন্দ্রের পাঠানো চাল নিম্নমানের সেকথা লিখিতভাবেও জেলাশাসককে জানিয়েছেন অরূপ চক্রবর্তী ।

অন্যদিকে পালটা অভিযোগ করেছেন সুভাষ সরকারও । তাঁর অভিযোগ, কেন্দ্রের পাঠানোর চাল বদলে তৃণমূলের তরফে খারাপ চাল পাঠানো হচ্ছে । আর এই সবকিছুই করা হচ্ছে শুধুমাত্র রাজনীতি করার জন্য ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.