বাঁকুড়া, 12 নভেম্বর : স্থায়ীকরণ সহ একাধিক দাবিতে আজ পথে নামলেন বাঁকুড়া জেলার কলেজের প্রায় 200 জন অস্থায়ী শিক্ষাকর্মীরা। তাঁদের অভিযোগ, বিগত তিন বছর ধরে আবেদন-নিবেদন করেও রাজ্য সরকারের তরফে কোনও রকম প্রতিক্রিয়া না মেলায় পথে নামতে বাধ্য হয়েছেন তাঁরা।
পরিসংখ্যান বলছে, বর্তমানে রাজ্যের বিভিন্ন কলেজে প্রায় সাড়ে আট হাজার অস্থায়ী শিক্ষাকর্মী নিযুক্ত রয়েছেন। বাঁকুড়া জেলায় সেই সংখ্যা প্রায় 200 জন। অস্থায়ী শিক্ষাকর্মীদের অভিযোগ, কলেজের সমস্ত অস্থায়ী শিক্ষাকর্মী এবং অতিথি শিক্ষক উভয়কে কলেজ পরিচালন সমিতি নিযুক্ত করে থাকে। অথচ অতিথি শিক্ষকদের বেতন পরিকাঠামো থেকে শুরু করে অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হলেও অস্থায়ী শিক্ষাকর্মীরা সেই সমস্ত সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। পাশাপাশি কালেজে অস্থায়ী শিক্ষাকর্মীদের উপর অতিরিক্ত চাপ দেওয়া হচ্ছে। তঁদের দাবি, প্রায় তিন বছর ধরে রাজ্য সরকারের কাছে স্থায়ীকরণ ও বেতন পরিকাঠামোর উন্নয়ন সহ একাধিকবার আবেদন করেছেন তাঁরা। কিন্তু সরকারের তরফে কোনও প্রতিকৃয়া পাওয়া যায়নি। তাই অবশেষে আন্দোলনের পথ বেছে নিয়েছেন তাঁরা।
আজ বাঁকুড়া সম্মিলনী কলেজ থেকে জেলার বিভিন্ন কলেজের অস্থায়ী শিক্ষাকর্মীরা মিছিল করেন। মাচানতলা মুক্তমঞ্চে বিক্ষোভ সমাবেশ করেন। এরপর তাঁদের দাবি-দাওয়া লিখিত আকারে বাঁকুড়া জেলা শাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন। তাঁদের দাবি না মানা হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।