বাঁকুড়া , 14 মে : পশ্চিম মেদিনীপুরের গড়বেতা থেকে পায়ে হেঁটে বিহারের উদ্দেশে বেরিয়েছিলেন বিহারের 16 জন শ্রমিক ৷ তাঁদের বাঁকুড়ার ওন্দা স্টেশনে আটকে GRP-র তরফে খবর দেওয়া ওন্দা পুলিশ স্টেশনে ৷ কিন্তু দীর্ঘক্ষণ কেটে গেলেও ওন্দা পুলিশের তরফ থেকে নিয়ে যাওয়ার কোনও ব্যবস্থা করা হয়নি ৷ এরপর জেলা প্রশাসনের হস্তক্ষেপে সমস্যা মেটে ৷ দীর্ঘ টালবাহানার পর গড়বেতা থেকে বিহারগামী ওই 16 জনের একটি পরিযায়ী শ্রমিকের দলকে জেলা প্রশাসনের হাতে তুলে দেয় ওন্দা থানার পুলিশ ।
আজ বাঁকুড়ার ওন্দা রেল স্টেশন লাগোয়া এলাকায় বেশ কয়েকজন মানুষকে একত্রিত দেখে রেল পুলিশের তরফে তাদের জিজ্ঞাসাবাদ করা হয় । এরপর GRP-কে খবর দেওয়া হয় । GRP কর্মীরা এসে তাদের আটক করে । জানা যায়, 16 জন পরিযায়ী শ্রমিক পশ্চিম মেদিনীপুরের গড়বেতা থানার চমকাইতলা থেকে পায়ে হেঁটে বিহারের বেগুসরাইয়ের উদ্দেশে যাচ্ছিলেন । তারা চমকাইতলায় একটি হিমঘরে আলু তোলার কাজ করতে এসেছিল । কিন্তু দেশজুড়ে লকডাউনের কারণে আলু তোলার কাজ শেষ হলেও নিজের রাজ্যে ফিরে যেতে পারেনি কেউ ।
আজ রেল পুলিশের তরফে এই সমস্ত পরিযায়ী শ্রমিকদের খাবারের ব্যবস্থা করা হয় ওন্দাতে । সকাল 10 টা থেকে এই 16 জন শ্রমিককে ওন্দা থানার হাতে তুলে দেওয়ার চেষ্টা করে GRP। দীর্ঘ গড়িমসির আজ বিকেল নাগাদ জেলা প্রশাসনের হস্তক্ষেপে এই সমস্ত শ্রমিকদের ব্যবস্থা করা হয় । এ বিষয় সম্পর্কে জেলা পুলিশ সুপার কোটেশ্বর রাওয়ের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কোনও উত্তর দেননি । অবশেষে বিষয়টি জেলাশাসকের নজরে আনা হলে তিনি হস্তক্ষেপ করেন ৷ এবং জানান আপাতত এইসব শ্রমিকদের কোয়ারানটিনে রাখা হয়েছে ৷