বাঁকুড়া, 2 নভেম্বর: রাত হলেই গ্রামে অজানা জন্তুর হানা ৷ প্রাণ যাচ্ছে গৃহপালিত পশুপাখির । আতঙ্কিত বাঁকুড়ার খাতড়ার মেঝারিগোড়া গ্রামের বাসিন্দারা । খবর দেওয়া হয় বনদফতরে ৷ খবর পেয়ে বুধবার সকালেই বনদফতরের কর্মীরা এসে জন্তুর পায়ের ছাপ পরীক্ষা করেছেন । অজানা জন্তুর খোঁজে বনদফতরের পক্ষ থেকে গ্রামে ট্র্যাপ ক্যামেরা বসানো হয়েছে ।
গ্রামবাসীদের দাবি, রাতে গোয়ালে হানা দিচ্ছে অজানা জন্তু ৷ ছাগল, মুরগি ও টিয়া পাখি নিয়ে পালিয়ে যাচ্ছে ৷ বাসিন্দারা জানান, হায়না জাতীয় কোনও জন্তু এই সমস্ত প্রাণীদের উপর হামলা চালাচ্ছ ৷ দাবি, বাড়ির পিছনের দিকে খামারে ওই জন্তুর দলের পায়ের ছাপ স্পষ্ট দেখা যাচ্ছে । স্থানীয় বাসিন্দা তারিণী পালের দাবি, পরপর দুই রাত তাঁর গোয়ালে হানা দিয়েছিল অজানা জন্তু ৷ চারটি ছাগল ও মুরগির উপরও আক্রমণ চালায় ৷ দল বেঁধে এসে ছিল জন্তু গুলি ৷ একটি ছাগলকে নিয়ে পালিয়ে যায় জন্তুরা ৷ বাকি তিনটি ছাগলকে আহত করেছে ৷ তাঁর একটি টিয়া পাখিকেও মেরে ফেলেছে অজাান জন্তুটি ৷
আরেক বাসিন্দা অষ্টমী মাহাতো জানান, এরকম জন্তুর পায়ের ছাপ আগে কোনওদিন দেখা যায়নি । প্রাচীর টপকে বাড়ির ভেতরে ঢুকে মুরগি নিয়ে পালিয়েছে ওই জন্তুর দল । ফলে স্বাভাবিকভাবেই আতঙ্কে রয়েছেন তাঁরা ।
আরও পড়ুন: চিপস, পপকর্ন, বিস্কুট দিয়ে প্রাত:রাশ গজরাজের ! দেখুন ভাইরাল ভিডিয়ো
এদিকে গ্রামে অজানা জন্তর আক্রমণের ঘটনা জানাজানি হতেই বাসিন্দারা বুধবার সকালে বনদফতরে খবর দেন । বন বিভাগের খাতড়া রেঞ্জের কর্মীরা গ্রামে এসে পায়ের ছাপ সংগ্রহ করেন । গতকাল বুধবার রাতে খাতড়া রেঞ্জের কর্মীরা এসে বাড়ির খামারে ক্যামেরা বসান ৷ সারারাত নজরদারি চলে । বন বিভাগের খাতড়া রেঞ্জের আধিকারিক সীতারাম দাস জানান, অজানা জন্তুটিকে চিহ্নিত করতে ক্যামেরা বসানো হয়েছে । সারারাত নজরদারি চালানো হয়েছে । কিন্তু কোনওরকম অজানা জন্তুর দেখা পাওয়া যায়নি । আজ রাতেও নজরদারি চালানো হবে ৷ পাশাপাশি যেসমস্ত বাসিন্দাদের ক্ষতি হয়েছে অজানা জন্তুর আক্রমণে তাদের ক্ষতিপূরণও দেওয়া হবে ৷ তবে আতঙ্কের কোন কারণ নেই বলে তিনি বাসিন্দাদের আশ্বস্ত করেছেন ।