ETV Bharat / state

রান্না করতে গিয়ে গোটা লরিটাই পুড়ে গেল আগুনে, আহত চালক

author img

By

Published : Mar 29, 2019, 4:30 AM IST

বেআইনি পার্কিংয়ে দাঁড়িয়ে থাকা একটি লরিতে আগুন লাগল। বাঁকুড়ার মেজিয়ার জেমুয়া এলাকার বেআইনি পার্কিং জ়োনে দাঁড়িয়ে ছিল লরিটি। রান্না করতে গিয়ে গোটা লরিটি পুড়ে যায়।

চলছে আগুন নেভানোর কাজ

বাঁকুড়া, ২৯ মার্চ : বেআইনি পার্কিংয়ে দাঁড়িয়ে থাকা একটি লরিতে আগুন লাগল। বাঁকুড়ার মেজিয়ার জেমুয়া এলাকার বেআইনি পার্কিং জ়োনে দাঁড়িয়ে ছিল লরিটি।

জ্বলছে আগুন

স্থানীয়রা জানিয়েছে, লরির খালাসি গাড়ির ভিতরেই ছোট গ্যাস সিলিন্ডার ব্যবহার করে রান্না করছিল। সেই সময় সিলিন্ডার লিক করে আগুন ছড়িয়ে পড়ে। নিমিষের মধ্যে আগুন লরিতে ছড়িয়ে পড়ে। খালাসি কোনও মতে লরির দরজা দিয়ে বাইরে বেরিয়ে এলেও চালক ভিতরে আটকে পড়ে। পরে অন্যান্য গাড়ির চালক ও খালাসিরা তাকে উদ্ধার করে। চালক আহত হয়েছে।

স্থানীয়রা প্রাথমিকভাবে লরির আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়। পরে রানিগঞ্জ থেকে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তদন্তে নেমেছে মেজিয়া থানার পুলিশ।

বাঁকুড়া, ২৯ মার্চ : বেআইনি পার্কিংয়ে দাঁড়িয়ে থাকা একটি লরিতে আগুন লাগল। বাঁকুড়ার মেজিয়ার জেমুয়া এলাকার বেআইনি পার্কিং জ়োনে দাঁড়িয়ে ছিল লরিটি।

জ্বলছে আগুন

স্থানীয়রা জানিয়েছে, লরির খালাসি গাড়ির ভিতরেই ছোট গ্যাস সিলিন্ডার ব্যবহার করে রান্না করছিল। সেই সময় সিলিন্ডার লিক করে আগুন ছড়িয়ে পড়ে। নিমিষের মধ্যে আগুন লরিতে ছড়িয়ে পড়ে। খালাসি কোনও মতে লরির দরজা দিয়ে বাইরে বেরিয়ে এলেও চালক ভিতরে আটকে পড়ে। পরে অন্যান্য গাড়ির চালক ও খালাসিরা তাকে উদ্ধার করে। চালক আহত হয়েছে।

স্থানীয়রা প্রাথমিকভাবে লরির আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়। পরে রানিগঞ্জ থেকে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তদন্তে নেমেছে মেজিয়া থানার পুলিশ।

Intro:পার্কিং জোনে দাঁড়িয়ে থাকা লরিতে আগুন, আহত চালক।Body:বাঁকুড়ার মেজিয়ার জেমুয়া এলাকায় বেআইনি পার্কিংয়ে দাঁড়িয়ে থাকা একটি লরিতে ভয়ানক অগ্নিসংযোগের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় সূত্রে খবর লরির খালাসী গাড়ির ভেতরেই ছোট গ্যাস সিলিন্ডার নিয়ে খাবার রান্না করছিল।সেই সময় গ্যাস সিলিন্ডারের নব লিক হয়ে যাওয়ায় আগুন ছড়িয়ে পড়ে লরির ভেতর। নিমিষেই সেই আগুন ভয়ঙ্কর রুপ নেই।গাড়ির খালাসি কোনোমতে দরজা দিয়ে বেরিয়ে এলেও চালক বেশ কিছুক্ষণ আটকে পড়ে  লরির ভেতরেই। পার্কিংয়ে দাঁড়িয়ে থাকা অন্যান্য গাড়ির চালক ও খালাসিরা তাকে  কোন রকমে উদ্ধার করে।তবে তাড়াহুড়োতে ওই গাড়ির চালক বেশ আহত হয়।
স্থানীয়রা প্রাথমিকভাবে লরির আগুন নেভানোর চেষ্টা করলেও আগুনের ভয়াবহতা এতটাই বেশি থাকায় স্থানীয়রা আগুন নেভাতে ব্যর্থ হয়। রাণীগঞ্জ থেকে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।Conclusion:ঘটনার তদন্তে মেজিয়া থানা।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.