ETV Bharat / state

গ্রাম থেকে 4 কিমি দূরে ভোটকেন্দ্র, ভোট দিতে নারাজ গ্রামবাসী - vote boycott

গোবিন্দপুর গ্রামের একটা বড় অংশ এইবার ভোট দেবে না বলে জানিয়েছে। তাদের দাবি কাছাকাছি ভোটকেন্দ্রের।

voters
author img

By

Published : Mar 29, 2019, 3:15 PM IST

Updated : Mar 29, 2019, 3:32 PM IST

শালতোড়া ( বাঁকুড়া), 29 মার্চ : বাঁকুড়া শালতোড়া থানার গোবিন্দপুর গ্রামে প্রায় তিনশ থেকে সাড়ে তিনশটি পরিবারের বসবাস। ভোটারের সংখ্যাও কম হবে না। কিন্তু গ্রামবাসীদের একটা বড় অংশ এইবার ভোট দেবে না বলে জানিয়েছে।

গ্রামবাসীদের অভিযোগ, মাত্র 50 মিটার দূরে মাজিদ গ্রামে বুথ থাকা সত্ত্বেও এই গ্রামের কোনও বাসিন্দার নাম সেই বুথে নথিভুক্ত করা হয়নি। গ্রাম থেকে প্রায় 4 কিমি দূরে সিঙ্গির গ্রামের একটি ICDS সেন্টারে তাঁদের ভোটগ্রহণ কেন্দ্র করা হয়েছে। কিন্তু এই গরমের দিনে এতদূরে গিয়ে ভোট দেওয়া বয়স্ক ও মহিলাদের জন্য খুব কষ্টকর। তাই গ্রামের একাংশ জানিয়েছে, তারা সিঙ্গির গিয়ে ভোট দিতে পারবেন না। কিন্তু পাশের গ্রাম মাজিদে যদি ভোটকেন্দ্র হয় তাহলে তাঁরা ভোট দিতে যাবেন।

দেখুন ভিডিয়ো

এই বিষয়ে জেলা নির্বাচন আধিকারিক তথা বাঁকুড়া জেলাশাসক উমাশংকর এস বলেন, "এই বিষয়টি আমাদের নজরে এসেছে এবং বিষয়টি নিয়ে ইতিমধ্যেই ব্লক আধিকারিক ও থানার আধিকারিককে একটি রিপোর্টও পাঠিয়েছি। গোবিন্দপুর গ্রামের 2-3 কিমির মধ্যে একটি বুথের ব্যবস্থা করা হয়েছে। কিন্তু ওঁরা চাইছেন গোবিন্দপুরে ভোটকেন্দ্রের ব্যবস্থা করা হোক।"

শালতোড়া ( বাঁকুড়া), 29 মার্চ : বাঁকুড়া শালতোড়া থানার গোবিন্দপুর গ্রামে প্রায় তিনশ থেকে সাড়ে তিনশটি পরিবারের বসবাস। ভোটারের সংখ্যাও কম হবে না। কিন্তু গ্রামবাসীদের একটা বড় অংশ এইবার ভোট দেবে না বলে জানিয়েছে।

গ্রামবাসীদের অভিযোগ, মাত্র 50 মিটার দূরে মাজিদ গ্রামে বুথ থাকা সত্ত্বেও এই গ্রামের কোনও বাসিন্দার নাম সেই বুথে নথিভুক্ত করা হয়নি। গ্রাম থেকে প্রায় 4 কিমি দূরে সিঙ্গির গ্রামের একটি ICDS সেন্টারে তাঁদের ভোটগ্রহণ কেন্দ্র করা হয়েছে। কিন্তু এই গরমের দিনে এতদূরে গিয়ে ভোট দেওয়া বয়স্ক ও মহিলাদের জন্য খুব কষ্টকর। তাই গ্রামের একাংশ জানিয়েছে, তারা সিঙ্গির গিয়ে ভোট দিতে পারবেন না। কিন্তু পাশের গ্রাম মাজিদে যদি ভোটকেন্দ্র হয় তাহলে তাঁরা ভোট দিতে যাবেন।

দেখুন ভিডিয়ো

এই বিষয়ে জেলা নির্বাচন আধিকারিক তথা বাঁকুড়া জেলাশাসক উমাশংকর এস বলেন, "এই বিষয়টি আমাদের নজরে এসেছে এবং বিষয়টি নিয়ে ইতিমধ্যেই ব্লক আধিকারিক ও থানার আধিকারিককে একটি রিপোর্টও পাঠিয়েছি। গোবিন্দপুর গ্রামের 2-3 কিমির মধ্যে একটি বুথের ব্যবস্থা করা হয়েছে। কিন্তু ওঁরা চাইছেন গোবিন্দপুরে ভোটকেন্দ্রের ব্যবস্থা করা হোক।"

Last Updated : Mar 29, 2019, 3:32 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.