বাঁকুড়া , 24 এপ্রিল : বাঁকুড়ায় জুভেনাইল জাস্টিস বোর্ডের শুনানি অনলাইনে চালু করার সিদ্ধান্ত নেওয়া হল ৷ এর আগে 15 এপ্রিল বাঁকুড়া আদালতে অনলাইনে শুনানি শুরু হয়েছিল ৷ আর আজ বাঁকুড়ার সার্কিট হাউসে জেলাশাসক এস অরুণ কুমার, পুলিশ সুপার কোটেশ্বর রাও , বাঁকুড়ার জেলা জজ অপূর্ব সিনহা রায় এবং অন্য আধিকারিকরা একটি বৈঠক করেন । তারপরই এই সিদ্ধান্তের কথা ঘোষণা করা হয় ।
তিনি বলেন, রাজ্যে এই প্রথম কোনও জেলায় জুভেনাইল জাস্টিস বোর্ডের শুনানি অনলাইনে শুরু করা হল । বর্তমান লকডাউনে যাতে বিচারপ্রার্থীরা কোনওরকম সমস্যার মধ্যে না পড়ে তার জন্য ইতিমধ্যেই অনলাইনে শুনানি শুরু হয়েছে আদালতগুলিতে ৷
তবে এর জন্য বাঁকুড়া জেলায় তিনটি চাইল্ড ফ্রেন্ডলি কর্নার তৈরি করেছে জেলা পুলিশ । বাঁকুড়া সদরে একটি এবং অপর দুটি হয়েছে খাতড়া মহকুমা ও বিষ্ণুপুর মহকুমাতে ।