ETV Bharat / state

বাঁকুড়ায় ঢুকতে পারবেন সৌমিত্র, নিষেধাজ্ঞা তুলল হাইকোর্ট

সৌমিত্র খাঁর বিরুদ্ধে একাধিক মামলা ছিল হাইকোর্টে ৷ এখন সেই সংক্রান্ত তদন্তও প্রায় শেষের দিকে ৷ তাঁর বাঁকুড়ায় ঢোকার ওপর যে নিষেধাজ্ঞা ছিল, আজ তা তুলে নিল হাইকোর্ট ৷

author img

By

Published : Jul 26, 2019, 6:22 PM IST

Updated : Jul 26, 2019, 8:52 PM IST

ফাইল ফোটো

কলকাতা ও বাঁকুড়া, ২৬ জুলাই : বাঁকুড়ায় ঢোকার অনুমতি পেলেন সৌমিত্র খাঁ । আজ হাইকোর্টে বিচারপতি জয়মাল্য বাগচি ও মনোজিৎ মণ্ডলের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দেয় ।

সৌমিত্র খাঁর বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হয়েছে হাইকোর্টে । তার মধ্যে বালিপাচার ও অস্ত্রমামলায় শর্তসাপেক্ষে তাঁর আগাম জামিন মঞ্জুর করেছে হাইকোর্ট । কিন্তু স্কুল সার্ভিস কমিশন ও গ্রুপ D-তে চাকরি দেওয়া সংক্রান্ত প্রতারণা মামলায় তাঁর বিচার চলছে হাইকোর্টে । তবে এই মামলা দুটিতে পুলিশ তাঁকে গ্রেপ্তার করতে পারবে না ৷ এবিষয়ে, আগেই নির্দেশ দিয়েছে হাইকোর্ট ।

আগামী সপ্তাহে আবার এই সংক্রান্ত শুনানি রয়েছে । সৌমিত্র খাঁর বিরুদ্ধে যে অভিযোগ ছিল, তার তদন্ত প্রায় শেষের দিকে ৷ সেজন্যই তাঁর ওপর বাঁকুড়ায় ঢোকার যে বিধিনিষেধ ছিল তা তুলে নিল হাইকোর্ট ।

ভি়ডিয়োয় শুনুন সৌমিত্র খাঁর স্ত্রী সুজাতা খাঁর বক্তব্য

এই রায়ের পর সৌমিত্র খাঁর আইনজীবী শুভাশিস দাসগুপ্ত বলেন, "যে চারটি মামলায় সৌমিত্র খাঁকে বাঁকুড়ায় ঢোকার উপর নিষেধাজ্ঞা জারি করেছিল হাইকোর্ট ৷ সেটা পুরোপুরি তুলে নেওয়া হল ৷ তবে একটি শর্ত রয়েছে তদন্তের স্বার্থে যখন তাঁকে ডাকা হবে, তিনি যেন সহযোগিতা করেন ৷ আমরা আর্জি জানিয়েছিলাম ৷ যেহেতু তিনি বর্তমানে একজন সাংসদ তথা জনপ্রতিনিধি তাই ওই এলাকায় কাজ দেখার জন্য অন্তত সপ্তাহে একদিন তাঁকে ঢুকতে দেওয়া হোক বাঁকুড়া জেলায় । রাজ্য আজ রিপোর্ট দিয়েছে প্রত্যেকটা মামলাতেই তদন্ত শেষের দিকে । তাঁর উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল কারণ তিনি একজন জনপ্রতিনিধি ছিলেন । ফলে তদন্তকে প্রভাবিত করতে পারেন । তাই তদন্তের কাজ যেহেতু শেষ হয়ে গেছে ৷ তাই তাঁর বাঁকুড়াতে ঢোকার উপর আর কোনও নিষেধাজ্ঞা রইল না ।"

এই বিষয়ে, সৌমিত্র খাঁর স্ত্রী সুজাতা খাঁ বলেন, "বিচারপতি ও হাইকোর্টকে যথাযোগ্য সম্মান জানাই ৷ বিচারব্যবস্থার ওপর আমাদের সম্পূর্ণ আস্থা ছিল ৷ দীর্ঘদিন একটা আইনি লড়াই লড়লাম, অনেক অবমাননা সহ্য করলাম ৷ এরপরও বিষ্ণুপুরের মানুষের আশীর্বাদে সৌমিত্র দ্বিতীয়বার নির্বাচিত হয়েছেন ৷ তিনি আবার সাধারণ মানুষের মতো নিজের জেলায় ঢুকতে পারবেন ৷ পুরো ভোটের লড়াইটা সৌমিত্রর হয়ে লড়েছি ৷ এজন্য বিষ্ণুপুর লোকসভার মানুষকে ধন্যবাদ ৷ সবসময় তোমাদের কাজ করতে চাই ৷ আরও এগিয়ে নিয়ে যেতে চাই ৷"

কলকাতা ও বাঁকুড়া, ২৬ জুলাই : বাঁকুড়ায় ঢোকার অনুমতি পেলেন সৌমিত্র খাঁ । আজ হাইকোর্টে বিচারপতি জয়মাল্য বাগচি ও মনোজিৎ মণ্ডলের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দেয় ।

সৌমিত্র খাঁর বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হয়েছে হাইকোর্টে । তার মধ্যে বালিপাচার ও অস্ত্রমামলায় শর্তসাপেক্ষে তাঁর আগাম জামিন মঞ্জুর করেছে হাইকোর্ট । কিন্তু স্কুল সার্ভিস কমিশন ও গ্রুপ D-তে চাকরি দেওয়া সংক্রান্ত প্রতারণা মামলায় তাঁর বিচার চলছে হাইকোর্টে । তবে এই মামলা দুটিতে পুলিশ তাঁকে গ্রেপ্তার করতে পারবে না ৷ এবিষয়ে, আগেই নির্দেশ দিয়েছে হাইকোর্ট ।

আগামী সপ্তাহে আবার এই সংক্রান্ত শুনানি রয়েছে । সৌমিত্র খাঁর বিরুদ্ধে যে অভিযোগ ছিল, তার তদন্ত প্রায় শেষের দিকে ৷ সেজন্যই তাঁর ওপর বাঁকুড়ায় ঢোকার যে বিধিনিষেধ ছিল তা তুলে নিল হাইকোর্ট ।

ভি়ডিয়োয় শুনুন সৌমিত্র খাঁর স্ত্রী সুজাতা খাঁর বক্তব্য

এই রায়ের পর সৌমিত্র খাঁর আইনজীবী শুভাশিস দাসগুপ্ত বলেন, "যে চারটি মামলায় সৌমিত্র খাঁকে বাঁকুড়ায় ঢোকার উপর নিষেধাজ্ঞা জারি করেছিল হাইকোর্ট ৷ সেটা পুরোপুরি তুলে নেওয়া হল ৷ তবে একটি শর্ত রয়েছে তদন্তের স্বার্থে যখন তাঁকে ডাকা হবে, তিনি যেন সহযোগিতা করেন ৷ আমরা আর্জি জানিয়েছিলাম ৷ যেহেতু তিনি বর্তমানে একজন সাংসদ তথা জনপ্রতিনিধি তাই ওই এলাকায় কাজ দেখার জন্য অন্তত সপ্তাহে একদিন তাঁকে ঢুকতে দেওয়া হোক বাঁকুড়া জেলায় । রাজ্য আজ রিপোর্ট দিয়েছে প্রত্যেকটা মামলাতেই তদন্ত শেষের দিকে । তাঁর উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল কারণ তিনি একজন জনপ্রতিনিধি ছিলেন । ফলে তদন্তকে প্রভাবিত করতে পারেন । তাই তদন্তের কাজ যেহেতু শেষ হয়ে গেছে ৷ তাই তাঁর বাঁকুড়াতে ঢোকার উপর আর কোনও নিষেধাজ্ঞা রইল না ।"

এই বিষয়ে, সৌমিত্র খাঁর স্ত্রী সুজাতা খাঁ বলেন, "বিচারপতি ও হাইকোর্টকে যথাযোগ্য সম্মান জানাই ৷ বিচারব্যবস্থার ওপর আমাদের সম্পূর্ণ আস্থা ছিল ৷ দীর্ঘদিন একটা আইনি লড়াই লড়লাম, অনেক অবমাননা সহ্য করলাম ৷ এরপরও বিষ্ণুপুরের মানুষের আশীর্বাদে সৌমিত্র দ্বিতীয়বার নির্বাচিত হয়েছেন ৷ তিনি আবার সাধারণ মানুষের মতো নিজের জেলায় ঢুকতে পারবেন ৷ পুরো ভোটের লড়াইটা সৌমিত্রর হয়ে লড়েছি ৷ এজন্য বিষ্ণুপুর লোকসভার মানুষকে ধন্যবাদ ৷ সবসময় তোমাদের কাজ করতে চাই ৷ আরও এগিয়ে নিয়ে যেতে চাই ৷"

Intro:সৌমিত্র খার বিরুদ্ধে যে অভিযোগ ছিল তার তদন্ত প্রায় শেষের দিকে সেই জন্যই তাকে বাকুড়ায় ঢোকার যে বিধিনিষেধ ছিল তা তুলে নিলো হাইকোর্ট।Body:
মানস নস্কর---

বাকুড়ায় ঢোকার অনুমতি পেলেন সাংসদ সৌমিত্র খা

কলকাতা ২৬ জুলাইঃ
বাকুড়ায় ঢোকার অনুমতি পেলেন সৌমিত্র খা। বিচারপতি জয়মাল্য বাগচি ও মনোজিৎ মণ্ডলের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে।

সৌমিত্র খার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে। তার মধ্যে বালিপাচার ও অস্ত্রমামলায় শর্তসাপেক্ষে তার আগাম জামিন মঞ্জুর করেছে হাইকোর্ট। কিন্ত স্কুল সার্ভিস কমিশনের চাকরি দেওয়া ও গ্রুপ ডি তে চাকরি দেওয়া সংক্রান্ত প্রতারণা মামলায় তার বিচার চলছে হাইকোর্টে। সামনের সপ্তাহে আবার শুনানি। তবে এই মামলা দুটিতে পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারবে না আগেই নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

সৌমিত্র খার বিরুদ্ধে যে অভিযোগ ছিল তার তদন্ত প্রায় শেষের দিকে সেই জন্যই তাকে বাকুড়ায় ঢোকার যে বিধিনিষেধ ছিল তা তুলে নিলো হাইকোর্ট।এই রায়ের পর সৌমিত্র খার আইনজীবী শুভাশিস দাসগুপ্ত জানালেন, "যে চারটে মামলায় সৌমিত্র খাকে বাকুড়ায় ঢোকার উপর নিষেধাজ্ঞা দিয়েছিল হাইকোর্ট সেটা আজ তুলে নিলো হাইকোর্ট। আমরা আর্জি জানিয়েছিলাম যেহেতু তিনি বর্তমানে একজন সাংসদ ও জনপ্রতিনিধি তাই ঐ এলাকায় কাজ দেখার জন্য অন্তত সপ্তাহে একদিন তাকে ঢুকতে দেওয়া হোক বাকুড়া জেলায়।রাজ্য আজ রিপোর্ট দিয়েছে প্রত্যেকটা মামলাতেই তদন্ত শেষের দিকে।উনার উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল কারন উনি একজন জনপ্রতিনিধি ছিলেন। ফলে তদন্তকে প্রভাবিত করতে পারেন।তাই তদন্তের কাজ যেহেতু শেষ হয়েগেছে তাই তার বাকুড়াতে ঢোকার উপর আর কোনো নিষেধাজ্ঞা রইলো না।"Conclusion:
Last Updated : Jul 26, 2019, 8:52 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.