বাঁকুড়া, 10 এপ্রিল : আগুনে ভস্মীভূত বড়জোড়ার বাজার পরিদর্শন করলেন মন্ত্রী শ্যামল সাঁতরা । সঙ্গে ছিলেন জেলা শাসক ও জেলার প্রশাসনিক আধিকারিকরা । পরিদর্শনের পর সরকারিভাবে সাহায্যের আশ্বাস দিলেন মন্ত্রী । প্রাথমিক পর্যায়ে সাহায্য করবেন জানালেন জেলা শাসক এস অরুণ প্রসাদও ।
গতকাল বিকেলে বড়জোড়ার যাত্রী প্রতীক্ষালয়ের ঠিক পিছনে আগুন দেখতে পেয়েছিলেন স্থানীয় বাসিন্দারা । এরপর কয়েক মিনিটের মধ্যে দাবানলের মত আগুন ছড়িয়ে পড়েছিল গোটা বাজারে । আগুনের ফলে 50 টিরও বেশি দোকান পুড়ে যায় । বড়জোড়া চেম্বার অব কমার্সের আবার দাবি, এখানে 300 টি স্টল ছিল । ফলে ক্ষতির পরিমাণ বিরাট । দোকান মালিকদের কথায়, কয়েক লাখ টাকার সামগ্রী নষ্ট হয়েছে গতকাল ।
এবার একদিকে লকডাউনে সব বন্ধ থাকায় ক্ষতির মুখে ব্যবসা । তারউপর এই ঘটনায় এবার মাথায় হাত ব্য়বসায়ীদের । কীভাবে এতটা ক্ষতি পূরণ হবে, কীভাবেই বা রুজি-রোজগার হবে । এই সব প্রশ্ন নিয়েই জেলা প্রশাসনের দ্বারস্থ হয় ব্যবসায়ীরা । জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে, উপযুক্ত প্রমাণ দিয়ে ব্লক আধিকারিকের কাছে সাহায্যের জন্য আবেদন করতে পারে তারা । আবেদন খতিয়ে দেখে প্রাথমিকভাবে কিছু সাহায্য করা হবে ।
এদিকে বাজার পরিদর্শন শেষে শ্যামল সাঁতরা বলেন, "আমরা বড়জোড়া বাজার কমিটিকে বলেছি সমস্ত ব্যবসায়ীদের একটি তালিকা তৈরি করতে । যারা ষোলো আনা এই জায়গাটিতে বাজার বসিয়ে ব্যবসা করত তাদের একটা তালিকা তৈরি করতে । তালিকা হাতে পেলেই আমরা দলগতভাবে সাহায্যের চেষ্টা করব । অন্যদিকে, সরকারের তরফেও যথাসম্ভব চেষ্টা করা হবে ক্ষতিগ্রস্তদের সাহায্য করার ।"