ETV Bharat / state

বাঁকুড়ার সেফ হোম থেকে বাড়ি ফিরলেন করোনা জয়ী মা-ছেলে - Bankura Safe Home

রবিবার তাঁদের পৌরসভার অ্যাম্বুল্যান্সে করে বাড়িতে ফিরিয়ে দেওয়া হয় । তার আগে তাঁদের সম্বর্ধনা জানানো হয় পৌরসভার পক্ষ থেকে ।

বাঁকুড়ার সেফ হোম থেকে বাড়ি ফিরলেন করোনা জয়ী মা-ছেলে
বাঁকুড়ার সেফ হোম থেকে বাড়ি ফিরলেন করোনা জয়ী মা-ছেলে
author img

By

Published : May 30, 2021, 3:03 PM IST

বাঁকুড়া, 30 মে : করোনা আক্রান্তের গ্রাফ ক্রমশ ঊর্ধ্বমুখী বাঁকুড়ায় ৷ পাল্লা দিয়ে বাড়ছে করোনায় মৃতের সংখ্যাও । তবে আশার কথা, সুস্থ হয়ে বাড়ি ফিরে যাওয়ার সংখ্যাও বাড়ছে । বাঁকুড়া পৌরসভার সেফ হোম থেকে ছাড়া পেলেন দু’জন করোনা আক্রান্ত ৷

আজ, রবিবার তাঁদের পৌরসভার অ্যাম্বুল্যান্সে করে বাড়িতে ফিরিয়ে দেওয়া হয় । তার আগে তাঁদের সম্বর্ধনা জানানো হয় পৌরসভার পক্ষ থেকে । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর প্রশাসক মণ্ডলীর সদস্য দিলীপ আগরওয়াল, কোভিড যোদ্ধা, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা ।

পৌরসভার উদ্যোগে বাঁকুড়া স্টেডিয়ামে 25 জন করোনা আক্রান্তের থাকার ব্যবস্থা করা হয়েছে । এখনও পর্যন্ত মোট 20 জন রোগী ভর্তি হয়েছিলেন । তার মধ্যে গত 23 তারিখ একজন করোনা আক্রান্ত রোগী বাড়িতে হোম কোয়ারেন্টাইনে যেতে ইচ্ছে প্রকাশ করেন । তিনজন করোনা আক্রান্তের অক্সিজেন লেভেল কম হওয়ায় তাঁদেরকে ওন্দা কোভিড হাসপাতালে স্থানান্তরিত করা হয় ।

আরও দু’জন করোনা আক্রান্ত মা ও ছেলের রিপোর্ট নেগেটিভ আসায় আজ তাঁদেরকে সেফ হোম থেকে ছেড়ে দেওয়া হল । এখন পৌরসভার সেফ হোমে মোট 14 জন করোনা আক্রান্তের চিকিৎসা চলছে । আগামিদিনে রাজ্য পৌর নিয়ামক দফতর এবং স্বাস্থ্য দফতরের অনুমতি পেলে শয্যা সংখ্যা বাড়ানো হবে বলেই দাবি করেছে পৌর কর্তৃপক্ষ । চিকিৎসকদের ভালো ব্যবহার, চিকিৎসা, খাবারের সুবন্দোবস্ত পেয়ে খুশি রোগীরাও ।

গত 24 ঘন্টায় বাঁকুড়া জেলায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন 432 জন । স্বাস্থ্য দফতরের কোভিড বুলেটিন অনুযায়ী, বাঁকুড়া জেলায় করোনা আক্রান্তের মোট সংখ্যা 28841 জন । যার মধ্যে সংক্রমণ কাটিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন 25484 জন করোনা রোগী । গতকাল এক দিনে মোট 516 জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন । এখনও বাঁকুড়ার বিভিন্ন হাসপাতাল, নার্সিংহোম, সেফ হোম, কোয়ারেন্টাইন সেন্টারে মোট 3142 জন করোনা আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছেন । এখনও পর্যন্ত বাঁকুড়ায় মোট 215 জন করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ৷ গতকাল একদিনে মৃত্যুর সংখ্যা পাঁচ ।

বাঁকুড়ার সেফ হোম থেকে বাড়ি ফিরলেন করোনা জয়ী মা-ছেলে

এদিকে জেলা স্বাস্থ্য দফতরের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে লকডাউন উপেক্ষা করে মানুষের যত্রতত্র ঘুরে বেড়ানোর ছবি । তার সঙ্গে ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্তের সংখ্যা বেড়ে চলায়, তাও মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে । এ পর্যন্ত বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি থাকা মোট 7 জনের শরীরে মিউকরমাইকোসিস সংক্রমণের হদিস মিলেছে । তবে তাঁরা সকলে বাঁকুড়ার বাসিন্দা নন ৷ ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্তদের দু'জন পুরুলিয়ার, একজন ঝাড়গ্রামের, একজন পূর্ব বর্ধমান ও একজন পশ্চিম বর্ধমানের বাসিন্দা । সবমিলিয়ে করোনার পাশাপাশি ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণের থাবা যেভাবে চওড়া হচ্ছে বাঁকুড়া জেলাজুড়ে, তাতে চিন্তার ভাঁজ বাড়ছে স্বাস্থ্য দফতরের কর্তাদের কপালে ।

আরও পড়ুন : বাতাসে দ্রুত ছড়ায়, করোনার নতুন স্ট্রেন ভিয়েতনামে

বাঁকুড়া, 30 মে : করোনা আক্রান্তের গ্রাফ ক্রমশ ঊর্ধ্বমুখী বাঁকুড়ায় ৷ পাল্লা দিয়ে বাড়ছে করোনায় মৃতের সংখ্যাও । তবে আশার কথা, সুস্থ হয়ে বাড়ি ফিরে যাওয়ার সংখ্যাও বাড়ছে । বাঁকুড়া পৌরসভার সেফ হোম থেকে ছাড়া পেলেন দু’জন করোনা আক্রান্ত ৷

আজ, রবিবার তাঁদের পৌরসভার অ্যাম্বুল্যান্সে করে বাড়িতে ফিরিয়ে দেওয়া হয় । তার আগে তাঁদের সম্বর্ধনা জানানো হয় পৌরসভার পক্ষ থেকে । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর প্রশাসক মণ্ডলীর সদস্য দিলীপ আগরওয়াল, কোভিড যোদ্ধা, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা ।

পৌরসভার উদ্যোগে বাঁকুড়া স্টেডিয়ামে 25 জন করোনা আক্রান্তের থাকার ব্যবস্থা করা হয়েছে । এখনও পর্যন্ত মোট 20 জন রোগী ভর্তি হয়েছিলেন । তার মধ্যে গত 23 তারিখ একজন করোনা আক্রান্ত রোগী বাড়িতে হোম কোয়ারেন্টাইনে যেতে ইচ্ছে প্রকাশ করেন । তিনজন করোনা আক্রান্তের অক্সিজেন লেভেল কম হওয়ায় তাঁদেরকে ওন্দা কোভিড হাসপাতালে স্থানান্তরিত করা হয় ।

আরও দু’জন করোনা আক্রান্ত মা ও ছেলের রিপোর্ট নেগেটিভ আসায় আজ তাঁদেরকে সেফ হোম থেকে ছেড়ে দেওয়া হল । এখন পৌরসভার সেফ হোমে মোট 14 জন করোনা আক্রান্তের চিকিৎসা চলছে । আগামিদিনে রাজ্য পৌর নিয়ামক দফতর এবং স্বাস্থ্য দফতরের অনুমতি পেলে শয্যা সংখ্যা বাড়ানো হবে বলেই দাবি করেছে পৌর কর্তৃপক্ষ । চিকিৎসকদের ভালো ব্যবহার, চিকিৎসা, খাবারের সুবন্দোবস্ত পেয়ে খুশি রোগীরাও ।

গত 24 ঘন্টায় বাঁকুড়া জেলায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন 432 জন । স্বাস্থ্য দফতরের কোভিড বুলেটিন অনুযায়ী, বাঁকুড়া জেলায় করোনা আক্রান্তের মোট সংখ্যা 28841 জন । যার মধ্যে সংক্রমণ কাটিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন 25484 জন করোনা রোগী । গতকাল এক দিনে মোট 516 জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন । এখনও বাঁকুড়ার বিভিন্ন হাসপাতাল, নার্সিংহোম, সেফ হোম, কোয়ারেন্টাইন সেন্টারে মোট 3142 জন করোনা আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছেন । এখনও পর্যন্ত বাঁকুড়ায় মোট 215 জন করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ৷ গতকাল একদিনে মৃত্যুর সংখ্যা পাঁচ ।

বাঁকুড়ার সেফ হোম থেকে বাড়ি ফিরলেন করোনা জয়ী মা-ছেলে

এদিকে জেলা স্বাস্থ্য দফতরের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে লকডাউন উপেক্ষা করে মানুষের যত্রতত্র ঘুরে বেড়ানোর ছবি । তার সঙ্গে ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্তের সংখ্যা বেড়ে চলায়, তাও মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে । এ পর্যন্ত বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি থাকা মোট 7 জনের শরীরে মিউকরমাইকোসিস সংক্রমণের হদিস মিলেছে । তবে তাঁরা সকলে বাঁকুড়ার বাসিন্দা নন ৷ ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্তদের দু'জন পুরুলিয়ার, একজন ঝাড়গ্রামের, একজন পূর্ব বর্ধমান ও একজন পশ্চিম বর্ধমানের বাসিন্দা । সবমিলিয়ে করোনার পাশাপাশি ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণের থাবা যেভাবে চওড়া হচ্ছে বাঁকুড়া জেলাজুড়ে, তাতে চিন্তার ভাঁজ বাড়ছে স্বাস্থ্য দফতরের কর্তাদের কপালে ।

আরও পড়ুন : বাতাসে দ্রুত ছড়ায়, করোনার নতুন স্ট্রেন ভিয়েতনামে

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.