বাঁকুড়া, ২৯ মার্চ : বেআইনি পার্কিংয়ে দাঁড়িয়ে থাকা একটি লরিতে আগুন লাগল। বাঁকুড়ার মেজিয়ার জেমুয়া এলাকার বেআইনি পার্কিং জ়োনে দাঁড়িয়ে ছিল লরিটি।
স্থানীয়রা জানিয়েছে, লরির খালাসি গাড়ির ভিতরেই ছোট গ্যাস সিলিন্ডার ব্যবহার করে রান্না করছিল। সেই সময় সিলিন্ডার লিক করে আগুন ছড়িয়ে পড়ে। নিমিষের মধ্যে আগুন লরিতে ছড়িয়ে পড়ে। খালাসি কোনও মতে লরির দরজা দিয়ে বাইরে বেরিয়ে এলেও চালক ভিতরে আটকে পড়ে। পরে অন্যান্য গাড়ির চালক ও খালাসিরা তাকে উদ্ধার করে। চালক আহত হয়েছে।
স্থানীয়রা প্রাথমিকভাবে লরির আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়। পরে রানিগঞ্জ থেকে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তদন্তে নেমেছে মেজিয়া থানার পুলিশ।