মেজিয়া (বাঁকুড়া), 26 ডিসেম্বর: বাঁকুড়ার মেজিয়া রেল ক্রসিংয়ে মালগাড়ি লাইনচ্যূত হওয়ার ঘটনায় অন্তর্ঘাতের আশঙ্কা (CISF Suspect of Sabotage) ৷ রবিবার সন্ধ্যায় কয়লা বোঝাই মালগাড়িটি লাইনচ্যূত হয়ে যায় (Goods Train Derailed in Bankura) ৷ পরবর্তী সময়ে দেখা যায়, ক্রসিংয়ের কাছে রেললাইনের ফিসপ্লেট খোলা ছিল ৷ সূত্রের খবর, সিআইএসএফ-এর আধিকারিকরা সন্দেহ করছেন, ঘটনায় কয়লা চুরি করার জন্য মাফিয়ারা রেললাইনের ফিস প্লেট খুলে দিয়ে থাকতে পারে ৷ আরপিএফ এবং সিআইএসএফ-এর বাহিনীকে কয়লা বোঝাই মালগাড়ি পাহারা দেওয়ার জন্য মোতায়েন করা হয়েছে ৷ রেল ক্রসিংয়ের উপরে থাকা মালগাড়ির অংশ সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ৷ যাতে মেজিয়া-শালতোড়া রাজ্য সড়কে যান চলাচল স্বাভাবিক হয় ৷
25 ডিসেম্বর বড়দিনের সন্ধ্যায় বাঁকুড়ার মেজিয়া রেল ক্রসিংয়ের কাছে একটি কয়লা বোঝাই মালগাড়ি লাইনচ্যূত হয়ে যায় ৷ এই ঘটনার জেরে মেজিয়া-শালতোড়া রাজ্য সড়ক বন্ধ হয়ে যায় ৷ রেল ক্রসিংয়ের মাঝে ওই মালগাড়ি দাঁড়িয়ে যাওয়ায় রাজ্য সড়ক পুরোপুরি বন্ধ হয়ে যায় ৷ সারি দিয়ে দাঁড়িয়ে যায়, মাল বোঝাই ট্রাক ৷ রাতভর দাঁড়িয়ে থাকে সেগুলি ৷ এমনকি যাত্রীবাহী যানবাহনও দাঁড়িয়ে যায় ৷ যার জেরে নাজেহাল হতে হয় সাধারণ মানুষকে ৷ এই ঘটনায় ৷ পুরো ঘটনায় রেল কর্তৃপক্ষকে খবর দেওয়া হলে, ঘটনাস্থলে যায় আরপিএফ এবং সিআইএসএফ-এর জওয়ানরা ৷
আরও পড়ুন: গুলির লড়াইয়ে নিকেশ 4 কয়লা চোর, জখম আরও 2
তবে, রাজ্য সড়কে যানচলাচল স্বাভাবিক করা গিয়েছে ৷ একটি অন্য ইঞ্জিন এনে রেল ক্রসিংয়ের উপর থেকে মালগাড়ির একটি অংশ সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ৷ তবে, মালগাড়ির বাকি অংশ এখনও সরানো সম্ভব হয়নি ৷ এদিন সকাল 11টার পর রাজ্য সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে ৷
তদন্তে নেমে দেখা যায় ক্রসিংয়ের কাছে ফিস প্লেট খোলা থাকায় মালগাড়ি লাইনচ্যূত হয়ে গিয়েছে ৷ সিআইএসএফ এর অনুমান, এই ঘটনায় মেজিয়া তাপবিদ্যুৎ এলাকার কয়লা মাফিয়ারা ঘটনার সঙ্গে জড়িত রয়েছে ৷ কয়লা চুরির জন্য দুষ্কৃতীরা রেললাইনের ফিস প্লেট খুলে দিয়ে থাকতে পারে বলে সন্দেহ তাদের ৷ মালগাড়িতে থাকা কয়লা চুরি যাওয়া আটকাতে, সেখানে সিআইএসএফ-এর জওয়ানদের মোতায়েন করা হয় ৷