ETV Bharat / state

পেশায় IPS অফিসার, নেশায় গায়ক - বাঁকুড়া

অপরাধ দমন, দিনরাত অপরাধীদের পিছনে ছোটাই পুলিশের জীবন বলে মানুষের ধারণা । কিন্তু, এর বাইরেও যে তাঁদের অন্য সত্তা থাকতে পারে, তার উদাহরণ IPS অফিসার অংশুমান সাহা ।

IPS Officer
অংশুমান সাহা
author img

By

Published : Jan 2, 2020, 10:53 AM IST

Updated : Jan 2, 2020, 2:44 PM IST

বড়জোড়া, 2 জানুয়ারি : কোথাও অপরাধ হলে পৌঁছে যাবে । পাকড়াও করবে অপরাধীদের । বিপদে পড়লে ছুটে আসবে তড়িঘড়ি । সোজা কথায়, অপরাধ দমন, দিনরাত অপরাধীদের পিছনে ছোটাই পুলিশের জীবন বলে মানুষের ধারণা । কিন্তু, এর বাইরেও যে তাঁদের অন্য সত্তা থাকতে পারে, তার উদাহরণ IPS অফিসার অংশুমান সাহা । তাঁর গান গাওয়ার শখ প্রমাণ করে দিয়েছে চোর-ডাকাতের বাইরে পুলিশের মধ্যে আরও কিছু সত্তা থাকতে পারে । পুলিশ ছাড়াও তাঁর আরও একটি পরিচয় রয়েছে । তিনি গায়ক ।

IPS অফিসার অংশুমান সাহা । মালদার বাসিন্দা । 2006 সালে পুলিশের চাকরিতে যোগ দেন । 2008 সালে রানাঘাটের SDPO হন । 2010-এ পুরুলিয়ার DSP হেডকোয়ার্টার হিসেবে যোগ দেন । 2012-14 পর্যন্ত CID-র DDO ছিলেন । 2015-16 পশ্চিম মেদিনীপুরের অতিরিক্ত পুলিশ সুপার হেডকোয়ার্টার হিসেবে কাজ করেন । 2016-তে IB-র অতিরিক্ত পুলিশ সুপার এবং তারপর মুর্শিদাবাদ জেলার লালবাগের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কাজ করেন । বর্তমানে তিনি বাঁকুড়ার বড়জোড়ায় রাজ্য পুলিশের 13 নম্বর ব্যাটেলিয়নের CEO হিসেবে কর্মরত রয়েছেন ।

IPS Officer
গানের দলের সঙ্গে অনুশীলনে IPS অফিসার অংশুমান সাহা ।

মায়ের হাত ধরে গানের সূত্রপাত । তারপর থেকে ওতোপ্রোতভাবে গানের সঙ্গে জড়িয়ে পড়েন অংশুমান । পুলিশের চাকরি করলেও গানের সঙ্গে সম্পর্ক রয়েছে অটুট । বরং গানের সঙ্গে সম্পর্ক আরও মজবুত হয়েছে । রয়েছে একটি গানের দল । এই দলে যাঁরা রয়েছেন তাঁরা প্রত্যেকেই অংশুমানের সহকর্মী । ইতিমধ্যে তাঁর গানের পাঁচটি CD বাজারে এসেছে । গান গেয়েছেন সিনেমাতেও ।

IPS অফিসারের পাশাপাশি গানও করেন অংশুমান । দেখুন ভিডিয়ো...

বর্তমানে অংশুমানের ইচ্ছে যাঁরা বিভিন্ন কারণে নিজের এই গায়ক সত্তাকে তুলে ধরতে পারেন না তাঁদের জন্য কিছু করা । টিউন ক্লাব নামে তাঁর একটি গানের সংস্থাও রয়েছে । এই সংস্থার শিল্পীরা বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন । এই সংস্থাকে আরও এগিয়ে নিয়ে গিয়ে মানুষকে সুযোগ করে দিতে চান অংশুমান ।

বড়জোড়া, 2 জানুয়ারি : কোথাও অপরাধ হলে পৌঁছে যাবে । পাকড়াও করবে অপরাধীদের । বিপদে পড়লে ছুটে আসবে তড়িঘড়ি । সোজা কথায়, অপরাধ দমন, দিনরাত অপরাধীদের পিছনে ছোটাই পুলিশের জীবন বলে মানুষের ধারণা । কিন্তু, এর বাইরেও যে তাঁদের অন্য সত্তা থাকতে পারে, তার উদাহরণ IPS অফিসার অংশুমান সাহা । তাঁর গান গাওয়ার শখ প্রমাণ করে দিয়েছে চোর-ডাকাতের বাইরে পুলিশের মধ্যে আরও কিছু সত্তা থাকতে পারে । পুলিশ ছাড়াও তাঁর আরও একটি পরিচয় রয়েছে । তিনি গায়ক ।

IPS অফিসার অংশুমান সাহা । মালদার বাসিন্দা । 2006 সালে পুলিশের চাকরিতে যোগ দেন । 2008 সালে রানাঘাটের SDPO হন । 2010-এ পুরুলিয়ার DSP হেডকোয়ার্টার হিসেবে যোগ দেন । 2012-14 পর্যন্ত CID-র DDO ছিলেন । 2015-16 পশ্চিম মেদিনীপুরের অতিরিক্ত পুলিশ সুপার হেডকোয়ার্টার হিসেবে কাজ করেন । 2016-তে IB-র অতিরিক্ত পুলিশ সুপার এবং তারপর মুর্শিদাবাদ জেলার লালবাগের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কাজ করেন । বর্তমানে তিনি বাঁকুড়ার বড়জোড়ায় রাজ্য পুলিশের 13 নম্বর ব্যাটেলিয়নের CEO হিসেবে কর্মরত রয়েছেন ।

IPS Officer
গানের দলের সঙ্গে অনুশীলনে IPS অফিসার অংশুমান সাহা ।

মায়ের হাত ধরে গানের সূত্রপাত । তারপর থেকে ওতোপ্রোতভাবে গানের সঙ্গে জড়িয়ে পড়েন অংশুমান । পুলিশের চাকরি করলেও গানের সঙ্গে সম্পর্ক রয়েছে অটুট । বরং গানের সঙ্গে সম্পর্ক আরও মজবুত হয়েছে । রয়েছে একটি গানের দল । এই দলে যাঁরা রয়েছেন তাঁরা প্রত্যেকেই অংশুমানের সহকর্মী । ইতিমধ্যে তাঁর গানের পাঁচটি CD বাজারে এসেছে । গান গেয়েছেন সিনেমাতেও ।

IPS অফিসারের পাশাপাশি গানও করেন অংশুমান । দেখুন ভিডিয়ো...

বর্তমানে অংশুমানের ইচ্ছে যাঁরা বিভিন্ন কারণে নিজের এই গায়ক সত্তাকে তুলে ধরতে পারেন না তাঁদের জন্য কিছু করা । টিউন ক্লাব নামে তাঁর একটি গানের সংস্থাও রয়েছে । এই সংস্থার শিল্পীরা বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন । এই সংস্থাকে আরও এগিয়ে নিয়ে গিয়ে মানুষকে সুযোগ করে দিতে চান অংশুমান ।

Intro:তিনি শুধু একজন আইপিএস অফিসার এমনটা ভাবা ভুল, আসলে তিনি একজন গায়ক ও। ইতিমধ্যে তার গানের সিডি প্রকাশ পেয়েছে। তবে এবার আইপিএস অংশুমান সাহা গান গাইতে চলেছেন বাংলা চলচ্চিত্রে।


Body:মালদায় বাড়ি অংশুমান সাহার। বাবা চেয়ে ছিলেন তাকে ডাক্তার করতে কিন্তু তার ইচ্ছে ছিল পুলিশের চাকরিতে আসা। 2006 সালে পুলিশের চাকরিতে যোগ দেন ডাব্লু বি পি এস পাশ করে। 2008 সালে রানাঘাটের এসডিপিও হন তিনি। এরপর 2010 সালে পুরুলিয়ার ডিএসপি হেডকোয়ার্টার হিসেবে যোগদেন। 2012 থেকে 14 পর্যন্ত সিআইডি এর ডিডিও ছিলেন তিনি। 15-16 কাজ করেন পশ্চিম মেদিনীপুরের অতিরিক্ত পুলিশ সুপার হেডকোয়ার্টার হিসেবে। এরপর 2016 সালের অ্যাডিশনাল এসপি আইবি, এবং তারপর মুর্শিদাবাদ জেলার লালবাগ এর অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কাজ করেন 2019 সাল পর্যন্ত। বর্তমানে তিনি রাজ্য পুলিশের 13 নম্বর ব্যাটেলিয়ান এর সিইও হিসেবে কর্মরত রয়েছেন বাঁকুড়ার বড়জোড়া তে। তবে চাকরি জীবনের এত উত্থান-পতন এবং এক জায়গা থেকে অন্য জায়গায় বদলি এই সমস্ত কিছুর মাঝেও নিজের এক অন্য সত্তাকে বজায় রেখে চলেছেন অংশুমান সাহা। 2017 সালে ডিসেম্বর মাসে আইপিএস হিসেবে নমিনেটেড হন তিনি। মায়ের হাত ধরেই ছোট থেকে গান গাওয়া তার। যেখানেই গেছেন সঙ্গে করে নিয়ে গেছেন নিজের গান। মুর্শিদাবাদে যখন ছিলেন তখন নিজেদের মধ্যে একটি গানের দল ও তৈরি করেছেন তিনি। প্রথম অডিও ক্যাসেট তার প্রকাশ পায় যখন তিনি মেদিনীপুরের অতিরিক্ত পুলিশ সুপার ছিলেন। ইতিমধ্যেই পাঁচ খানা ক্যাসেট বাজারে এসেছে তার গাওয়া গান নিয়ে। এখন তিনি সুযোগ পেয়েছেন বাংলা চলচ্চিত্রে প্লেব্যাক গান গাওয়ার। নিজের ব্যাটেলিয়ান অথবা জেলা পুলিশের কোনো অনুষ্ঠানে তিনি যখন গান গান তার গানে মুগ্ধ হয়ে যান সাধারণ শ্রোতা থেকে তার সহকর্মী পর্যন্ত। আগামী দিনে তার ইচ্ছে জেলার প্রতিভাদের কে বড় মঞ্চে যাওয়ার সুযোগ করে দেওয়া যেখানে তারা নিজেদের এক গানের ভুবন তৈরি করতে পারবে।


Conclusion:বাইট: অংশুমান সাহা, আইপিএস, সিও 13 ব্যাটেলিয়ান রাজ্য সশস্ত্র পুলিশ বাইট: সাকিব আহমেদ, অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট আইআরবি ব্যাটেলিয়ান বাইট: কৌশিক ঘটক, মিউজিসিয়ান
Last Updated : Jan 2, 2020, 2:44 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.