ETV Bharat / state

Bankura Eco-Gym : বাঁকুড়ার বলরামপুর গ্রামে জঙ্গলের মধ্যে তৈরি 'ইকো জিম'

author img

By

Published : Mar 29, 2022, 7:32 PM IST

Updated : Mar 29, 2022, 8:19 PM IST

সোনামুখী থেকে বিষ্ণুপুরগামী রাস্তার দু'পাশে চোখ মেললেই ধরা পড়ে সবুজ বনানী, সারি সারি শাল,পলাশ, শিমুল দিয়ে ঘেরা জঙ্গল। এই জঙ্গলে বছরভর লেগে থাকে বুনো হাতিদের আগমন ৷ এরই মাঝে অবস্থিত বলরামপুর গ্রাম। এখানের একদল যুবক নিয়েছেন এক অভিনব উদ্যোগ ৷ এই উদ্যোগ হল প্রাকৃতিক পরিবেশে শরীরচর্চা ৷ তাই জঙ্গলের মধ্যেই তৈরি করেছে 'ইকো জিম' (Bankura Eco-Gym) ৷

Bankura Eco-Gym
প্রাকৃতিক পরিবেশে শরীরচর্চা

বলরামপুর, 29 মার্চ : আধুনিক যুগে নবীন প্রজন্মের কাছে শরীরচর্চা একটা অবিচ্ছেদ্য অংশ ৷ বাঁকুড়ার বলরামপুরে শরীরচর্চা করার মতো উপযুক্ত কোনও স্থান না থাকাতে একদল যুবকরা জঙ্গলের মধ্যে তৈরি করে ফেলেছেন 'ইকো জিম' (Bankura Eco-Gym)। না, এই জিম কোনও আধুনিক সাজ-সরঞ্জাম দিয়ে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে তৈরি করা নয় ৷ তৈরি হয়েছে দৈনন্দিন জীবনে ব্যবহৃত যন্ত্রপাতি দিয়ে। আধুনিকতার এই পর্যায়ে দাঁড়িয়ে থেকেও কেন এই ধরনের অভিনব উদ্যোগ তা নিয়ে তো প্রশ্ন থেকেই যাচ্ছে ?

এর উত্তর হল, বলরামপুর গ্রাম থেকে বিষ্ণুপুর মহকুমা শহরের দূরত্ব প্রায় 17 কিমি এবং সোনামুখী শহরের দূরত্বও প্রায় 11 কিমি। সময় এবং খরচ এই দুয়ের গেরো থেকে মুক্তি পেতেই স্থানীয় যুবকদের উদ্যোগে জঙ্গলের মাঝে তৈরি হয়েছে 'ইকো জিম'। জঙ্গলের মাঝখানে কয়েকটা গাছে সাদা দাগ কাটা, পরিষ্কার একটা ফাঁকা জায়গা, যা রাস্তা পারাপারকারি সব ব্যক্তির দৃষ্টি আকর্ষণ করতে বাধ্য। এরই মাঝে তৈরি 500 বর্গমিটার জায়গা জুড়ে এই 'ইকো জিম'।

Bankura Eco-Gym
জঙ্গলের মধ্যেই তৈরি করেছে ইকো জিম

এই জিমে রয়েছে বারবেল থেকে শুরু করে চিলিংবার, ওয়েট লিফটিং, ডাম্বেল-সহ নানা শরীরচর্চার সরঞ্জাম। অনেক যুবক শরীরচর্চার পাশাপাশি সেনাবাহিনীতে যোগ দেওয়ার জন্য পরিশ্রম করে যাচ্ছেন ৷ তার জন্য রয়েছে 400 মিটারের একটি রানিং ট্র‍্যাক।

আরও পড়ুন : Deepak Mondal New Journey : নতুন প্রতিভা তুলে আনতে এবার দ্রোণাচার্যের ভূমিকায় দীপক

একটি আধুনিক জিম তৈরি করতে কমপক্ষে সাত থেকে আট লক্ষ টাকা খরচ ৷ সেখানে নিজেদের ঘরোয়া ব্যবহৃত সাজ-সরঞ্জাম দিয়ে 'ইকো জিম' তৈরি করে কার্যত তাক লাগিয়ে দিয়েছেন বলরামপুরের যুবকরা। স্থানীয় এক যুবক বলেন, "অনেক ছেলে পড়াশুনোর গণ্ডি শেষ করে সেনাবাহিনীতে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন ৷ তাঁদের শারীরিক ফিটনেসের প্রয়োজন, তাই প্রাকৃতিক এই পরিবেশকেই বেছে নেওয়া হয়েছে শরীর চর্চার জন্য ৷"এই এলাকাতে হাতির উপদ্রবের কারণে একবার জিমের সব সরঞ্জাম ভেঙে গিয়েছিল ৷ তাতে কোনও কর্ণপাত না করে ফের যুবকরা সব সাজিয়ে জিম শুরু করেন। স্থানীয় আরও এক যুবক জানান, প্রাকৃতিক পরিবেশে শরীরচর্চা করলে শরীর এবং মন দুই ভাল থাকে ৷ একারণেই এই বিশেষ উদ্যেগ।

বাঁকুড়ার বলরামপুর গ্রামে জঙ্গলের মধ্যে তৈরি ইকো জিম

আরও পড়ুন : American giant tortoise rescue: বাঁকুড়ায় আমেরিকান রাক্ষুসে কচ্ছপ উদ্ধার

লাল মাটির বাঁকুড়ার এই প্রান্তিক গ্রামে নেই শহুরে ব্যাস্ততা, নেই কোনও কোলাহল ৷ সঙ্গে নেই আধুনিকতার ছোঁয়া ৷ তারই মাঝখানে একদল তাজা প্রাণ তাঁদের স্বপ্নপূরণের লক্ষ্যে অবিচল।

বলরামপুর, 29 মার্চ : আধুনিক যুগে নবীন প্রজন্মের কাছে শরীরচর্চা একটা অবিচ্ছেদ্য অংশ ৷ বাঁকুড়ার বলরামপুরে শরীরচর্চা করার মতো উপযুক্ত কোনও স্থান না থাকাতে একদল যুবকরা জঙ্গলের মধ্যে তৈরি করে ফেলেছেন 'ইকো জিম' (Bankura Eco-Gym)। না, এই জিম কোনও আধুনিক সাজ-সরঞ্জাম দিয়ে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে তৈরি করা নয় ৷ তৈরি হয়েছে দৈনন্দিন জীবনে ব্যবহৃত যন্ত্রপাতি দিয়ে। আধুনিকতার এই পর্যায়ে দাঁড়িয়ে থেকেও কেন এই ধরনের অভিনব উদ্যোগ তা নিয়ে তো প্রশ্ন থেকেই যাচ্ছে ?

এর উত্তর হল, বলরামপুর গ্রাম থেকে বিষ্ণুপুর মহকুমা শহরের দূরত্ব প্রায় 17 কিমি এবং সোনামুখী শহরের দূরত্বও প্রায় 11 কিমি। সময় এবং খরচ এই দুয়ের গেরো থেকে মুক্তি পেতেই স্থানীয় যুবকদের উদ্যোগে জঙ্গলের মাঝে তৈরি হয়েছে 'ইকো জিম'। জঙ্গলের মাঝখানে কয়েকটা গাছে সাদা দাগ কাটা, পরিষ্কার একটা ফাঁকা জায়গা, যা রাস্তা পারাপারকারি সব ব্যক্তির দৃষ্টি আকর্ষণ করতে বাধ্য। এরই মাঝে তৈরি 500 বর্গমিটার জায়গা জুড়ে এই 'ইকো জিম'।

Bankura Eco-Gym
জঙ্গলের মধ্যেই তৈরি করেছে ইকো জিম

এই জিমে রয়েছে বারবেল থেকে শুরু করে চিলিংবার, ওয়েট লিফটিং, ডাম্বেল-সহ নানা শরীরচর্চার সরঞ্জাম। অনেক যুবক শরীরচর্চার পাশাপাশি সেনাবাহিনীতে যোগ দেওয়ার জন্য পরিশ্রম করে যাচ্ছেন ৷ তার জন্য রয়েছে 400 মিটারের একটি রানিং ট্র‍্যাক।

আরও পড়ুন : Deepak Mondal New Journey : নতুন প্রতিভা তুলে আনতে এবার দ্রোণাচার্যের ভূমিকায় দীপক

একটি আধুনিক জিম তৈরি করতে কমপক্ষে সাত থেকে আট লক্ষ টাকা খরচ ৷ সেখানে নিজেদের ঘরোয়া ব্যবহৃত সাজ-সরঞ্জাম দিয়ে 'ইকো জিম' তৈরি করে কার্যত তাক লাগিয়ে দিয়েছেন বলরামপুরের যুবকরা। স্থানীয় এক যুবক বলেন, "অনেক ছেলে পড়াশুনোর গণ্ডি শেষ করে সেনাবাহিনীতে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন ৷ তাঁদের শারীরিক ফিটনেসের প্রয়োজন, তাই প্রাকৃতিক এই পরিবেশকেই বেছে নেওয়া হয়েছে শরীর চর্চার জন্য ৷"এই এলাকাতে হাতির উপদ্রবের কারণে একবার জিমের সব সরঞ্জাম ভেঙে গিয়েছিল ৷ তাতে কোনও কর্ণপাত না করে ফের যুবকরা সব সাজিয়ে জিম শুরু করেন। স্থানীয় আরও এক যুবক জানান, প্রাকৃতিক পরিবেশে শরীরচর্চা করলে শরীর এবং মন দুই ভাল থাকে ৷ একারণেই এই বিশেষ উদ্যেগ।

বাঁকুড়ার বলরামপুর গ্রামে জঙ্গলের মধ্যে তৈরি ইকো জিম

আরও পড়ুন : American giant tortoise rescue: বাঁকুড়ায় আমেরিকান রাক্ষুসে কচ্ছপ উদ্ধার

লাল মাটির বাঁকুড়ার এই প্রান্তিক গ্রামে নেই শহুরে ব্যাস্ততা, নেই কোনও কোলাহল ৷ সঙ্গে নেই আধুনিকতার ছোঁয়া ৷ তারই মাঝখানে একদল তাজা প্রাণ তাঁদের স্বপ্নপূরণের লক্ষ্যে অবিচল।

Last Updated : Mar 29, 2022, 8:19 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.