বিষ্ণুপুর, 2 জুন : প্রায় একমাস আগে থেকে পঙ্গপালরা বিরাট সংখ্যায় ভারতে ঢুকতে শুরু করেছে । এক একটি ঝাঁকে রয়েছে ১ থেকে ১.৫ মিলিয়ন পঙ্গপাল । এই খবর ছড়িয়ে পড়ার পর থেকেই আতঙ্ক তৈরি হয়েছে মানুষের মনে । সেই আতঙ্ক থেকেই এক ধরনের পতঙ্গের ঝাঁককে দেখে পঙ্গপাল ভেবে চাঞ্চল্য তৈরি হয় বিষ্ণুপুরে । পরে বিশেষজ্ঞদের তরফে প্রাথমিকভাবে জানানো হয়, ওই পতঙ্গগুলি গঙ্গা ফড়িং । পাশাপাশি পতঙ্গগুলির নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্যও পাঠায় প্রশাসন ।
আজ বিষ্ণুপুরের বিভিন্ন শাল জঙ্গলে প্রচুর পরিমাণে এক ধরনের পতঙ্গের ঝাঁক দেখা যায় । বাঁকুড়া শহরের শাল জঙ্গলেও দেখা মেলে এই পতঙ্গের । সেগুলিকেই পঙ্গপাল ভেবে আতঙ্কিত হয়ে পড়ে মানুষ । প্রশাসন খবর পেয়ে বিষয়টি খতিয়ে দেখে । তারপর জানানো হয়, ওই পতঙ্গগুলি পঙ্গপাল নয় । ওইগুলি গঙ্গা ফড়িং । তবে, পতঙ্গগুলিকে গঙ্গা ফড়িং হিসেবে চিহ্নিত করা হলেও তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠায় প্রশাসন । পাশাপাশি শাল জঙ্গলগুলিতে কীটনাশক প্রয়োগ করা হয় ।
বিশেষজ্ঞদের মতে, সাধারণত 6 হাজার 800 প্রজাতির ঘাস ফড়িংয়ের মধ্যে মাত্র 19 টি প্রজাতি পঙ্গপাল হিসেবে চিহ্নিত করা হয় । বিষ্ণপুরের এই পতঙ্গগুলি সেই 19 টি প্রজাতির মধ্যে পড়ছে না । এগুলি স্পটেড কফি গ্রাসহপার বলেই মনে করছেন বিশেষজ্ঞরা । এরা গাছের সবুজ অংশের ক্ষতি করলেও পঙ্গপালের মতো মারাত্মক ক্ষতিকারক নয় ।