ETV Bharat / state

বাঁকুড়ায় স্বচ্ছতা অভিযানে NCC

NCC আধিকারিক অরুণাভ ব্যানার্জি বলেন, "দেশ গঠনে NCC-র ভূমিকা অপরিসীম ।"

বাঁকুড়ায় স্বচ্ছতা অভিযানে NCC
author img

By

Published : Aug 24, 2019, 12:35 PM IST

বাঁকুড়া, 24 অগাস্ট : জেলা প্রশাসনের পর এবার স্বচ্ছতা অভিযানে নামল NCC । আজ সকালে বাঁকুড়া নতুনচটি সংলগ্ন এলাকার বাজারে স্বচ্ছতা অভিযানে নামে NCC-র প্রায় 100 ক্যাডেট । জেলা পরিষদের সভাধিপতি সহ অন্যারা এই অভিযানে উপস্থিত ছিলেন ।

NCC আধিকারিক অরুণাভ ব্যানার্জি বলেন, "দেশ গঠনে NCC-র ভূমিকা অপরিসীম । সাধারণ মানুষের মধ্যে ধারণা রয়েছে NCC শুধুমাত্র বাহিনীতে যোগদানের জন্য ক্যাডেট তৈরি করে । এই ধারণা ঠিক নয় । NCC স্বচ্ছ সমাজ তৈরিতেও ভূমিকা নেয় । দেশের বিভিন্ন মহল থেকে শুরু করে প্রাকৃতিক বিপর্যয় সবক্ষেত্রেই NCC-র একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে । সেই কারণেই বাঁকুড়া জেলাজুড়ে NCC এভাবেই স্বচ্ছতা অভিযানকে আরও বেশি সফল করার উদ্দেশ্যে এগিয়ে এসেছে ।"

বাঁকুড়া, 24 অগাস্ট : জেলা প্রশাসনের পর এবার স্বচ্ছতা অভিযানে নামল NCC । আজ সকালে বাঁকুড়া নতুনচটি সংলগ্ন এলাকার বাজারে স্বচ্ছতা অভিযানে নামে NCC-র প্রায় 100 ক্যাডেট । জেলা পরিষদের সভাধিপতি সহ অন্যারা এই অভিযানে উপস্থিত ছিলেন ।

NCC আধিকারিক অরুণাভ ব্যানার্জি বলেন, "দেশ গঠনে NCC-র ভূমিকা অপরিসীম । সাধারণ মানুষের মধ্যে ধারণা রয়েছে NCC শুধুমাত্র বাহিনীতে যোগদানের জন্য ক্যাডেট তৈরি করে । এই ধারণা ঠিক নয় । NCC স্বচ্ছ সমাজ তৈরিতেও ভূমিকা নেয় । দেশের বিভিন্ন মহল থেকে শুরু করে প্রাকৃতিক বিপর্যয় সবক্ষেত্রেই NCC-র একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে । সেই কারণেই বাঁকুড়া জেলাজুড়ে NCC এভাবেই স্বচ্ছতা অভিযানকে আরও বেশি সফল করার উদ্দেশ্যে এগিয়ে এসেছে ।"

Intro:জেলা প্রশাসনের পর এবার এনসিসি নামল স্বচ্ছতা অভিযানে বাঁকুড়ায়।


Body: যেখানে সমাজ ও দেশ গঠনে আইসিটির ভূমিকা সকলে প্রায় ভুলতে বসেছে, সেখানে আবার নতুন করে এনসিসি ভূমিকাকে মনে করিয়ে দিল বাঁকুড়ার এনসিসি ক্যাডেট রা।
এদিন সকালে বাঁকুড়া শহরের নতুন চটি সংলগ্ন এলাকার বাজারে স্বচ্ছতা অভিযানে নামে এন সি সির প্রায় 100 ক্যাডেট। এই অভিযানে উপস্থিত ছিলেন জেলাশাসক বাঁকুড়া জেলার জেলা পরিষদের সভাধিপতি সমেত অন্যান্য আধিকারিকরা।
এনসিসি আধিকারিক অরুণাভ ও ব্যানার্জি বলেন এনসিসি ভূমিকা দেশ গঠনে অপরিসীম। যদিও সাধারণ মানুষের মধ্যে ধারণা রয়েছে এনসিসি শুধুমাত্র বাহিনীতে যোগদানের জন্য ক্যাডেট তৈরি করে তা ঠিক নয়।
আসলে এনসিসি যে একটি স্বচ্ছ সমাজ তৈরিতে ও তাদের ভূমিকা পালন করে তা অনেকেই জানেন না। দেশের বিভিন্ন মহল থেকে শুরু করে প্রাকৃতিক বিপর্যয় সবক্ষেত্রেই এনসিসি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
তাই স্বচ্ছতা অভিযানে যখন সবাই নিজের মত করে কাজ করছে তখন এনসিসি র নিজের ভূমিকা নিজের মত করে পালন করা উচিত। সেই কারণেই বাঁকুড়া জেলা জুড়ে বিভিন্ন জায়গায় এনসিসি এভাবেই স্বচ্ছতা অভিযান কে আরো বেশি সফল করার উদ্দেশ্যে এগিয়ে এসেছে।


Conclusion:বাইট: ডক্টর উমাশঙ্কর এস জেলাশাসক বাঁকুড়া
বাইট: অরুণাভ ও ব্যানার্জি এনসিসি আধিকারিক বাঁকুড়া
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.